আব্দুর রব ফকির এর স্মরনে তৃতীয় বাৎসরিক সাধু সঙ্গ ২০১৯

হক নাম বল রসনা
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল ও দোতারা বাদক আব্দুর রব ফকির এর স্মরনে তৃতীয় বাৎসরিক সাধু সঙ্গ ২০১৯
সুহৃদ
দেখলাম এ সংসার ভোজ বাজির প্রকার , দেখিতে দেখিতে কেবা কথায় যায়।। ফকির লালন শাঁইজির এই মর্ম বানীকে সত্য প্রমানিত করে গত ৭ ই আগস্ট ২০১৬ তারিখে লালন আনুরাগি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল ও দোতারা বাদক আব্দুর রব ফকির এ সংসার ছেড়ে না ফেরার দেশে গমন করেছেন। তাঁর ৩য় তিরোধান দিবস উপলখ্যে ২ দিন ব্যপি সাধু সঙ্গ আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান এ আপনি অংশগ্রহণ করে সাধু সঙ্গের পূর্ণতা পুরনে আপনার চরণ ধুলি একান্ত কামনা করছি।
আমন্ত্রণে
পরিবার ও ভক্ত বৃন্দ
অনুষ্ঠান সূচি
১ম দিন ৭ আগস্ট ২০১৯
বিকাল ৪.০০ আগমন ও আসন গ্রহন
সন্ধা ৬.৩০ গুরু কর্ম
সন্ধা ৭.৩০ দিন ডাকা ও আধিবাস
রাত ৮.৩০ ফকির লালন শাইজির মর্ম বানী পরিবেসন
রাত ১.০০ আধিবাস সেবা
২য় দিন ৮ আগস্ট ২০১৯
সকাল ৮.০০ বাল্য সেবা
সকাল ৮.৩০ গোস্ট গান
সকাল ১০.০০ ফকির লালন শাইজির মর্ম বানী পরিবেসন
দুপুর ২.০০ পূর্ণ সেবা
বিকাল ৪.০০ সাধু গনের বিদায়
যোগাযোগ- পরান ফকির- 01775047875, 01720127687

Related Articles
দেশে ফেরার আগে আগে সবাই চায় একটি জয়
ফজলুল বারী, বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ড, ওয়েলিংটন থেকে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের প্রেসবক্সে বসে বুধবার যখন এ লেখাটা শুরু
ক্যানবেরার খেরোখাতা ৪
১.সরকারের খাতায় এখনো হেমন্তকুমারের নাম লেখা থাকলেও ক্যানবেরায় শীতল রায়ের পদধ্বনি ভালো ভাবেই শোনা যাচ্ছে। দূরের পাহাড়ে বরফ পড়ছে শুনেই
সিডনিতে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করে রংধনু অজ-বাংলা কালচারাল সোসাইটি
জাতি গঠনে মেধার মূল্যায়ন অপরিহার্য। দেশ ও জাতির উন্নতি করতে হলে মেধাবীদের সম্মাননা জানানো অত্যন্ত গুরুত্বপূর্ন। সুদীর্ঘ এক দশক ধরে