বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইন অস্ট্রেলিয়া

বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইন অস্ট্রেলিয়া

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ১৯ মার্চের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে বঞ্চনার পরবর্তিতে আইসিসির ভূমিকার প্রতিবাদ জানানোর কর্মসূচি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট ফ্যান ইন অস্ট্রেলিয়া নামের একটি সংগঠন। রোববার মেলবোর্নে প্রবাসী তরুনদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। উদ্যোক্তাদের পক্ষে যায়েদি সজিব জানান, ১৯ তারিখের বাংলাদেশ ভারতের খেলার পর আই সি সি(ICC) -র সুনিপুন পক্ষপাতিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রথম প্রতিবাদ মিলন হবে ২৬ মার্চ ২০১৫ সিডনি শহরে. পরবর্তীতে প্রতিবাদ হবে মেলবোর্ন এর ফেডারেশন স্কয়ারে ২৮ মার্চ ২০১৫, দুপুর ১২-টায়। এ উপলক্ষে এক বিবৃতিতে বলা হয়, ‘সৃষ্ট পরিস্থিতিতে আমরা গভীর ক্ষোভ আর মন খারাপ নিয়ে আজ একসাথে হলাম আমরা কজন। প্রথম দিকে আমরা ছিলাম ৩০-৩৫ জন. আরো অনেকগুলো দেশের মত আমরাও ভালবাসি ক্রিকেটকে ভালবাসি আমাদের টাইগারদের……..উদেশ্য আমাদের একটাই ১৯ তারিখের বাংলাদেশ ভারতের খেলার পর আই সি সি(ICC) -র সুনিপুন পক্ষপাতিত্বের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। আমাদের এই প্রতিবাদ এবং গণসংযোগের একটাই উদেশ্য দুর্নীতি মুক্ত ক্রিকেট। উদ্যোক্তারা বলেছেন তারা এই প্রতিবাদের সঙ্গে অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটার, ক্রিকেট সাংবাদিক-ভাষ্যকারদের সংযুক্ত করার চেষ্টা করছেন।

plz contact for more information: Wrubel – 0416345681
ইভেন্টের লিঙ্কঃhttps://www.facebook.com/events/366898616848179/367607686777272/


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment