Songs of Ramadan by Pro Nazrul Islam Habibi

Songs of Ramadan by Pro  Nazrul Islam Habibi

রোজার গান
অধ্যাপক নজরুল হাবিবী
(লন্ডন থেকে)


স্রষ্টার দয়ার ধারা প্রবাহিত হয় রমদানে।
মানুষের মুক্তি রিজিক মাগফিরাত আসে জাহানে।।

রামাদান ফরজ জানি
মোরা, কুরআনের কথা মানি
হাদিসের পূতবাণী সুধা আনে মোমিন মনে।।

আর কোন রয় না গুনা রাখলে রোজা
সরে যায় জীবন হতে ভুলের বোঝা,
খোদাকে মিলে সোজা, দীপ্তি আসে প্রাণ ঈমানে।।

রামাদান খোদার দয়া
হাশরে দেয় সে ছায়া,
জান্নাতের নহর আনে হাবিবীর সুপ্ত প্রাণে।।

১৬.০৯.’০৯ ইংরেজী, লন্ডন।

আহলান সাহলান মাহে রামাদান (গান)
অধ্যাপক নজরুল হাবিবী
(লন্ডন থেকে)

আহলান সাহলান মাহে রামাদান
মারহাবা, ইয়া মারহাবা (২বার)
তুমি, খোদার শ্রেষ্ঠ দান
দয়া করুণায় মহান,
ধরাতে আনিলে ধরে জান্নাতি প্রভা।।

মারহাবা, ইয়া মারহাবা।
তুমি, এনেছ কুরআন
মাগফিরাত অফুরান,
রাহমাত ও বারাকাতের অমিয় আভা।।
মারহাবা ইয়া মারহাবা।

হাসে, মরু বিয়াবান
জাগে, জীবন সুমহান
মানুষের মননে দিলে মদীনা কাবা।।
মারহাবা ইয়া মারহবা।

বহে, শুভ সুধা ঢল
পূত, পূণ্যতা বিরল
ফুটে হাবিবীর মনে ঈমানী জবা।।
মারহাবা ইয়া মারহাবা।

১৬.০৯.’০৯ ইংরেজী, লন্ডন।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment