বাংলাদেশ টিমকে নিয়ে কটুক্তি এবং তার জবাব

বাংলাদেশ টিমকে নিয়ে কটুক্তি এবং তার জবাব

ভারতীয় সাবেক ক্রিকেটার নভোজ্যত সিং সিধুর পর এবার বাংলার টাইগারদের নিয়ে তামাশা করলো পাকি ধারাভাষ্যকার রমিজ রাজা! তা-ও আবার খেলা চলাকালীন!!

রমিজ রাজা বলেছে,

– “আনামুল হক এর নামে কেন আবার ‘বিজয়’ লাগানো? এ ধরনের ‘পেট নেইম’ শুধু বাংলাদেশেই দেখা যায়”

– “বাংলাদেশের চাপ নিয়ে খেলার অভিজ্ঞতা নেই, যা পাকিস্তানের আছে”

– “মালিঙ্গার ৪ বলে ৪ উইকেট নেয়ার রেকর্ড আছে, যার সামর্থ্য বাংলাদেশের নেই”

– “ওহ! ঢাকায় ভয়ংকর ট্রাফিক জ্যাম, ম্যাচ শুরুর অনেক আগে মাঠে যাওয়ার জন্য রওয়ানা দিতে হয়েছিল’ (ওহ! বাংলাদেশ, টেরিবল ট্রাফিজ জ্যাম ইন ঢাকা। উই হ্যাড টু স্টার্ট…’)”

– “The BCB has no major part in international cricket”.

১. আমাদের দলে আসিফ-আমির-বাটের মত কিছু চোর-ছ্যাছর নেই। বরং আছে মাশরাফির মত ‘বলদ’ যে বড় টাকায় ফিক্সিং এর প্রস্তাব পেয়ে উল্টো বোর্ডকে জানিয়ে দেয়।

২. আমাদের দলে ইউনিস খানের মত বেয়াদব খেলোয়ার নেই, যে ইন্সপায়ার না করে উল্টা বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস আফগানিস্তানকে দিয়ে দিতে বলে। বরং আমাদের আছে সাকিব, নাসিরদের মত খেলোয়ার, যারা অন্য দলের খেলোয়ারদের মাঠেও শেখায় কিভাবে ভালো করতে হয়।

৩. আমাদের দলে আসিফের মত প্লেয়ার নেই যে ভীনা মালিক টাইপ কোনো সেলিব্রেটির সাথে স্ক্যান্ডালে জড়াবে। বা আসাদ রউফের মত আম্পায়ার, ইন্ডিয়ান মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে অশ্লীল ছবি তুলবে। আছে শাহরিয়ার-মাশরাফি-সাকিবের মত ‘বলদেরা’ যারা নিজের প্রেমিকাকেই বিয়ে করে নেয়।

৪. আফ্রিদির থেকেও অনেক ভালো মানের স্পিনার থাকার পরেও বল টেম্পারিং এর অভিযোগে কোনোদিন রফিক-সাকিব-রাজ্জাকদের নিষিদ্ধ হতে হয়নি।

৫. সাকিব-মুশফিকরা কোনোদিন রশিদ লতিফের মত বাম্প ক্যাচ ধরে আউটের আবেদন করেনি। নিষিদ্ধও হতে হয়নি। বরং রফিক ফেয়ার প্লে অনুসরণ করে রান আউটের সুযোগ থাকা সত্ত্বেও তা করেণি।

৬. শোয়েব আখতার যেমন সতীর্থ আসিফকে পিটিয় শায়েস্তা করে সেরকম আমাদের দলে এমন কেউ তৈরি হয়নি এতদিনেও।

৭. শোয়েব আখতারের মত নিষিদ্ধ ড্রাগ নিয়ে, আসিফের মত গাঞ্জা খাওয়া শেখেনি বাংলাদেশি প্লেয়াররা।

৮. সেলিম মালিক বা নাসির জামসেদ স্টাইলে কেউ জুয়াড়ি হতে পারেনি।

৯. ইউনুস-ইউসুফ স্টাইলে ৫/৭ বার অবসর নিয়ে ফিরে আসার রেকর্ড নেই এদেশের ক্রিকেটে।

১০. হ্যাঁ আমাদের দেশে ট্রাফিক জ্যাম হয়, কিন্তু শক্তিশালী বোমা ফাটেনা। আপনার দেশে প্রতিদিন তালেবানরা কয়টা বোমা ফাটায়, তা ভেবে দেখেছেন? আপনার দেশ পাকিস্তানে তো পৃথিবীর কোনো দেশের টিম এখন খেলতেই রাজি হয় না। একমাত্র আপনারাই বিদেশি ক্রিকেটারদের উপর গুলি চালিয়েছেন।

১১. আমাদের বিজয় ভালো খেলে বিজয় ছিনিয়ে আনতে পারে তাই তার নাম বিজয়। আপনি যেই মাঠে বসে এই কথা বলেছেন তার গ্যালারির একটা স্ট্যান্ডের নাম ‘বব হুক স্ট্যান্ড’ এই ‘বব’ মানে কি জানিস? ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়াতে রবার্টকে পেট নেইম হিসেবে ‘বব’ ডাকা হয়। ‘উইলিয়াম’কে ‘বিল’ ডাকা হয়, উইলিয়াম জেফারসন ক্লিনটনকে তাই সংক্ষেপে বিল ক্লিনটন বলা হয়। মেয়েদের ক্ষেত্রে ‘ভিক্টরিয়া’ কে ডাকা হয় ‘ভিকি’ নেলসন ম্যান্ডেলার ডাক নাম ‘মাদিবা/মাডিবা’।

১২. আপনি বলেছেন মালিঙ্গার ৪ বলে ৪ উইকেট নেয়ার রেকর্ড আছে, যা বাংলাদেশের নেই। হ্যাঁ আমাদের তা নেই, আবার ড্রাগ মার্কা বোলারও নেই, আমাদের আছে বিশ্বসেরা অলরাউন্ডার।

১৩. আমাদের সালমান বাটের মত খেলোয়া নেই বা নেই আসিফের মত খেলোয়ার, যারা চুরি করেও তা স্বীকার করেনা। আমাদের আছে সুপার লিজেন্ড আশরাফুল, যে নিজের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইতে পারে শুধুমাত্র নিজের দলের জন্য।

রমিজ সাহেব, অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ম্যানুকা ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপে ক্রিকেটের যে ম্যাচে ধারাভাষ্যকার প্যানেলে আপনি ছিলেন- সেখানে ভারতের সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলী ও হারশা ভোগলে এবং অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনও ছিলো। কই তারা তো এমন করে বলেনি!!!!??

এর আগে ভারতীয় সাবেক ক্রিকেটার নভোজ্যত সিং সিধু তার ধারাভাষ্যে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলেছিলেন। শাস্তিস্বরূপ তাকে ইএসপিএন ধারাভাষ্য প্যানেল থেকে অপসারণ করা হয়েছিল।

একই ভাবে এই পাকি বেয়াদবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক। আমরা কানঢাকা পাকিস্তানি রমিজ রাজাকে বাংলাদেশের কোনো ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে দেখতে চাই না।

https://www.facebook.com/events/1599445756957741/1599674263601557/?notif_t=plan_mall_activity


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment