অরণ্য ব্যান্ডের ২য় অ্যালবাম “ভালোবাসা.কম” এর মোড়ক উন্মোচন

অরণ্য ব্যান্ডের ২য় অ্যালবাম “ভালোবাসা.কম” এর মোড়ক উন্মোচন

২০০৭ সালে ১ম অ্যালবাম “তার ছিঁড়ে গাছে” প্রকাশের প্রায় ছয় বছর পরে অরণ্য ব্যান্ড জি-সিরিজের ব্যানারে এলো তাদের দ্বিতীয় অ্যালবাম “ভালোবাসা.কম”।

আজ বিকেল ৪:০০টায় রাশান কালচারাল সেন্টার অডিটরিয়ামে (বাড়ি ৫১০, সড়ক ৭, ধানমন্ডি) আনুষ্ঠানিকভাবে এর মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত সঙ্গীত তারকা ফয়সাল সিদ্দিকী বগি। জি-সিরিজের ম্যানেজিং ডিরেক্টর নাজমুল হক ভূইয়া ছাড়াও অনুষ্ঠানে বেশ কয়েকজন সঙ্গীত তারকা ও সাংস্কৃতিক অঙ্গনের নানা ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। দিনটিকে স্মরনীয় করে রাখতে অনুষ্ঠান শেষে ছিল অরণ্য ব্যান্ডের আকর্ষনীয় পরিবেশনা।

এটি মূলত থিমভিত্তিক রক অ্যালবাম, যদিও এর সাথে বস্নুজি ও জ্যাজি ধাঁচের বাইরে মেলোডিও থাকছে। অ্যালবামটি নতুন প্রজন্মকে নিয়ে- যারা চিনত্মা-চেতনায় নিজেদের স্বাধীন মনে করে কিন্তু বাসত্মবে নিজেদের অজানেত্ম অত্যনত্ম সুড়্গভাবে ছক বাঁধা জীবনে আবদ্ধ থাকছে। যার কারনে এদের জীবন থেকে কবিতা, গল্প, গান, প্রকৃতি এমনকি স্বাধীন চিনত্মাগুলো হারিয়ে যাচ্ছে।

অ্যালবামের নয়টি গানের মধ্যে নিজস্ব সাতটি গান ছাড়াও রয়েছে একটি করে রবীন্দ্র ও নজরম্নলের গান। অ্যালবামটিতে যেসব গান রয়েছে সেগুলো হচ্ছে, ভালবাসা.কম, কেঁদো না, আমার ঠিকানা (৩৮/২ স্বপ্ননগর), আমি কোথাও নাই, রোদে জ্বলে শহর, বন্ধু, নাচ রে তোরা নাচ, আজ ধানের ড়্গেতে (রবীন্দ্র) এবং কারার ওই লৌহকপাট (নজরম্নল)।

অ্যালবামের গুরম্নত্বপূর্ণ ও আকর্ষণীয় অংশ হচ্ছে গানের কথা। অরণ্য তাদের প্রথম অ্যালবামের গানের কথায় নিয়ে এসেছিলো ভিন্নমাত্রা, যার ধারাবাহিকতা বজায় রেখেছে নতুন এই অ্যালবামটিতেও। নতুন এ অ্যালবামটির জন্য অরণ্য প্রায় দু’বছর সময় নিয়েছে।

দৃষ্টিনন্দন অ্যালবামটির কাভার ডিজাইন করেছেন জাফরম্নল হাসান লিমন।

ব্যান্ডের লাইন-আপ: দীপ্ত- ভোকাল ও গিটার, নাদিম- বেজ গিটার, বিকাশ- ড্রামস ও পারকাশন, তিলক- গিটার এবং অতিথি শিল্পী হিসেবে জোহা- স্যাক্সোফোন, সেলিম- ভায়োলিন ও সৈকত- অর্গান।

ধন্যবাদসহ,

শাফকাত আহমেদ দীপ্ত

আরো তথ্যের জন্য: দীপ্ত, ০১৬১২ ৬২৪ ৩২৯


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment