জয়তু জয়তী

গানপ্রিয় মানুষ আমি। গানেই মেতে থাকি। গানের ক্ষেত্রে সব গানই শুনি। নুতন পুরোনো, যখন যেমন যে মুডে থাকি। গান শোনার পাশাপাশি ভীষণভাবে চাই নুতন প্রজন্ম বুঝতে পারুক ”কী যাদু বাংলা গানে”। প্রজন্ম মেতে থাকুক সুরের যাদুতে। এই চাওয়া থেকেই হোক আর নুতন একটা মিষ্টি মেয়ে, যে কিনা প্রবাসী সে যখন গাইছে এমন সুরের মায়ায়, ছায়া ঘনায়… আহ মন ভরে গেলো, রাখলাম মুগ্ধতা, ভালোবাসা।ক্যানবেরা প্রবাসী পুন্য জয়তীর গান শুনে অন্যরকম ভালো লেগেছে। গানের সাথে চিত্রায়ণ মনকাড়া। আমার গানটি বেশ কয়েকবার দেখে মনে হয়েছে, এরপর আবার কোন গানের চিত্রায়ণ হলে শিল্পীর পোশাক পরিচ্ছদের বিষয়টি নিয়েও কাজ করা যেতে পারে। আমি বলছিনা রবীন্দ্র নাথের গান মানেই রাবীন্দ্রিক সাজ সজ্জা হতে হবে। তবে শুধু মনে হচ্ছিলো জয়তীকে এই গানে সবুজ শাড়ী পড়া কোথাও না কোথাও দেখতে পারলে আরো ভালো লাগতো। গানের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরত্বপুর্ন হয়তো না, তারপরও। এমন একটি দারুণ কাজের সাথে থাকা সবার জন্যে শুভকামনা। ভালোবাসা। জয়তু জয়তী…
Related Articles
কাম্বারল্যান্ড কাউন্সিলের প্রতিটি লাইব্রেরীতে “একুশে কর্নার” প্রতিষ্ঠাঃ “সকল মাতৃভাষা সংরক্ষণে ‘Cumberland Council, NSW’ বৈশ্বিক মাইলফলক” (IMLD’র গণসম্পৃক্ততা বিষয়ক বিশেষ প্রবন্ধ)
স্থানীয় সকল ভাষাভাষীর মাতৃভাষা চর্চা এবং সুরক্ষায় প্রাত্যহিক গণসচেতনতা গড়ে তোলার নিত্য-নৈমত্তিক সুযোগ-সুবিধা সৃষ্টির কার্যকরী পদক্ষেপ হিসেবে প্রতিটি লাইব্রেরীতে “একুশে
হবেই মানবতার জয়
অস্ট্রেলিয়া মাল্টি কালচারের দেশ হলেও এখানে জাতিগত বৈষম্য কারো কারো মতে বেশ ভালো রকমের বিদ্যমান। তাই এখানে বাসের ভিতরের দেয়ালে
ভারতপ্রেম আর কতকাল?
সম্প্রতি বাংলাদেশে পাকিস্তানের টিভি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ হয়েছে। বিষয়টি অত্যন্ত আনন্দের। দেশের বাহিরে দীর্ঘ দিন থাকার কারণে বাংলাদেশে স্যাটেলাইট চ্যানেলগুলো