“রাজা হ্যান্ডসাম” : দুনিয়া জয়ের মিশন নিয়ে নতুন মাত্রার বাংলা ছবি

“রাজা হ্যান্ডসাম” : দুনিয়া জয়ের মিশন নিয়ে নতুন মাত্রার বাংলা ছবি

বায়োস্কোপওয়ালা প্রোডাকশন্স-এর নতুন ধামাকা “রাজা হ্যান্ডসাম” একযোগে রিলিজ হবে যুক্তরাষ্ট্র, কানাডা, ইংল্যান্ড এবং এশিয়া, এ চারটি মহাদেশে। ডিজিটাল প্রযুক্তিতে দেশের পথিকৃৎ এ প্রযোজনা হাউজ এবার তৈরি করতে যাচ্ছে তুমুল অ্যাকশান-থ্রিলার ধাঁচের এ ছবি। আশা করা যাচ্ছে, চলতি বছর সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ছবিটি দেখতে পাবেন দর্শকরা।

“বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে এক নতুন মাত্রায় উন্নীত করতে চাই আমরা,” বলেন রাজা হ্যান্ডসাম-এর প্রযোজক আহাদ মোহম্মদ ভাই। তিনি জানান, “অসাধারণ প্রতিভা ছড়িয়ে আছে আমাদের এ দেশে। গোটা দুনিয়াকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের এখানেও আন্তর্জাতিক মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ সম্ভব।”

ছবিটি পরিচালনা করছেন দর্শকনন্দিত অনেকগুলো ছবির সফল পরিচালক বদিউল আলম খোকন। প্রধান চরিত্র নির্বাচন থেকে শুরু করে গান ও গানের শিল্পী র্নিধারণ পর্যন্ত প্রায় সকল কাজ গুছিয়ে আনা হয়েছে ইতোমধ্যেই। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিংয়ের মূল কাজ। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা এবং পরবর্তীতে ইউরোপের একাধিক আকর্ষণীয় লোকেশনে যাবে ছবির শুটিং ইউনিট।

“রাজা হ্যান্ডসাম” ছবিতে কেন্দ্রীয় ‘রাজা’ চরিত্রে অভিনয় করছেন ঢালিউডে দীর্ঘদিনের শীর্ষ তারকা শাকিব খান। শাকিব খান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানান, “ছবির নাম শুনেই আমার পছন্দ হয়েছে এবং আমি যেন রাজা হ্যান্ডসামের পোষ্টার ও বিলবোর্ড কল্পনায় দেখতে পাচ্ছিলাম।”

ছবিতে রাজাকে দেখা যাবে অ্যাকশান এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে অভিনব কৌশলের মাধ্যমে স্কটল্যান্ড ইয়ার্ডের চোখ ফাঁকি দিয়ে দুর্লভ এক হীরা চুরি করতে। ছবির চিত্রধারণ করা হবে সর্বাধুনিক প্রযুক্তিধারী অ্যারি অ্যালেক্সা দিয়ে।

“রাজা হ্যান্ডসাম”-এর সাফল্য নিয়ে বায়োস্কোপওয়ালা প্রোডাকশন্স এর পক্ষ থেকে জানানো হয়, অ্যাকশান-থ্রিলার ছবির কথা বলতে গেলেই আমরা তাকিয়ে থাকি হলিউড কিংবা বলিউডের দিকে। কিন্তু এবার আমরা চাইছি ধারাটা বদলে দেবার। সমৃদ্ধ একটি অতীত রয়েছে ঢালিউডের। এ কারণেই ভবিষ্যৎ সাফল্যের ব্যাপারে এমন প্রবল আশাবাদী হতে পারছি আমরা। এ লক্ষ্যেই অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি চিত্রনাট্য, সংলাপ, গান, সেট ডিজাইন, লাইটিংসহ সকল ক্ষেত্রে ইন্ডাস্ট্রির সেরা মানুষগুলো নিয়ে “রাজা হ্যান্ডসাম” এর টিম গঠন করা হয়েছে।

বছরের শেষ নাগাদ “রাজা হ্যান্ডসাম” ছবিটি একযোগে বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় রিলিজের পরিকল্পনা রয়েছে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment