বাদল-দিনে’ – মাথানষ্ট পর্ব ২ – পিলু রাগে ভালোবাসার অপরূপ

হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। একেবারে ঝুম ঝুম বৃষ্টি যাকে বলে। ঝরছে তো ঝরছেই। বৃষ্টি আর বৃষ্টি! হবেই না বা কেন? বর্ষায় সময়, বৃষ্টি তো হবেই। পছন্দের বর্ষা, পছন্দের বৃষ্টি। এই বৃষ্টি, এই বর্ষা, স্বভাবজাত কারণেই “একা” কাউকে বেশ উদাস করে দিয়ে যায়। হয়তো সেই একা উদাসী বৃষ্টি বিলাসী মনটাকে বুঝেই – বৃষ্টি গেয়ে উঠে “মানে না মন তোমাকে ছাড়া” – বাদল দিনে বাদল ধারা!
ঝিরি ঝিরি ঝরে বারি
সবুজ পাতার বুকে
কেঁপে ওঠে পুস্প কদম
ভালোবাসায় ঝুঁকে
আমাদের Jalsha Studio (https://www.youtube.com/JalshaStudio) থেকে ‘বাদল-দিনে’ বর্ষা ভিত্তিক অ্যালবামটির দ্বিতীয় গান (টাইটেল সং) প্রকাশিত হলো “বাদল দিনে” শিরোনামেI বিখ্যাত ক্লাসিক্যাল সংগীত গুরু পণ্ডিত তুষার দত্তের কণ্ঠে। এই গানের পরতে পরতে তুষার দত্তের সূক্ষ সুক্ষ কণ্ঠের কাজগুলি বেশ উপভোগ্য, বেশ শ্রুতিমধুর। লাইট ক্লাসিকাল গান প্রিয় শ্রোতাদের ভালো লাগবেই, এই নিশ্চয়তা দিতে পারি।
গানটিতে সুর দিয়েছেন রবিন গুডা’। তাঁর সুর সম্পর্কে এর আগেও বলেছি। রবিন তাঁর এই কাজের মাধ্যমে বেঁচে থাকবেন – এই সুর, এই সঙ্গীত আয়োজন তাকে বাঁচিয়ে রাখবে সঙ্গীত দুনিয়াতে। পরিচিতরা তাঁর সৃষ্টিশীলতা সম্পর্কে ভালো ভাবেই জানেন। অদ্ভুত এক নেশা দেয়া আছে এই গানের প্রতিটি “শব্দ সুরে”।
শুদ্ধ সঙ্গীত কি কেউ এখন আর শুনে? আমার মত অনেকেই শুনে হয়তো। শুনতে ভালোবাসে। উপভোগ করে সঙ্গীতের কাব্যিকতা।
পিলু রাগে প্রেম – বিরহ বিলাস! কখনো “ভালোবাসার এ অপরূপ – সে তো জানে না”, কখনো “বাদল দিনে বরষা বরণ – সে তো জানে না” বিরহের খুবই সহজ সাধারণ অনুযোগ অভিমানের কথাগুলি তুলে আনার চেষ্টা করেছেন গীতিকার। তাতেই এক অসাধারণ সূর সংযোজন করেন রবিন গুডা এবং দরাজ ক্লাসিক্যাল কণ্ঠে তুলে নিয়ে মহিমান্বিত করেছেন পণ্ডিত তুষার দত্ত। সব কিছু মিলে গানের কথাকে ছাড়িয়ে গেছে এই গানটি।
সঙ্গীত নিয়ে যখন কথা হয় বন্ধুদের সাথে, তখন ভালো লাগে তাঁদের শুদ্ধ সঙ্গীতের প্রতি শুভ প্রীতি দেখে। গানটির গীতিকার একজন গীতিকবি। গীতিকারের পক্ষ থেকে এই গানের সাথে সংশ্লিষ্ট সবাইকে অশেষ কৃতজ্ঞতা। গানের কথা গুলি হয়তো আরো অনেক ভালো হতে পারতো।
শুদ্ধ সঙ্গীতের জয় হউক।
রেটিং: ৯.৫/১০
Singer: Pandit Tushar Dutta
Lyric: Shahadat Manik
Tune: Robin Guda
Sitar: Rahul Chatterjee
Sarengi: Debashis Haldar
Keyboard: Shubendu Das
Tabla: Pinaki Chakraborty
Harmonium: Abhijit Sengupta
Recorded at Kusum Studio
Related Articles
মেলবোর্নের চিঠি ১৫
[পূর্ব প্রকাশিত মেলবোর্নের চিঠি] মেলবোর্নের চিঠি ১৫ লেখার শুরুতেই পাঠকদের কাছে আমার ব্যাক্তিগত কিছু দায়ের কথা বলেই নিতে চাইবো ছোট
এক অনন্য সঙ্গীত সন্ধ্যা – এজাজ মামুন
তুমি কেমন করে গান কর হে গুণীআমি অবাক হয়ে শুনি… হ্যাঁ, সত্যিই ওরা গুণী। ওদের শ্রুতিমধুর গান মুগ্ধ করেছে আমাকে।
আমার বর্ষবরণ
পহেলা বৈশাখ বা নববর্ষ বলতে রমনার বটমূল বা ঢাকার জাঁকজমক পূর্ণ বর্ষবরণ আমাকে বেশী চমকিত করে না । সব কিছুই
Very nice review.