First Bangla e-book published for Amazon Kindle

First Bangla e-book published for Amazon Kindle

আমাজনের কিন্ডল এ প্রথম বাংলা ই-বুক!

বাংলা সাহিত্য বিশ্বের সকল বাংলা ভাষা-ভাষী মানুষের হাতের মুঠোয় পৌছিয়ে দেয়ার জন্য এই প্রথম স্টারহোস্ট আইটি লিমিটেড ই-বুক আকারে বেশ কিছু জনপ্রিয় উপন্যাস লেখকের অনুমোদন নিয়ে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় বিখ্যাত ঔপোন্যাসিক ডঃ মুহম্মদ জাফর ইকবাল এর দুইটি পাঠক প্রিয় কিশোর উপন্যাস ‘আমার বন্ধু রাশেদ’ এবং ‘রাতুলের রাত রাতুলের দিন’ স্টারহোস্ট বিশেষ ভাবে আমাজনের কিন্ডল এ জন্য প্রকাশ করেছে। এর মাধ্যমে দেশে এবং বিশেষ করে প্রবাসী বাঙালীদের মাঝে বাংলা ভাষায় সাহিত্য চর্চার এক নতুন দিক উন্মুক্ত হলো। বরাবরই ডিজিটাল ভার্সনের উপর লেখক এবং প্রকাশকদের পাইরেসী সংক্রান্ত ভীতি কাজ করে আসছে। বিভিন্ন ওয়েবসাইটে স্ক্যানকৃত ই-বুক পাওয়া গেলেও দেখা গিয়েছে অধিকাংশেরই কোন অনুমোদন নেই। বইয়ের লেখকগণ তাদের সম্মানী পাচ্ছেন না, স্ক্যান কোয়ালিটি খারাপ হবার কারনে পাঠকও পড়তে সাচ্ছন্দবোধ করছে না। ফলে ই-বুকের উপর লেখক ও পাঠকদের মনে ভুল ধারনার সৃষ্টি হচ্ছে। কিন্তু এই প্রতিকূল প্রেক্ষাপটে জাফর ইকবাল স্যার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।

ই-বুক পড়ার জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন কিন্ডল। পাইরেসী প্রতিরোধ করা এবং কনটেন্টের কোয়ালিটি বজায় রেখে গ্রাহকের কাছে ই-বুক পৌঁছে দেয়ার জন্য স্টার হোস্ট কিন্ডল-কে বেছে নিয়েছে।

এর পূর্বে আইফোন/আইপ্যাড অর্থাৎ জনপ্রিয় স্মার্টফোনের প্রথম বাংলা ডিজিটাল ই-বুক অ্যাপও প্রকাশ করেছে স্টার হোস্ট। এর মাধ্যমে লেখক এবং প্রকাশকের মাঝে পাইরেসী সংক্রান্ত ভয়ভীতি নির্মূল হবে। ফলে পাঠক খুব সহজেই কিন্ডল-এও বাংলা সাহিত্য চর্চা করতে পারবেন। এতে করে দেশের প্রকাশনা শিল্পেও যোগ হলো নতুন মাত্রা।

খুব শ্রীঘ্রই জনপ্রিয় স্মার্টফোন অ্যানড্রয়েড, নকিয়া ও উইন্ডোজ মোবাইল এর জন্য ই-বুক প্রকাশ করা হবে।

ই-বুক এর ব্যাপারে ডঃ মুহম্মদ জাফর ইকবাল স্যার যথেষ্ট আশাবাদী। তিনি মনে করেন বই ছাপাতে যে গাছ কাটতে হয় তা অনেকাংশেই কম হবে, যখন আমাদের অধিকাংশ বইগুলো ই-বুক হয়ে যাবে। এতে করে যেমন প্রকৃতির উপকার হবে পাশাপাশি আমরা নতুন টেকনোলোজিকেও আয়ত্ব করতে পারব।

কিন্ডলে প্রকাশনার ব্যাপারে স্টার হোস্টের সিইও কাজী জাহিদ বলেন, “আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা-র লিখনি বিশ্ববাসীর কাছে সহজপ্রাপ্য করতে স্টার হোস্ট একান্তভাবে কাজ করে যাচ্ছে। এখনই অ্যাপল ও আমাজনের মার্কেটপ্লেসে বাংলা সাহিত্য নিজের জায়গা করে নিয়েছে। দেশের এই নতুন সম্ভাবনাকে এগিয়ে নিতে স্টার হোস্ট পরিবার লেখক ও পাঠক সবার সাপোর্ট আশা করে।”

এই মুহুর্তে আমাজনের কিন্ডল এ জাফর ইকবাল বা বইয়ের নাম দিয়ে সার্চ করলে ই-বুকগুলো পাওয়া যাবে।

ই-বুক ডাউনলোড লিংকের জন্য ভিজিট করুনঃ

http: //ebook.starhostbd.com

ডাউনলোড লিংকঃ

আমার বন্ধু রাশেদ : http://www.amazon.com/dp/B008WA259Y

রাতুলের রাত রাতুলের দিন : http://www.amazon.com/dp/B008WPICSM

2012/pdf/Zafar_Iqbal_Kindle_451574320.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment