“সারগাম মিউজিক একাডেমি” আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
ডা: নায়লা আজীজ মিতা: গত ১৩ই নভেম্বর অনুষ্ঠিত হলো “সারগাম মিউজিক একাডেমি” আয়োজিত চমৎকার এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই একাডেমীটির প্রধান উদ্যোক্তা হচ্ছে মিঠুন চক্রবর্তী ও তার সহধর্মিণী বন্দিতা চক্রবর্তী। পেশাগত কাজ, সংসার, শিশু লালন পালন এইসব কিছুর পাশাপাশি ওরা দুজন খুব চমৎকারভাবে সংস্কৃতির সুন্দর পরিমণ্ডলটি গড়ে তুলেছে। মিঠুন ও বন্দিতার সাথে তাদের দুই মেয়ে মিষ্টি ও রাই ওতপ্রোতভাবে এই গান-বাজনা ও বাদ্যযন্ত্রের সাথে জড়িত। পড়াশোনার পাশাপাশি যেভাবে তারা বাবা-মায়ের শেখানো বিভিন্ন প্রকার শিক্ষাকে সুন্দরভাবে গ্রহণ করে সেটার চর্চা করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়।
চমৎকার পরিবেশে, সুসজ্জিত এক অডিটোরিয়ামে সমগ্র অনুষ্ঠানটি বন্ধু – বান্ধব ও পরিবার নিয়ে দারুণ ভাবে উপভোগ করলাম। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠানটি সময়মতো সুন্দর ভাবে শুরু ও শেষ হোল যার মাঝখানে কিছুটা সময়ের বিরতি ছিল খাবার ও অন্যান্য প্রয়োজনীয় কারনে। দারুন সুন্দর ভাবে আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশন করা হয়েছে বিভিন্ন রকমের অনুষ্ঠান! এখানে পরিবেশিত হয়েছে শিশু থেকে শুরু করে বড়দের নানান রকম চমৎকার সাংস্কৃতিক কার্যকলাপ। গান, নাচ, বাদ্যযন্ত্র সবকিছুতেই এরা এমনভাবে পারদর্শী যে এদের পারদর্শিতা অবাক করে দেবার মত !
এই অনুষ্ঠান থেকে আরো বুঝতে পারা যায় যে, প্রবাসের মাটিতে বসে কিভাবে সবাই নিজ নিজ ও ভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরো বেশি সুন্দর করে শিখছে, লালন পালন করে যাচ্ছে এবং প্রয়োজন মতো সেটাকে যথাযথ পরিবেশে প্রয়োগ করতে সক্ষম হচ্ছে। আর শিশুদের ক্ষেত্রে এরা একদিকে যেমন বাবা মায়ের কাছে এইসব বিষয়ে শিক্ষা পাচ্ছে অপরদিকে এ ধরনের প্রতিষ্ঠানগুলোও ওদের জ্ঞানের পরিধিকে আরো অনেক বেশি বিস্তৃত করতে সাহায্য করছে। বিভিন্ন রকম সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা শিশুদের মন ও মানসিকতাও সুন্দরভাবে গড়ে উঠছে।
প্রবাসী সংস্কৃতির পাশাপাশি নিজের দেশের সংস্কৃতির বিষয়ে উৎসাহ ও শিক্ষা দিয়ে তাদেরকে শেখার এবং চর্চা করে যাবার ব্যাপারে Mithun Chakraborty , Bondita Chakraborty ও তাদের একাডেমী যেভাবে একনিষ্ঠ পরিশ্রম করে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই তাদেরকে এবং তাদের সাথে যারা সহযোগিতা করে চলছে সবাইকে । প্রার্থনা করি, তাদের এই পরিশ্রম সার্থক হোক এবং তারা যেন তাদের এই উদ্যোগকে যথাযথভাবে চালিয়ে নিয়ে যেতে পারে।
Dr Naila Aziz Meeta
Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.
Related Articles
All about Purgatory – Naila Shams
Purgatory is a remarkably unique Bangladeshi short film by Naim Hasan Miraz, presented in the recent film festival held in
পৃথিবীর পথে পথে, সেই পথ যেন না শেষ হয় (পর্ব ১)
আমেরিকানরা অদ্ভুত জাতি। কথা নাই বার্তা নাই খালি পাহাড়ে উঠে হাঁটতে থাকে। পারেও। তিন মাসের শিশু সন্তান কোলে পিঠে বেঁধে
Music and the promise of Dhrupad
A recent musical program by the group Dhrupad in Canberra brings into focus new ideas of music and its possibilities.