স্বপ্ননগর বিদ্যানিকেতন: স্বপ্ন যেখানে বাস্তব

স্বপ্ননগর বিদ্যানিকেতন: স্বপ্ন যেখানে বাস্তব

স্বপ্ননগর বিদ্যানিকেতন কিছু তরুণের একটি অভাবনীয় স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠান সব দিক দিয়েই বাংলাদেশের আর দশটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পুরোপুরি আলাদা।

বিদ্যালয় ভবন

২০০৪ সালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার রোশন হাটের কচুয়াই এলাকায় গড়ে উঠে স্বপ্ননগর বিদ্যানিকেতন। অনিয়মিত যাত্রা শুরু করে অনেক চড়াই উৎরাই পেরিয়েছে বিদ্যালয়টি। এখন মোটামুটি সারা বিশ্বের বাংলাদেশীদের কাছে স্বপ্ননগর বিদ্যানিকেতন নামটি সুপরিচিত। কিন্তু শুরু থেকেই উদ্যোক্তাদের বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়েছে।

সবুজে পাঠদান

২০০৯ সালে স্বপ্ননগর নিয়মিত স্কুল হিসেবে যাত্রা শুরু করে। স্বপ্ননগর বিদ্যানিকেতন গড়ে উঠেছে পাহাড়ের সবচেয়ে সুবিধাবঞ্চিত চা-পল্লীতে। যেখানে পড়াশোনার কথা ভাবায় যায় না সেখানে স্বপ্ননগরের উদ্যোক্তারা বিদ্যা ছড়িয়ে দেয়ার স্বাপ্নিক কাজ করে যাচ্ছে নিরলসভাবে।

ভারসাম্যের শিক্ষা

স্বপ্ননগর বিগত বছরের কার্যক্রমের ভিত্তিতে দশটি মাইলফলক চিহ্নিত করেছে। নির্ভয় আনন্দময় স্কুলের মাধ্যমে শিক্ষকেরা ছাত্রছাত্রীদের বন্ধু হিসেবে পাঠদান করেন এবং এখানকার সব শিক্ষার্থী সকল প্রকার মানসিক এবং শারীরিক শাস্তি থেকে মুক্ত। সক্রিয় শিখন পদ্ধতির মাধ্যমে পাঠদানের সকল বিষয় শ্রেণীকক্ষেই তৈরি করে দেয়া হয় ফলে ছাত্রছাত্রীদের উপর কোন বাড়তি চাপ পরে না। শিক্ষাপুষ্টির মাধ্যমে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।

সৌরজগতের পাঠদান

জীবনগড়া হাইস্কুল বৃত্তির মাধ্যমে পঞ্চম শ্রেণী পাশ করে যাওয়া শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়েছে কারণ স্বপ্ননগরে সবাই পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়তে পারে। হাইস্কুল বৃত্তি প্রকল্পের আওতায় ইতোমধ্যেই ২০১৮ সালের মাধ্যমিক পরীক্ষায় স্বপ্ননগরের দুজন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন।

এসো নিজে করি

স্বপ্ননগরের ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষার স্বপ্নবীজ বোনার কঠিন কাজটা করে যাচ্ছেন স্বপ্ননগরের প্রশিক্ষিত শিক্ষকেরা। ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষদেরকে অগ্রহ্যাগানিয়া, বন্ধুসুলভ, নিরাপদ ব্যক্তিত্বে পরিণত করা হয়। বর্তমানে স্বপ্ননগরে এগারোজন শিক্ষক কর্মরত আছেন। শহরগুলোর বাইরে থিয়েটার চর্চা যখন বিরল হয়ে উঠেছে স্বপ্ননগরে শিশুরা তখন গড়ে তুলেছে নিজেদের থিয়েটার।

ফলের উৎসব

সুকুমার রায়ের অবাক জলপান, রবীন্দ্রনাথ ঠাকুরের তোতা কাহিনী, জুতা আবিষ্কার এখন পর্যন্ত স্বপ্ননগরের শিশুদের স্থায়ীভাবে ও চট্টগ্রাম শহরে পরিবেশিত উল্লেখযোগ্য পরিবেশনা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের কয়েকজন শিক্ষার্থী স্বপ্ননগরের থিয়েটার চর্চাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। নাটকসহ শিশুদের নানান সাংস্কৃতিক কর্মকান্ডকে সুবিধা দিতে ২০১৭-১৮ তে নির্মিত নতুন ভবনে একটি অভ্যন্তরীন ও একটি উন্মুক্ত মঞ্চ অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞান প্রকল্প

পাঠদানকে আনন্দদায়ক করার জন্য স্বপ্ননগরের শিশুদের জন্য পাঠাগার ও নানান সহশিক্ষা কার্যক্রমের সুযোগ উন্মুক্ত করে দেয়া হয়েছে। শিশুরা সপ্তাহে পাঁচ দিনই প্রতিদিন একটা ক্লাসে নাচ, গান, নিজেদের গল্প-ছড়া লেখালেখি, বিতর্ক, আঁকাআঁকি এমন সুকুমার চর্চা করছে। এছাড়াও প্রতিদিন সকালে স্কুলে এসেই স্বপ্ননগরের শিশুদের প্রথম কাজ হচ্ছে বাগানের পরিচর্যা করা। এটা স্কুলের নিয়মিত কাজেরই অন্তর্গত।

সমাজ বিজ্ঞান প্রকল্প

স্বপ্ননগরের উদ্যোক্তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের ছাত্রছাত্রীদের বাল্যবিবাহ প্রতিরোধ করা। বাল্যবিবাহ ঠেকাতে অনেক বাতচিত, বাদানুবাদ, স্কুল উঠিয়ে দেয়ার হুমকি, রাগারাগি সবই স্বপ্ননগরের উদ্যোক্তাদের সহ্য করতে হয় তবুও স্বপ্ননগরের কান্ডারীরা আশা রাখেন একদিন তারা বাল্যবিবাহের মূল কারণগুলোকে চিহ্নিত করে সেগুলোকেই ঠেকিয়ে দিতে পারবেন।

স্কুলের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো শহীদ মিনার

বাল্যবিবাহ এবং চাইল্ড লেবার স্বপ্ননগরের স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা। প্রাইমারী পর্যন্ত সবাই স্কুলে আসলেও হাইস্কুযে যাওয়ার ক্ষেত্রে গ্রামের পরিসংখ্যান মোটেও আশাপ্রদ নয়। সেটার একটা সমাধান হতে পারে হাইস্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাসিক বৃত্তির ব্যবস্থা। আগে মেয়েদের দশ বারো বছর বয়সের মধ্যেই বিয়ে হয়ে যেত। পরবর্তীতে স্কুল প্রতিরোধ করায় এখন অভিবাবকের পনের ষোল বছর বয়সে তাদের বিয়ে দিতে চায়। বাবা মাদেরও এক্ষেত্রে দোষ দেয়া যায় না।

স্কুলের শিক্ষার্থীদের নিজ হাতে বানানো শহীদ মিনার

গ্রামে মেয়েরা ‘সম্পর্কে জড়িয়ে গেলে বা কোন ছেলে তাদেরকে রাস্তায় উত্ত্যক্ত করলে সেটার দোষ মেয়ের উপরেই চলে আসে। আর ছেলেরা কাজ করার মত হাত পা বড় হলেই আয়ের উৎস হিসাবে কাজে লাগিয়ে দেয়ার চেষ্টা করা হয়। এই সমস্যাগুলো মোকাবিলা করার জন্য স্বপ্ননগরের উদ্যোক্তারা একটা বৃত্তির কথা ভাবছেন। কেউ যদি মাধ্যমিক পর্যন্ত শেষ করে এবং মেয়ে ১৮ ও ছেলে ২১ পর্যন্ত বিয়ে না করে তাদের জন্য ষষ্ঠ শ্রেণী থেকে একটা ডিপিএস বা এফডির খুলে দেয়ার চিন্তা ভাবনা করা হচ্ছে।

স্কুলের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি বিজয়ের পুষ্পমাল্য

জীবন গড়া প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত পাঁচজন ছাত্রছাত্রী তাঁদের মাধ্যমিক শিক্ষা শেষ করেছে। তন্মধ্যে চারজন উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছেন। অত্র সম্প্রদায় থেকে এরাই প্রথম কলেজ পর্যন্ত পড়াশোনা চালিয়ে নিচ্ছেন।

স্কুলের নিয়মিত এসেম্বলি

স্বপ্ননগরের উদ্যোক্তারা পুরো ক্যাম্পাস এবং পাঠদানের বিষয়টিকে ডিজিটালাইজ করার চেষ্টা করছেন যাতে করে বিশ্বের অন্য প্রান্ত থেকেও যেকেউ অনলাইনে তাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের কাজে সম্পৃক্ত হতে পারেন কিন্তু সেখানে সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা দিয়েছে ইন্টারনেট।

স্কুলের শিক্ষার্থীদের মঞ্চায়িত নাটক

পাহাড়ের দুর্গম এলাকায় ইন্টারনেটের সংযোগ খুবই দুঃসাধ্য একটি বিষয় তবুও তারা ইতোমধ্যেই ব্রাকনেটের কাছ থেকে কোটেশন নিয়েছেন এবং দেশের উচ্চশিক্ষিত জনগোষ্ঠীর প্রবাসী অনেকেই সাহায্যের হাত প্রসারিত করেছেন। যার ফলে অদূর ভবিষ্যতে স্বপ্ননগরের সকল কার্যক্রম ডিজিটালাইজ হতে যাচ্ছে। এতেকরে তাদের শিক্ষার মান দ্রুতই বিশ্বমান অর্জন করবে।

সূর্যের মতো একদিন আলো ছড়াবে স্কুলের প্রতিটা শিক্ষার্থী

স্বপ্ননগর একটি স্বপ্নের নাম। যেখানে বাচ্চারা স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত। শিক্ষাটা হাতেকলমে হওয়াতে সেটা বাচ্চাদের জন্য শেখা অনেক সহজ। আর পড়াশোনার সমস্ত কাজ যেহেতু ক্লাসেই শেষ করে দেয়া হয় তাই বাচ্চাদের উপর আলাদা কোন চাপও পড়ে না।

এক নজরে স্বপ্ননগর বিদ্যানিকেতন

এছাড়াও তাদেরকে বাগান করার মতো কাজে প্রতিদিন সম্পৃক্ত করা হচ্ছে যার ফলে তাদের বেড়ে উঠাটা হচ্ছে প্রকৃতির নিবিষ্ঠ সহযোগে। আর স্বরোচিত গল্প কবিতা এবং অভিনয়ের পাঠের মাধ্যমে তাদেরকে দেয়া হচ্ছে জীবনের সম্যক ধারণা। স্বপ্ননগরের কান্ডারীরা তাই স্বপ্ন দেখেন স্বপ্ননগরের ছাত্রছাত্রীরা একদিন বাংলাদেশের তথা বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। বয়ে আনবে দেশের সম্মান।

Md Yaqub Ali

Md Yaqub Ali

আমি মোঃ ইয়াকুব আলী। দাদি নামটা রেখেছিলেন। দাদির প্রজ্ঞা দেখে আমি মুগ্ধ। উনি ঠিকই বুঝেছিলেন যে, এই ছেলে বড় হয়ে বেকুবি করবে তাই এমন নাম রেখেছিলেন হয়তোবা। যাইহোক, আমি একজন ডিগ্রিধারী রাজমিস্ত্রি। উচ্চাভিলাষ চরিতার্থ করতে অস্ট্রেলিয়াতে আমার আগমন ২০১৫ সালের মার্চে। আগে থেকেই ফেসবুকে আঁকিবুকি করতাম। ব্যক্তিজীবনে আমি দুইটা জীবের জনক। একটা হচ্ছে পাখি প্রকৃতির, নাম তার টুনটুনি, বয়স আট বছর। আর একজন হচ্ছে বিচ্ছু শ্রেণীর, নাম হচ্ছে কুদ্দুস, বয়স দুই বছর। গিন্নী ডিগ্রিধারী কবিরাজ। এই নিয়ে আমাদের সংসার। আমি বলি টম এন্ড জেরির সংসার যেখানে একজন মাত্র টম (আমার গিন্নী) আর তিনজন আছে জেরি।


Place your ads here!

Related Articles

প্যারিসের চিঠি ৬: ওয়াসিম খান পলাশ প্যারিস থেকে

আইফেল টাওয়ারের নাম কে না শুনেছে। বিশ্বের বিষ্ময় এই টাওয়ারটি ফ্রান্সের রাজধানী প্যারিসের বুকে মাথা উচু করে দাড়িয়ে বিষ্ময় ছড়াচ্ছে।

প্রবাসীর বিজয় উদযাপন

“স্বাধীনতা তুমি রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-“

Who is Kader Mollah

Early and personal life Abdul Quader Molla was born in the village of Amirabad, Faridpur in 1948. He attended school

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment