ঈদ শুভেচ্ছা বার্তা
Print this article
Font size -16+
ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, একটি মানুষও যেন বঞ্চিত না হয় আনন্দ থেকে। শাওয়ালের নতুন চাঁদ আমাদের যেন নতুন আশার আলো দেখায়, পবিত্র রমজান মাসের সংযম শিক্ষা যেন ফলপ্রসূ হয় সারা বছর জুড়ে। এই প্রত্যাশায় শাওয়ালের নতুন চাঁদের সাথে একাত্মতা প্রকাশ করে নতুন আঙ্গিকে প্রিয় অস্ট্রেলিয়া পরিবার সবাইকে জানাচ্ছে ঈদ-উল-ফিতরের আন্তরিক শুভেছা।
তুমি শিশির ভেজা গোলাপের পাপড়ি। তুমি পাহাড়ের গায়ের ঝরনার পানি। তুমি বর্ষার এক পরশ বৃষ্টি। তুমি মধ্য রাতের পূর্ণিমার চাঁদ। তোমাকে জানাই…..ঈদ মুবারক..