পাবনার সাঁথিয়ায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো উদীচী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী সম্পর্কে কুরুচিকর ও অবমাননাকর তথ্য ও ছবি প্রচারের অভিযোগ এনে পাবনার সাঁথিয়ায় অমুসলিম সমপ্রদায়ের মানুষদের উপর হামলা, নির্যাতন, তাদের বাড়িঘরে লুটপাট এবং ধর্মীয় উপাসনালয় ভাংচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। এক প্রতিবাদপত্রে উদীচী’র সভাপতি কামাল লোহানী ও সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, এ ধরণের ঘটনায় দেশের সামপ্রদায়িক সমপ্রীতি বিনষ্টের ঘৃণ্য অপচেষ্টা। কক্সবাজারের রামু ও উখিয়ার মতো পাবনার সাঁথিয়ায়ও একই কৌশল অবলম্বন করে মৌলবাদী শক্তি অমুসলিমদের উপর বর্বরোচিত অত্যাচার চালিয়েছে বলেও মন-ব্য করেন তারা। তারা বলেন, যদি ফেইসবুকে মহানবীকে নিয়ে কটুক্তি বা অবমাননাকর তথ্য প্রচার হয়েও থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস’া নেয়ার সুযোগ ছিল। কিন’, তা না করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে বিশেষ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে মৌলবাদী গোষ্ঠী এ তাণ্ডব চালিয়েছে।
অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত-মূলক শাস্তি- প্রদানের জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছে উদীচী। একইসাথে ক্ষতিগ্রস্থ- পরিবার, তাদের বাড়িঘর এবং ধর্মীয় উপসনালয় পুনর্নির্মাণ করে তাদের পুনর্বাসনে যথাযথ ব্যবস’া গ্রহণের জন্যও সরকারের প্রতি দাবি জানিয়েছেন উদীচী’র সভাপতি কামাল লোহানী এবং সাধারণ সম্পাদক প্রবীর সরদার।
বার্তা প্রেরক
কংকন নাগ
সম্পাদক, প্রচার বিভাগ
কেন্দ্রীয় সংসদ
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
মোবাইলঃ ০১১৯০-৯৬৮২৭১