চলে গেলেন আব্দুর রহমান বয়াতি

চলে গেলেন আব্দুর রহমান বয়াতি

“মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি
কোন মিস্তরি বানাইয়াছে”

থেমে গেল দেহ ঘড়ি চিরতরে, পরপারে পাড়ি জমালেন চিরচেনা আব্দুর রহমান বয়াতি।

গত ১৯/০৮/২০১৩ সোমবার ৭৪ বছর বয়সী এই প্রতিভাবান শিল্পী জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত তিনমাস যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

আব্দুর রহমান বয়াতির জন্ম ১৯৩৯ সালের ধাকার দয়াগঞ্জ এলাকার সম্ভ্রান্ত মুস্লিম পরিবারে। কবি আলাউদ্দিন বয়াতির সূত্র ধরেই তাঁর সঙ্গীত ভুবনে প্রবেশ ঘটে। তিনি একাধারে ছিলেন বাউল সম্রাট, গীতিকার, সুরকার, নির্দেশক এবং কবি।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের আহ্বানে তিনি ১৯৯০ সালে হোয়াইট হাউজে এক নৈশ ভোজে সঙ্গীত পরিবেশন করেন। ৪০ টি দেশে বিভিন্ন সময় সঙ্গীত পরিবেশন করে শ্রতামুগ্ধ করেন এই বরেণ্য শিল্পী। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরষ্কারে ভূষীত হন। মঙ্গলবার তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হলে হাজাড় সমাগম ঘটে শেষ শ্রদ্ধা জানানোর জন্য।

বাংলা সংস্কৃতির এই মহান সন্তান এই মৃত্যুতে প্রিয় অস্ট্রেলিয়া পরিবার গভীরভাবে শোকাহত। এই ক্ষতি পূরণ হবার নয়। আব্দুর রহমান বয়াতি চলে গেছেন কিন্তু অমর হয়ে থাকবেন তাঁর গানের মাঝে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment