জয়তু জয়তী

by Nadera Sultana Nodi | August 29, 2018 9:38 pm

গানপ্রিয় মানুষ আমি। গানেই মেতে থাকি। গানের ক্ষেত্রে সব গানই শুনি। নুতন পুরোনো, যখন যেমন যে মুডে থাকি। গান শোনার পাশাপাশি ভীষণভাবে চাই নুতন প্রজন্ম বুঝতে পারুক ”কী যাদু বাংলা গানে”। প্রজন্ম মেতে থাকুক সুরের যাদুতে। এই চাওয়া থেকেই হোক আর নুতন একটা মিষ্টি মেয়ে, যে কিনা প্রবাসী সে যখন গাইছে এমন সুরের মায়ায়, ছায়া ঘনায়… আহ মন ভরে গেলো, রাখলাম মুগ্ধতা, ভালোবাসা।ক্যানবেরা প্রবাসী পুন্য জয়তীর গান শুনে অন্যরকম ভালো লেগেছে। গানের সাথে চিত্রায়ণ মনকাড়া। আমার গানটি বেশ কয়েকবার দেখে মনে হয়েছে, এরপর আবার কোন গানের চিত্রায়ণ হলে শিল্পীর পোশাক পরিচ্ছদের বিষয়টি নিয়েও কাজ করা যেতে পারে। আমি বলছিনা রবীন্দ্র নাথের গান মানেই রাবীন্দ্রিক সাজ সজ্জা হতে হবে। তবে শুধু মনে হচ্ছিলো জয়তীকে এই গানে সবুজ শাড়ী পড়া কোথাও না কোথাও দেখতে পারলে আরো ভালো লাগতো। গানের ক্ষেত্রে এই বিষয়টি খুব গুরত্বপুর্ন হয়তো না, তারপরও। এমন একটি দারুণ কাজের সাথে থাকা সবার জন্যে শুভকামনা। ভালোবাসা। জয়তু জয়তী…

Source URL: https://priyoaustralia.com.au/articles/2018/%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%a4%e0%a7%80/