বন্ধুত্ব হয় সমান চিন্তার মানুষের মধ্যে

বন্ধুত্ব হয় সমান চিন্তার মানুষের মধ্যে

কাহলীল জিব্রাণ, আইডির নাম! আসল কীনা নকল জানিনা, লোকেশন দেয়া আছে কানাডা। ফেসবুকে এর পোস্টগুলো পড়লে দেখবেন বাংলাদেশে আরেকটা পচাত্তর হত্যাকান্ডের স্বপ্নে বিভোর! বিষয়টি নজরে আসার পর তাকে আজ আমার বন্ধু তালিকা থেকে বাদ দিলাম। জার্মানিতে আশ্রয় নেয়া প্রিয় একজনকেও বাদ দিয়েছি কিছুদিন আগে। ইদানীং তাকে সবকিছুতে দেখি ট্রল করতে মন্তব্য দেখি, ‘জয় বাংলা না বলে যাবেননা!’ মুক্তিযুদ্ধের জয় বাংলা শ্লোগান, কথায় কথায় নানাকিছুতে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ‘চেতনা ব্যবসায়ী’, মুক্তিযুদ্ধের নেতৃত্বের সংগঠন আওয়ামী লীগকে ‘বাল’, লেখা, আমাদের সনাতন ধরমাবলমবী বন্ধুদের ‘মালাউন’ কটাক্ষে উল্লেখ করা, এসব যাদের ট্রল করার প্রিয় শব্দ বাক্য, তারা আসলে কোথাকার পয়দা তা এখন বোঝার বয়স হয়েছে। এমন ছদ্মবেশী কাউকে চিহ্নিত করে দিলে কৃতজ্ঞ থাকবো। বিদায় করবো।

আরেকদলকেও বন্ধু তালিকা থেকে বিদায় করি, যারা ফেইসবুককে ধর্মগ্রন্থ বা উপাসনালয় মনে করে! আমাকে কেউ ‘ভালো আছেন’ জিজ্ঞেস করলে উত্তর দেই, জি ভালো আছি, আপনি কেমন আছেন? অনুগ্রহপূর্বক এর উত্তরে ‘আলহামদুলিল্লাহ’ লিখে দেবেননা। এটা যদি মুসলমানিত্ব হয় বা মনে করেন, পুরো প্রশ্নটাই আরবিতে করবেন।

এই উপদ্রবটা ইদানীং হঠাৎ শুরু হয়েছে! অথচ সারা জীবন যে কাউকে ‘ভালো আছেন’ জিজ্ঞেস করলেই জবাব পেয়েছি হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন’। বিশ্বাস করেন ইদানীং এই উপদ্রবে কেউ ‘ভালো আছেন’ জানতে চাইলে তাকে আর জিজ্ঞেস করিনা তুমি কেমন আছো’? সোজা চলে যাই তার প্রসংগে। আরো একটু সেয়ানা অইলে কইবে ‘ সে আগে মুসলমান পরে বাঙালি’! তা এই বান্দা এই কথাগুলা বাংলায় কও কেন? তুমিতো মনে করে বিশ্বাস করো মুসলমানের ভাষা আরবি! এমন লোকজনকে জায়গামতো প্রস্থান করতে বলি। কারন বন্ধুত্ব হয় সমান চিন্তার মানুষের মধ্যে।

ফজলুল বারী


Place your ads here!

Related Articles

Saga of Indian rice to Bangladesh!

Cyclone Sidr on the 15th November last year caused nightmare in Bangladesh. Ripping through the south western coast, killing thousands

Saving the rice of Bangladesh from extinction; it is 11th hour

From the foothills of the Himalayas to the shores of Sundarbans and the beaches of Teknaaf is situated one of

উইকেটে প্রথম দিন পেস বোলারদের দাপট থাকবে

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে: নিউজিল্যান্ড সফর উপলক্ষে প্রস্তুতি নিতে হবে এরজন্যে বাংলাদেশ দল দু’ভাগে অস্ট্রেলিয়ার সিডনি আসে ডিসেম্বরের ৯ এবং ১২

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment