Press Release Australian Muslim Welfare Centre

পিএইচডি অর্জন

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লেখক, গবেষক ও সিড্নীর সুলে কলেজের (Sule College) সিনিয়র শিক্ষক আবু ওমর ফারুক আহ্মদ ‘Law and Practice of Modern Islamic Finance in Australia’ (অস্ট্রেলিয়ায় আধ ুনিক ইস্লামিক্ ফাইন্যান্সের আইন ও তার প্রয়োগ) শীর্ষক অভিসন্দর্ভের জন্য সম্প্রতি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ্্ ওয়েস্টার্ন সিড্নী থেকে ‘A’ (হাই ডিস্টিংশন) গ্রেডে পিএইচ্ডি অর্জন করেন। গত ২৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বসìতকালীন কন্ভোকেশনে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন ইউনিভার্সিটি অফ্ ওয়েস্টার্ন সিড্নীর আইন বিভাগের (School of Law) ফাউন্ডেশন প্রফেসর অধ্যাপক ড. রাজীন সাপ্পিডীন ও ড. এ. কে. এম. মাসুদ। তিনি তাঁর এ পিএইচ্ডি গবেষণাকর্মের জন্য ইউনিভার্সিটি অফ্্ ওয়েস্টার্ন সিড্নী পোস্ট গ্রাজুয়েট রিসাচর্ এওয়াডর্ (UWSPRA) লাভ করেন ।

ড. ফারুক আহ্মদ ইত:পূর্বে কৃতিত্বের সাথে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ্ ওয়েস্টার্ন সিড্নী থেকে এল্ এল্ এম্ (অনার্স) এবং সউদী আরবের মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে শরীয়াহ্র উপর উচ্চতর ‘লীসান্স্’ ডিগ্রি অর্জন করেন । এল্ এল্ এম্ অনার্সে তাঁর অভিসন্দর্ভের বিষয় ছিল ‘Islamic Banking in Bangladesh'(বাংলাদেশে ইস্লামী ব্যান্কিং) । তাঁর এল্ এল্ এম্ ও পিএইচ্ডি অভিসন্দর্ভের অংশবিশেষ ইতোমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও প্রসিডিংয়ে প্রকাশিত হয়েছে। ইস্লামী ব্যান্কিং ও ফাইন্যান্সের বিভিন্ন বিষয়ের উপর আন্তর্জাতিক জার্নাল ও প্রসিডিংয়ে এ যাবত প্রকাশিত ড. আহ্মদের গবেষণা প্রকাশনার সংখ্যা ত্রিশের কাছাকাছি । অন্যদিকে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলেশিয়ার আন্তর্জাতিক ইস্লামী ব্যান্কিং ও ফাইন্যান্স্ কন্ফারেন্সে তাঁর পঠিত গবেষণা প্রবëেদ্ধর সংখ্যা দশের অধিক।

১৯৯৭ সালে স্ত্রী ও ৫ পুত্র-কন্যা সহ অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর পূর্বে ড. ফারুক আহ্মদ খ্যাতনামা অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ইস্লামিক্ সেন্টার অফ্ নিউ সাউথ ওয়েল্সের প্রথম ইমাম ও ইস্লামিক্ এড্ভাইজারের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিড্নীর অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েল্ফেয়ার সেন্টারের প্রেসিডেন্ট্ এবং ইস্লামিক্ কো অপারেটভ্ ফাইন্যান্স্ অস্ট্রেলিয়া লি:-এর শরীয়াহ্ সুপারভাইজারী বোডের্ র চেয়ারম্যান । তিনি চট্টগ্রাম নিবাসী মরহূম মওলানা আবু তাহের মু. নাজের (গোল্ড্ মেডালিস্ট্) ও মরহূমা জয়নাব বেগমের পুত্র এবং চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো ভি.সি. প্রফেসর ড. আবু বকর রফীক আহ্মদের সহোদর । বিজ্ঞপ্তি


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment