ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭- ইংল্যান্ড

ICC চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭- ইংল্যান্ড

আজ থেকে ইংল্যান্ডে শুরু হলো।CC Champions Trophy টুর্নামেন্টের অষ্টম আসর। ইংল্যান্ডে দ্বিতীয়বারের মতো এই আসর বসলো। টুর্নামেন্টের প্রথম আসর ১৯৯৮ সালে প্রথম বসেছিল ঢাকায় যদিও সেই আসরে বাংলাদেশ ছিল দর্শক কারণ।CC র প্রথম আট দলকে নিয়ে খেলা হয়েছিল। নাম ছিল ।CC নক আউট টুর্নামেন্ট। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে। তারপর অনেক রকম ফরমেট আর পরীক্ষা নিরীক্ষা চলে; কখনো ১২ দল, কখনো আট দল সহ আরো অনেক ফরমেট।।CC Test Championship খেলা হবে বলে এই টুর্নামেন্ট আর হবে না বলা হয়েছিল, কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপ বাতিল বলে আবার এই টুর্নামেন্ট শুরু হলো। টুর্নামেন্টের ছয় মাস আগের রেঙ্কিং এর প্রথম আটটা দলকে নিয়ে এই টুর্নামেন্ট হয়েছে গত দুই আসরে। এই পর্যন্ত অস্ট্রেলিয়া দুইবার, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ একবার করে চ্যাম্পিয়ন হয়েছে। ভারত এককভাবে একবার এবং শ্রীলংকার সাথে যুগ্ন চ্যাম্পিয়ন হয়।

যদিও গত চারটা আসরে বাংলাদেশ অংশ নিয়েছিল, কিন্তু গত দুই আসরে বাংলাদেশ ছিল না। কিছু বাজে পারফরম্যান্স সত্বেও গত বিশ্বকাপ থেকে বাংলাদেশের খেলায় একটা ধারাবাহিকতা এসেছে। বাংলাদেশকে কেউ ‘choker’ বলতে পারবে না। শক্ত গুরুপে (নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড) পড়া সত্বেও বাংলাদেশ সেমি ফাইনালে খেললে কেউ যেন অবাক না হয়।



Place your ads here!

Related Articles

SiTara’s Story – an inspiration to empower women

“Gender equality is an expression of thoughts and modes of policies of the government and agencies that have shaped the

Israel commits a criminal act by attacking ships with humanitarian aid to Gaza

The Gaza Strip, one of the world’s most densely packed places and today, is a firmly sealed human pressure cooker.

সবার জন্য উন্নত কম্পিউটার

সাধারণত আড়াই-তিন বছরের বেশি কোনো চাকরিতে আমি থাকি না।’ কথাটি শুনে বিষমই খেতে হয়। ‘চাকরিতে যখন একটু আরামের সময় আসে,

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment