‘রাজা হ্যান্ডসাম’ নির্মাণ প্রক্রিয়ায় যুক্ত হলেন শীর্ষশিল্পী ফুয়াদ-আল-মুক্তাদির

‘রাজা হ্যান্ডসাম’ ছবির সঙ্গীত নির্দেশক হিসেবে কাজের জন্য সাথে চুক্তিবদ্ধ হলেন জনপ্রিয় শিল্পী ও সঙ্গীত নির্দেশক ফুয়াদ-আল-মুক্তাদির। গতকাল বনানীতে শিল্পীর স্টুডিওতে ‘রাজা হ্যা-সাম’ ছবির নির্মাতা প্রতিষ্ঠান বায়োস্কোপওয়ালা প্রোডাকশানস লিমিটেডের সাথে এ বিষয়ক চুক্তি হয় তার।

এই প্রথম একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবির সঙ্গীত নির্দেশক হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন সর্বসত্মরের শ্রোতামহলে অসম্ভব জনপ্রিয় এ শিল্পী। ‘রাজা হ্যান্ডসাম’ ছবির সাথে যুক্ত হবার ব্যাপারে জানতে চাইলে ফুয়াদ জানান, নির্মাতাদের মেধার ওপর আস্থা রয়েছে বলেই অগ্রণী হয়েছি এ কাজে। আমার বিশ্বাস, ইন্ডাস্ট্রিতে ছবি নির্মাণের ড়্গেত্রে একটি নতুন মানদন্ড তৈরি করতে যাচ্ছে এ ছবি।

‘রাজা হ্যান্ডসাম’ ছবিতে গান থাকছে মোট সাতটি। তবে কারা গাইবেন তা চূড়ানত্ম হয়নি এখনও। টাইটেলসহ একাধিক গান লিখেছেন ‘ফাগুনের মাতাল হাওয়ায় ঘর নড়বড় করে’ কিংবা ‘তোমার ঘরে বাস করে কারা ও মন জানো না’ খ্যাত গীতিকার জাহিদ আহমেদ। অন্যদের সাথেও কথা চলছে এ মুহূর্তে, ফাইনাল করা হবে চলতি সপ্তাহ ফুরিয়ে যাবার আগেই, জানালেন ফুয়াদ।

‘রাজা হ্যান্ডসাম’ ছবির সঙ্গীত নির্দেশক হিসেবে ফুয়াদকে কেন বাছাই করলেন জানতে চাইলে বায়োস্কোপওয়ালা প্রোডাকশানসের আহাদ মোহাম্মদ ভাই বলেন, “এ ছবিতে আমরা চেষ্টা করছি অভিনেতা, গল্প ও গান সকল ড়্গেত্রের সেরা মানুষগুলোকে একত্র করে একটি নতুন কিছু উপহার দেবার। অসম্ভব জনপ্রিয় অনেকগুলো গানের স্রষ্টা ফুয়াদ আমাদের সঙ্গীতভুবনে এমন এক প্রতিভা বরাবর নতুন কিছু করাটাই তার স্বাভাবিক প্রবণতা। এ কারণেই ছবিতে যুক্ত করা হয়েছে তাকে।”

উলেস্নখ্য, আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের বিভিন্ন স্পটে ‘রাজা হ্যান্ডসাম’ এর প্রথম পর্বের শুটিং আরম্ভ করবেন ছবির পরিচালক বদিউল আলম খোকন। এপ্রিলের শুরম্নতে ছবির বাকী গুরম্নত্বপূর্ণ অংশের শুটিং করা হবে ইউরোপের অসাধারণ বিভিন্ন লোকেশনে।

চলতি বছর অক্টোবর নাগাদ পৃথিবীর চারটি মহাদেশের দর্শকরা একযোগে প্রেড়্গাগৃহে গিয়ে দেখতে পারবেন ‘রাজা হ্যান্ডসাম’।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment