বীর মুক্তিযোদ্ধা ওডারল্যান্ড বীর প্রতীক এর স্মৃতিতে ঢাকার একটি সড়কের নামকরণের সিদ্ধান্ত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার প্রেক্ষিতে বীর প্রতীক খেতাব প্রাপ্ত অষ্ট্রেলিয়ার
নাগরিক উইলিয়াম এ এস ওডারল্যান্ড এর স্মৃতি রক্ষাথের্ বাংলাদেশেরে রাজধানী ঢাকার গুলশানের একটি
রাস্তার নামকরণ করতে যাচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন।
গতকাল ওডারল্যান্ড মেমোরিয়াল কমিটি,অষ্ট্রেলিয়ার – আহ্বায়ক, মুক্তিযোদ্ধা অস্ট্রেলিয়া প্রবাসী জনাব
কামরুল আহসান খান ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার
সাথে তাঁর অফিসে সাক্ষাৎ করে ওডারল্যান্ড বীরপ্রতীকের স্মৃতিতে নগরীর একটি রাস্তার নামকরণের
প্রস্তাব দেন। মেয়র তাৎক্ষনিক ভাবে সম্মতি জ্ঞাপন করেন এবং গুলশানের একটি সড়ক এই মহান
মুক্তিযোদ্ধার নামে উৎসগর্ করার আশ্বাস দেন। খুব সহসাই আনুষ্ঠানিকভাবে নামকরণের কাজটি সম্পন ড়ব
করা হবে। এ সময়ে আরো উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্যারাম্যাটা সিটি কাউন্সিলের সদস্য, অস্ট্রেলিয়া
প্রবাসী প্রবীর মৈত্র।
উলেখø ্য, ডাচ বংশোদ্ভূত অষ্ট্রেলিয়ার নাগরিক, সম্প্রতি প্রয়াত উইলিয়াম এ এস ওডারল্যান্ড ১৯৭১ সালে
বাটা কোম্পানীতে জেনারেল ম্যানেজার হিসাবে কর্মরত থাকাকালে মুক্তিযুদ্ধে সμিয় অংশ গ্রহণ করেন।
মুক্তিযুদ্ধে তাঁর গুরুত্বপু্র্ন অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরপ্রতীক খেতাব প্রদান করেন,
বীরপ্রতীক খেতাব প্রাপ্ত তিনিই একমাত্র বিদেশী।