ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭- ইংল্যান্ড

ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭- ইংল্যান্ড

আজ থেকে ইংল্যান্ডে শুরু হলো।CC Champions Trophy টুর্নামেন্টের অষ্টম আসর। ইংল্যান্ডে দ্বিতীয়বারের মতো এই আসর বসলো। টুর্নামেন্টের প্রথম আসর ১৯৯৮ সালে প্রথম বসেছিল ঢাকায় যদিও সেই আসরে বাংলাদেশ ছিল দর্শক কারণ।CC র প্রথম আট দলকে নিয়ে খেলা হয়েছিল। নাম ছিল ।CC নক আউট টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। তারপর অনেক রকম ফরমেট আর পরীক্ষা নিরীক্ষা চলে; কখনো ১২ দল, কখনো আট দল সহ আরো অনেক ফরমেট।।CC Test Championship খেলা হবে বলে এই টুর্নামেন্ট আর হবে না বলা হয়েছিল, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল বলে আবার এই টুর্নামেন্ট শুরু হলো। টুর্নামেন্টের ছয় মাস আগের রেঙ্কিং এর প্রথম আটটা দলকে নিয়ে এই টুর্নামেন্ট হয়েছে গত দুই আসরে। এই পর্যন্ত অস্ট্রেলিয়া দুইবার, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত এককভাবে একবার এবং শ্রীলংকার সাথে যুগ্ন চ্যাম্পিয়ন হয়।

যদিও গত চারটা আসরে বাংলাদেশ অংশ নিয়েছিল, কিন্তু গত দুই আসরে বাংলাদেশ ছিল না। কিছু বাজে পারফরম্যান্স সত্বেও গত বিশ্বকাপ থেকে বাংলাদেশের খেলায় একটা ধারাবাহিকতা এসেছে। বাংলাদেশকে কেউ ‘choker’ বলতে পারবে না। শক্ত গুরুপে (নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড) পড়া সত্বেও বাংলাদেশ সেমি ফাইনালে খেললে কেউ যেন অবাক না হয়।



Place your ads here!

Related Articles

Bangladesh joins the proposed Chinese sponsored Infrastructure Bank

The idea of the Chinese President came to fruition 24th October as 21Asian countries have signed in Beijing the Memorandum

খুবই সামান্য বিষয়

পকেটমারদের স্কীল কিন্তু অসাধারণ। এরা আপনার-আমার পকেটকে নিজের পকেট মনে করে এমনভাবে টাকাটা হাতিয়ে নেয়, আমরা বুঝতে বুঝতেই তারা পগার

Quarantiny – Chapter 3 – One Day Before Day 1

Thursday 16 April 2020 “A prerequisite of adaptability,you have to be happy with what you have” It is not that

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment