পরিবর্তন

পরিবর্তন

যুগ যুগ ধরে পৃথিবীতে চলে আসছে পরিবর্তনের ধারা। আমাদের চিন্তাধারা, জীবন যাপন, সামাজিকতা সবকিছুই সময়ের সাথে সাথে বদলে যাচ্ছে আর এটাইতো স্বাভাবিক, পরিবর্তনশীল মানব জাতীর চিরচারিত স্বভাব এটা। তবে সব কিছু বদলে গেলেও কিছু কিছু জিনিষ কখনো বদলাবার না এবং বদলানো উচিতও না। আর সেসব হচ্ছে আমাদের সংস্কৃতি, ধর্ম, মুরুব্বিদের কাছ থেকে পাওয়া শিক্খা,তাদের প্রতি শ্রদ্ধা, তাদের কথা মান্য করা। দেশ-বিদেশ যেখানেই আমরা থাকিনা কেন, এই সকল কিছু…আমাদের স্বকিয়তা, ছোটকাল থেকে মুরুব্বিদের কাছ থেকে জানা প্রয়োজনীয় বিধি-নিষেধ এইসব যদি বদলে যায় সেটা কিছুতেই মেনে নেয়া যায়না, মন মানেনা।

ছোটবেলা থেকেই যারা দেশের বাইরে থাকে তাদের প্রতি বাবা মায়ের কর্তব্য বিশেষ ভাবে সচেতন থেকে নিজ দেশীয় আচার আচরন, সংস্কৃতি,ধর্ম এসব শেখানো আর খুব ভাল লাগে যখন দেখি আমাদের চারপার্শ্বে, আমরা সবাই আমাদের ছেলেমেয়েদেরকে সেসব শেখাতে সক্খম হচ্ছি। আসলে দেশ- বিদেশ কোন ব্যাপার না, শেখাতে চাইলে সব যায়গাতেই শেখানো যায়। এর পরও দেখা যায়, অনেক ছেলে মেয়ে নিজের দেশের সংস্কৃতি, ধর্ম, নিয়ম কানুন এসব ঠিকভাবে শিখতে পারছেনা আর এ না পারাটাও খুব স্বাভাবিক, কারন, সম্পূর্ণ ভিন্ন পরিবেশের মাঝে থেকে মাঝে মাঝে এই সব কিছু যথাযথ ভাবে গ্রহন করা, শেখা অনেকের জন্য অসম্ভব হয়ে পড়ে। কিন্তু মা- বাবা, হিসাবে আমাদের দায়িত্ব ক্রমাগত চেষ্টা করে যাওয়া। তবে এই সব চেষ্টাই ব্যর্থ হয়ে যাবে যদি আমরা না আমাদের প্রতি তাদের বিশ্বাস, শ্রদ্ধা, ভালবাসা ঠিকভাবে অর্জন করাতে পারি। আর এটাই হচ্ছে সবচেয়ে প্রথম আর গুরুত্বপূর্ণ, যেটা সম্ভব না হওয়াটা ভীষন কষ্টের আর একেবারেই গ্রহনযোগ্য না।

আমরা এ বয়সেও যে কোন বিষয়ে প্রয়োজনে মুরুব্বিদের মতামত নেই, তাদের মতামতের প্রাধান্য দেই। ছোটকালের স্মৃতি গুলি মনে পড়ে, কানে ভাসে মা-বাবা, অন্যান্য গুরুজনদের শেখানো অনেক কিছুই যেসব কিছু জীবনকে সঠিক ভাবে চালাতে সাহায্য করেছে, আজ আরো বেশী করে সেসব কথার গুরুত্ব উপলব্ধি করতে পারি। তখন অতটা না বুঝলেও আজ বুঝি সেসব নিয়ম কানুন, তাদের উপদেশ কতটা অর্থবহুল ও গুরুত্বপূর্ন! আজ আমরা অনেকেই চেষ্টা করে যাচ্ছি আমাদের ভবিষ্যত প্রজন্মকে সেই আদর্শ গত শিখ্খা দিতে কিন্তু কেও পারছি আবার কেও পারছিনা, তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে চলবেনা, আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে যে মা- বাবা যদি হাল্ ছেড়ে দেন তাহলে ছেলে মেয়েকে দেখার, তাদের সংশোধন করার আর কেও থাকেনা।

Dr Naila Aziz Meeta

Dr Naila Aziz Meeta

Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.


Place your ads here!

Related Articles

Let us usher in New Year 2010: A Year of Hope Expectation!

In ancient days, there was no New Year. They used to say ‘in the tenth year of the reign of

মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন

বঙ্গবন্ধু পরিষদ, মেলবোর্ন, ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া গত শনিবার (১৭ই জুন, ২০১৭) মেলবোর্ণের হপার্সক্রসিং এ একটি ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে।

পাসপোর্ট সারেন্ডারকারী একজন মুক্তিযোদ্ধার মৃত্যূ

ফজলুল বারী: বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা মারা গেছেন। ভিন্ন মতাবলম্বী হলেও আমেরিকা থেকে তাঁর লাশ আনতে সহায়তার হাত

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment