যে সকল মুসলিম ননমুসলিম দেশে বা পশ্চিমা দেশে বসবাস করে তাদের জন্য টেক্স অথবা সম্পূর্ণ শুল্ক (ইনকাম) না দেয়া বৈধ কিনা?

যে সকল মুসলিম ননমুসলিম দেশে বা পশ্চিমা দেশে বসবাস করে তাদের জন্য টেক্স অথবা সম্পূর্ণ শুল্ক (ইনকাম) না দেয়া বৈধ কিনা?

যে সকল মুসলিম ননমুসলিম দেশে বা পশ্চিমা দেশে বসবাস করে তাদের জন্য টেক্স অথবা সম্পূর্ণ শুল্ক (ইনকাম) না দেয়া বৈধ কিনা?

একজন মুসলিম এর দ্বায়িত্ব হল, বিশেষথঃ যারা পশ্চিমা দেশে বসবাস করে তাদের কে ইসলাম এর স্বরূপ তুলে ধরা এবং তাদের কে ইসলামিক আইন মেনে চলতে হবে ও তা পালন করতে হবে। এতে নিশ্চিতভাবে বলা যায় যে এক মুসলিম এর জন্য টেক্স বা কর গোপন করা বা না দেয়া সম্পূর্ণ নিশিদ্ধ।

হিপোক্রেট (কাপুরূষ) এর ৩টা বৈশিষ্ঠঃ সে মিথ্যা বলে, প্রতিজ্ঞা ভঁঙ্গ করে এবং বিশ্বস্থতা ভঁঙ্গ করে (রিপোটেট বাই আল- বোখারী এবং মুসলিম)

কাতার ইউনিভার্সিটির ইসলামিক মানব বিজ্ঞান ও দর্শন বিভাগের প্রধান ডঃ আলী মহিউদ্দিন আল কারা দাঘী এর উত্তরটি এভাবে দিয়েছেনঃ

ইসলাম এ মিথ্যা পথ অবলম্বন করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এক্ষেত্রে আয়ের (ইনকাম) সুল্ক দেয়ার ক্ষেত্রে তা গোপন করা অথবা ফাঁকি দেয়া কখনো ই বৈধ হতে পারে না।

যদি কোন মুসলিম নন মুসলিম দেশে বসবাস করলেও তার জন্য দায়িত্ব হল ওই দেশের আইন (ল) মেনে চলা, যতক্ষণ পর্যন্ত না তা আল্লাহর আইন (ল) এর সাথে বিরোধ এর সৃষ্টি হয়। যদি বিরোদের সৃষ্টি হয় সে ক্ষেত্রে কোন মুসলিম ই আল্লাহ্র আইন বিরোদ্ধে আইন মেনে চলবে না। আমাদের মনে রাখতে হবে যে আয়ের সুল্ক, সমাজের উপকারের জন্য ব্যয় (স্পিন্ট) করা হয় যেমন রিফুজি, দরিদ্র অথবা উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হয়। আরো বলা যায়। যে ব্যক্তি রাষ্ট্রের সাথে এর লিপিবদ্ধ আইন দ্বারা বন্ধন রেখে চলবে যতক্ষণ না তা আল্লাহ্র আইন বিরোধী হয়। সে ক্ষেত্রে প্রয়োজন বোধে ওই দেশ অথবা স্থান পরিবর্তন করতে হবে।

প্রশ্নঃ ইউ.এস.এ তে সববাস কারী মুসলিমদের ক্ষেত্রে টেক্স (সুল্ক) দেয়ার জন্য কি আইন হবে, যেখানে ইউ.এস.এ প্রতি বছর ইসরাইল কে ৩ বিলিয়ন করে ডলার দিয়ে থাকে তাদের উন্নয়ন করার জন্য, আফগানিস্থানে মুসলিমদের হত্যার জন্য সৈন্য প্রেরণ করে থাকে, সুদানে বোমা নিক্ষেপ করে। ইউ.এস.এ এবং তার মিত্ররা মুসলিম দেশের উপর নানা ভাবে বলপ্রয়োগ করে থাকে। তাহলে ইনকামটেক্স দেয়ার ওই সকল দেশে কি বৈধ হবে যেখানে পার্থক্য করা যায় না যে তা কোন খাতে ব্যয় করা হয়েছে?

এই প্রসঁেঙ্গ উত্তর দিয়েছেন একজন বিখ্যাত মুসলিম অর্থনিতীবিদ এবং কাউন্সিলর, ডঃ মজির খাইফ ইউএ অথবা তার মিত্র দেশে এক মুসলিম যতদিন পর্যন্ত ওই ব্যক্তি ওই দেশে নাগরিক অথবা বৈধ ভাবে বসবাস করে। রাষ্ট্রীয় আইন ভঙ্গেঁর চাইতে সরকারকে সুল্ক প্রদান করা কিছুটা শ্রেয় যেখানে প্রদ্ত সুল্ক অভ্যন্তরীন অইসলাম বিরোধী কাজে নিয়োজিত হয়।

ইউ.এস.এ অথবা এর দেখে বসবাসকারী মুসলিমদের দায়িত্ব হল নিয়মের মাঝে থেকে রাজনৈতিক এবং সামাজিক ভাবে সরকার কে চাপ প্রয়োগ করা যেনো তারা এধরনের মানবিক কাজ হতে বিরত থাকে। আমাদের মনে রাখতে হবে যে নাগরিক হিসেবে সমাজের উন্নয়নে সরকারকে সাহায্য করা আমাদের দায়িত্ব মানব কল্যাণে আমাদের কাজ করতে হবে। আল্লাহ্ নবীগণকে পাঠায়াছে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন। আল্লাহ্র এই বার্তা ননমুসলিমদের কাছে পৌছে দেয়ারা দায়িত্ব আমাদের মসলিমদের।

প্রশ্নঃ পশ্চিমা (ওয়েষ্টার্ন) দেশগুলো যখন ঘৃণ্যবাবে ইসরাঈল কে সাপোর্ট দিচ্ছে মসলিমদের বিরূদ্ধে যুদ্ধের মদদ যোগাচ্ছে, তখন ওই সমস্ত দেশে বসবাসকরী মুসলিমদের কি করণীয় এবং টেক্স সুল্ক দেয়ার ক্ষেত্রেই বা কি করবে?

এর উত্তর দিচ্ছে ইউরোপ এর ফতোয়া ও গবেষণা কাউন্সিল এর ডিপুটি চেয়ারম্যান, শেখ ফয়সাল মাওলাই, তিনি বলেছেনঃ

আমার মনে হয় ২টি বিষেয়ের মধ্যে কোন মিল নেই। আমরা সবাই দেখতে পাই যে কিছু মুসলিম দেশ ও “সন্ত্রাস বিরোদ্ধে আন্দোলন” এর সমর্থন করে এমন কি ইউএস কে ইসলামি টেরারিজম/সন্ত্রাস বিরূদ্ধে অভিযানে সহায়তা করে থাকে। প্রতিটি মুসলমানই তার মুসলিম ভাই কে সমর্থন জাগানোর ইচ্ছা পোষণ করে তাকে। যদিও আল্লাহ্ তা আলা সব মুসলমান কে সেই সমর্থন দেন না। একজন মুসলিম কখন ও বিরত্ব থাকতে পারবে না তা মুসলিম দেশে ই হোক অথবা অমুসলিম দেখে ই হোক টেক্স এর টাকা তারা কিভাবে তারা ব্যবহার করলো তা তাদের বিবেচ্য বিষয় নয়।

এক্ষেত্রে মুসলিমরা অন্য অনেক বিছু করতে পারে যেমন, ইউএসএ, ইসরাঈল এর তৈরীকৃত পন্য বিশেষত যেগুলো তাদের অর্থনিতীক উন্নত করে মুসলিম দেশের বিরূদ্ধে যুদ্ধে সহায়তা করে থাকে সে সকল পন্য বর্জন করতে পারে। আমাদের সকলের উচিত ক্ষতিকর অলাভজনকের মধ্যে বর্তী পন্থা অবলম্বন করে প্রতিবাদ জানানো। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে, আল্লাহ্ এমন কিছু চাপায়দেন না যা আমাদের পালন করতে কষ্ট হবে। (আল হাজ্জ ১৮: ৭৮).


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment