বিদেশে জুতো পালিশের চাকরি

বিদেশে জুতো পালিশের চাকরি

ফজলুল বারী: আবু হাসান শাহরিয়ার দেশের একজন স্বনামখ্যাত কবি, লেখক, সাংবাদিক। আশির দশকে বাংলাদেশে যে ক’জন উজ্জ্বল তরুন কবি নিজস্ব স্বকীয়তার গুনে প্রিন্ট মিডিয়ায় আলো ছড়িয়েছেন আবু হাসান শাহরিয়ার তাদের অন্যতম। সম্প্রতি বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের উদ্দেশে জুতো পালিশের কাজের কটাক্ষ জাতীয় তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকে আমার ইনবক্সে তার বক্তব্যের স্ক্রিনশট পাঠিয়ে এ নিয়ে লিখতে অনুরোধ করেছেন। আবু হাসান শাহরিয়ার কোন প্রেক্ষিতে কার ওপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের অবিশ্বাস্য একটি মন্তব্য করেছেন তা আমার জানা নেই। তার কাছে আমি বিষয়টি আশা করিনি। কারন বড় হৃদয়ের মানুষেরাই কবি, লেখক, সাংবাদিক বা শিল্পী হন।

আবু হাসান শাহরিয়ারের বক্তব্যটি অবশ্য বাংলাদেশের চলমান সমাজের অপ্রত্যাশিত একটি অংশ। যে সমাজ ঘুষ-দুর্নীতি-তদবির-তোষামোদিকে প্রশ্রয় দেয়। এসবকে প্রভাব-শক্তিমত্তা হিসাবে দেখে। মানুষের কায়িক শ্রমকে দেখে বর্নবাদী দৃষ্টিতে । বাংলাদেশের সমাজে যারা জুতো সেলাই-পালিশের কাজটি করেন তাদের অমানবিক বর্নবাদী দৃষ্টিতে দেখা হয়। তাদের সামাজিক নাম মুচি। এখনও বাংলাদেশের বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল বেরুবার পর এক ধরনের নিউজ হয়, রিকশা চালকের বা বুয়ার ছেলে বা মেয়ে জিপিএ-ফাইভ পেয়েছে। বা মুচির ছেলে বা মুচির কাজ করে অমুক পেয়েছে অভাবনীয় সাফল্য। এই কাজগুলো যারা করেন তারা যে একেকজন সৎ মানুষ, কারো মুখোপেক্ষি না, ঘুষ-দুর্নীতির বাইরে দাঁড়িয়ে লড়াকু একজন মানুষ, এসব রিপোর্টে সে এ্যাঙ্গেলটি সচরাচর থাকেনা। কারন আমাদের দূর্নীতিগ্রস্ত বর্নবাদী সমাজ বিষয়টি সেভাবে চিন্তা করতে অথবা দেখে অভ্যস্ত না। অবশ্য দিনে দিনে অবস্থা পাল্টাচ্ছে।

এখন বিদেশের একজন জুতো পালিশওয়ালার প্রসঙ্গে আসি। অস্ট্রেলিয়ায় আমি দশ বছর ধরে আছি। বাংলাদেশের একজন সাংবাদিক হিসাবে অনেকগুলো দেশে রিপোর্ট করতে গেছি। কিন্তু ভারতীয় উপমহাদেশের বাইরে আরব দেশগুলো ছাড়া আমাদের দেশের মুচি তথা জুতো পালিশওয়ালা চরিত্রটিই দেখিনি। এ দেশের শপিংমলগুলোর কোন কোনটিতে সু-মেকার বলে একটি চরিত্র তথা দোকান আছে। এরা বিশেষ কোন সৌখিন ব্যক্তির জুতো সারাইর কাজ করেন। যে কোন ছোটখাটো কাজে এদের ডিমান্ড দশ ডলার বা এরচেয়েও বেশি। সে কারনে এরা প্রচুর কাজও পাননা। জুতো পালিশ যদি কেউ করেন শপিংমলগুলো থেকে ওয়ানটাইম সরঞ্জামাদি কিনে নিয়ে তা নিজে নিজেই করেন। এসব দেশে ধুলোবালির সমস্যা কম। কেডস কালচারের দেশ এগুলো। আমাদের অনেকগুলো কেডস একসঙ্গে জমিয়ে তা ওয়াশিং মেশিনেই ধুয়ে নেই। নিজের চামড়ার জুতো নিজেরাই মুছে নেই বা পালিশ করে নেই। এরবাইরে অন্য কারো কাছে যাবার বিলাসিতা বা সামর্থ্য আমাদের নেই।

জিমি কার্টার যখন আমেরিকার প্রেসিডেন্ট হন বাংলাদেশের মিডিয়ার রিপোর্ট ছাপা হয়েছে তিনি একজন বাদাম চাষী! বাদাম ফলিয়ে বিক্রি করতেন আর কী! কিন্তু আমেরিকা বা উন্নত বিশ্বের চাষী তথা ফার্মার চরিত্রটি যে কী ধনাঢ্য ব্যক্তির সে ধারনা আমাদের দেশের অনেকেরই নেই। এসব দেশের ফার্ম হাউস, ফার্মার মানে বিশাল কিছু। দেশগুলোর কান্ট্রি সাইডে বিশাল এলাকা জুড়ে এসব ফার্ম হাউস। ফার্ম হাউসের মালিক ফার্মাররা এসব দেশের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। তাদের বাড়ি সবচেয়ে সুন্দর, গাড়ি সবচেয়ে সুন্দর। অনেকের ব্যক্তিগত হেলিকপ্টার, জেট বিমান এসবও আছে। কাজেই জিমি কার্টার বাদামচাষী বলি আমরা যখন নিউজ লিখেছি সেটি আমাদের চিন্তার দৈন্য থেকেই লিখেছি। মুচি তথা জুতোপালিশওয়ালা সম্পর্ক আরেকটি তথ্য দেই। অস্ট্রেলিয়ার সিডনির বাঙালি এলাকা লাকেম্বা লাগোয়া সাবাটির নাম ওয়ালি পার্ক। জেমস ওয়ালি নামের একজন মুচি তথা সু-মেকারের নামে এলাকাটির নামকরন হয়েছে। অকৃতদার ছিলেন জেমস ওয়ালি। তার মৃত্যুর পর উইলে পাওয়া গেলো তার তিরিশ একর জমি তিনি বাচ্চাদের কোন কাজে লাগানোর জন্যে স্থানীয় ক্যান্টাবারি সিটি কাউন্সিলকে দান করে গেছেন। কাউন্সিল তখন তার জমিতে একটি সবুজ উদ্যান তথা পার্ক প্রতিষ্ঠা করে সেটির নামকরন করেছে ওয়ালি পার্ক। স্থানীয় প্রাইমারী স্কুলের নাম ওয়ালি পার্ক পাবলিক স্কুল। এখানে ওয়ালি পার্ক গার্লস হাইস্কুল নামে মেয়েদের একটি স্কুল আছে। রেলস্টেশনের নামও ওয়ালি পার্ক।

অস্ট্রেলিয়ায় আমি সোশ্যাল ওয়ার্ক হিসাবে বাংলাদেশি তরুন ছেলেমেয়েদের নিয়ে কাজ করি। এটা আমার কোন স্বীকৃত কাজ বা কোন কিছু পাবার আশায় করা কাজ না। যেহেতু জীবনে অনেক মানুষের সহায়তা পেয়েছি, এটি এর কিয়দংশ ফেরত দেবার চেষ্টা, এক ধরনের ব্যক্তিগত বিনোদন কার্যক্রমও বলতে পারেন। পড়াশুনা করতে নতুন আসা ছেলেমেয়েদের বিমান বন্দরে রিসিভ করা, একটি বাসা খুঁজে দেয়া, একটা কাজ খুঁজে দেয়া, প্রথম দিনগুলোতে গাড়িতে করে এখানে সেখানে নিয়ে যাওয়া এই কাজগুলোতে সহায়তার চেষ্টা করি। প্রথম কাজগুলোর মধ্যে আছে একটা ব্যাংক একাউন্ট খুলে দেয়া, টেক্সফাইল নাম্বার করে দেয়া, স্বাস্থ্যবীমার অফিসে, বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশনে নিয়ে যাওয়া এসব। আমার অভিজ্ঞতা প্রথম একটা মাস কাউকে একটু সাপোর্ট দিলে চলে। এরপর আর লাগেনা। আমাদের মেধাবী ছেলেমেয়েরা তখন নিজে নিজেই চলতে পারে। বাংলাদেশের মেধাবী, ক্রিম ছেলেমেয়েরা আইএলটিএসে ৬-৭ স্কোর করে, অভিভাবকের আর্থিক স্বচ্ছলতা দেখিয়ে অস্ট্রেলিয়ার মতো দেশে পড়াশুনা করতে আসে। এদের বেশিরভাগ দেশে কোনদিন কোন কাজ করেনি। অনেককে মা ভাত মাখিয়ে মুখে তুলে দিয়ে খাইয়েছে। কিন্তু এই ব্যয়বহুল দেশে আসার পর এরা পাগলের মতো কী কাজ খুঁজে জানেন? এর সিংহভাগ মূলত কিচেনহ্যান্ড অথবা ক্লিনিং। রেস্টুরেন্টের পিছনে থালাবাটি পরিস্কার থেকে শুরু করে দ্রুততম সময়ে করতে হয় এমনসব কাজ।

যেহেতু প্রথম আসা ছাত্রদের এর বাইরে প্রাথমিক কাজ তেমন নেই সেহেতু এই কাজগুলোই খুঁজে দিতে তাদের সহায়তা করি। প্রথমদিন কাজের ট্রায়ালে গিয়ে আমার অনভ্যস্ত এমন কত প্রিয় প্রজন্ম ছেলেমেয়ে যে বিরতির সময় টয়লেটে ঢুকে হাউমাউ করে কাঁদে। কাজ থেকে ফেরার পর কত ছেলেমেয়েকে যে আমি নিজের হাতে প্যানাডল টেবলেট খেতে দেই। কারন পরেরদিন তাকে আবার কাজে যেতে হবে। একটা ছেলেমেয়েদের এদেশে সপ্তাহে বাসাভাড়া, খাবার-ফোন-ট্রান্সপোর্টের খরচই ৪-৫ শ’ ডলার। এরপর আবার প্রতি সেমিস্টারে টিউশন ফী আট থেকে আঠারো হাজার ডলার! অনেক ছেলেমেয়েকে দিয়ে আমি তাদের প্রথম সপ্তাহের রোজগারের টাকা তাদের মায়ের কাছে পাঠাই। যে ছেলে কোনদিন কাজ করেনি, প্রতিদিন পাঁচশ-এক হাজার টাকা পকেটমানি না দিলে ঘরে চিল্লাচিল্লি করেছে সেই ছেলের পাঠানো টাকা পেয়ে মা অঝোরে কাঁদেন। ওই টাকা নিজে খাননা, গরিব লোকজনকে খাওয়ান। আপনি আমার এই ছেলেমেয়েদেরও অপমান করেছেন আবু হোসেন শাহরিয়ার। কিচেন-ক্লিনিং এর কাজে যে কষ্ট তা শুধু এরাই জানে। জুতোপালিশ বা পোশাক শ্রমিকের কাজও যদি তারা পেতো তাদের এত কষ্ট করতে হতোনা। দূর্ভাগ্য হচ্ছে এ শিল্পগুলো এদেশে নেই।

এক সময় উচ্চ শিক্ষার জন্যে বাংলাদেশের মতো দেশগুলো থেকে ছেলেমেয়েরা বিদেশে যেতো। এখন অস্ট্রেলিয়ার মতো দেশে ছেলেমেয়েরা আসে পড়াশুনা শেষ অভিবাসনের আশায়। কারন নানান দূর্ভাগ্যজনক কারনে দেশ তাকে আর স্বপ্ন দেখাতে পারেনা। এছাড়া ছেলেমেয়েরা বিদেশে অন্য একটি সৎ জীবনে অভ্যস্থ হয়ে যায়। কিচেনে কাজ করুক অথবা যেখানে কাজ করুক শতভাগ সৎ আয়। কারন এখানকার জীবন ঘুষ-দুর্নীতি-তদবির-তোষামাদি মুক্ত। নিরাপদ খাবার-পানি, সামাজিক নিরাপত্তা এসবে অভ্যস্ত হয়ে যাওয়াতেও অনেকে দেশে ফিরতে ভয় পায়। বাংলাদেশে খেলতে গিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। আমি সিডনি এসে পেয়েছি এখানকার হিলসডেল উলওয়ার্থে কাজ করতেন ডেভিড ওয়ার্নার। এটি ঢাকার আগোরা, মিনাবাজারের মতো একটি মুদির দোকান। এটাই অস্ট্রেলিয়ার মতো দেশগুলোর জীবন। বাংলাদেশে যেমন একটি সংসারে একজন বাবা বা কেউ একজন উপার্জন করেন, পুরো পরিবার মিলে বসে খায়, এটি বিদেশে অকল্পনীয়। দেশের এই সামাজিক চিন্তার পরিস্থিতির কারনেও অনেক বাবা দুর্নীতি করেন। কারন একজনের আয়ে দুর্নীতি ছাড়া সবার চাহিদা মেটানো সম্ভব না। অস্ট্রেলিয়ায় আমি বাংলাদেশের ছাত্রছাত্রীদের পড়াশুনায় আসতে উৎসাহিত করি। কারন এখানে সে পড়বে নিজের উপার্জনের টাকায়। বাংলাদেশে থাকলে বাবার টাকায় পড়তো। সন্তানের পড়ার খরচ জোগাতে বাংলাদেশের অনেক বাবাকে দুর্নীতি করতে হয়। ছেলে নিজের টাকায় পড়লে বাবাকে অন্তত দুর্নীতি করতে হবেনা।

বাংলাদেশের এখন প্রায় এক কোটি মানুষ বিদেশে আছেন। আমাদের পারিবারিক কাঠামো বন্ধনের কারনে এই এক কোটি মানুষ দেশে নিজের পরিবারের কাছে টাকা পাঠান। পরিবারের কারো চিকিৎসা, বিয়ে, পড়াশুনা উপলক্ষেও বাড়তি টাকা পাঠাতে হয়। সবাই নিজেদের ফিতরা, জাকাত-কুরবানির টাকাও বরাবরের মতো এবারেও দেশে পাঠিয়েছেন। এসব টাকার সিংহভাগ যায় আমাদের গ্রামের অর্থনীতিতে। এসব কারনে পরিবারগুলোতে স্বচ্ছলতা এসেছে। এবং এই টাকাগুলোর বেশিরভাগ বিদেশে আমাদের লোকজনের অডজবের কষ্টের টাকা। বিদেশে অবশ্য কাজ কাজই। অডজব বলে কিছু নেই। কারন সপ্তাহ শেষে সংসার চালাতে হাজার ডলার লাগে। দেশেও টাকা পাঠাতে হয়। এমন একটি দেশ-সমাজের একজন সচেতন কবি-লেখক-সাংবাদিক কী করে এ ধরনের একটি মন্তব্য করতে পারেন? এটি যে কী পরিমান ক্রোধ সৃষ্টি করেছে তা কী তিনি জানেন? একটা ছোট্ট ঘটনা বলি। প্যারিসে বসবাসরত বাংলাদেশি একটি ছেলে তার ফেসবুকের স্ট্যাটাসে লিখেছে, ‘শরীরটা ম্যাজম্যাজ করছে, তাই আজ আর জুতো পালিশ করতে গেলামনা’। ছেলেটার ছবি দেখতে গিয়ে চোখে পানি চলে এসেছে। আবু হাসান শাহরিয়ার তার বাবার বয়সী হবেন। দূঃখিত কবি।


Place your ads here!

Related Articles

Mandela: My Inspiration

Nelson Rolihlahla Mandela, the greatest man of the century, showed me a new perspective of life. His valiant and noble

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান

জাতিসংঘে’র কাছে  বাংলাদেশের বর্তমান প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের  দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। গত ২১ ফেব্রূয়ারী ২০১৬ কেনবেরাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলখ্যে ‘একুশে রেডিও’র সাথে দেওয়া এক সাক্ষাতকারে অস্ট্রেলিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদুত হিজ   এক্সিলেন্সি কাজী ইমতিয়াজ  হোসাইন বলেন, বাংলাভাষাকে বাংলাদেশের  সর্বস্তরে চালু করার সরকারী পদক্ষেপের পাশাপাশি বাংলা ভাষার  আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্যে জাতিসংঘে’র কাছে  প্রধান মন্ত্রি শেখ হাসিনা বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে স্বীকৃতি দানের আহবান জানিয়েছেন। বিশ্বজুরে বাংলা ভাষার ব্যপক ব্যপৃতির প্রসঙ্গে বলতে গিয়ে রাস্ট্রদুত  হোসাইন বলেন, বর্তমানে বিশ্বের প্রায় দুই তৃতীয়াংশ দেশে বাংলা ভাষা ভাষি লোকেদের বিচরন রয়েছে। এসব দেশে বাংলা’র প্রচলন ও চর্চার মধ্যে দিয়ে বাংলাকে আরো  ব্যপৃত করার সুজোগ রয়েছে। বাংলা ভাষার মধ্য দিয়ে বিশ্বে বাংলাদেশের পরিচয় আরো নিগুড় হবে বলে তিনি মনে করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’র স্বার্থকতা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন ১৯৯৯ সালে  এউনেস্কো ২১ ফেব্রূয়ারী’কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষনা করার পর পৃথিবীর সর্বত্রই  সব ভাষাভাষির লোকেরা গর্বের সাথে  এই দিন টিকে উদযাপন করে আসছে।মাজিক কর্মকান্ড সহ জন জীবনের প্রতিটি কাজে ভাষার প্রয়োজনীয়তাটাকে  স্মরন করার একাটা সুজোগ করে দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। বাংলাকে সর্বস্তরে চালু করার সরকারী উদ্দোগ থাকা স্বত্তেও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে বাংলাভাষার ব্যবহার তেমনভাবে  দেখা যায় না কেন জানতে চাইলে তিনি বলেন- বাংলাদেশ একটা রপ্তানী মুখী দেশ। আর ব্যাবসায়িক 

বঙ্গবন্ধু'র ৭ মার্চের ভাষণ বিশ্বের গত আড়াই হাজার বছরের সবচেয়ে উদ্দীপনা ও অনুপ্রেরণামূলক যুদ্ধভাষণগুলোর অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে

গত আড়াই হাজার বছরের ইতিহাসে বিশ্বসেরা ৪১টি ভাষণের মধ্যে স্থান করে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের

3 comments

Write a comment
  1. P.S?Chunnu
    P.S?Chunnu 10 September, 2017, 01:21

    Thanks Bari bhai for your touchy and inspiring write up.All the best.

    Reply this comment
  2. Shahi
    Shahi 10 September, 2017, 08:40

    অসাধারণ।অনেক অনেক ধন্যবাদ জনাব ফজলুল বারী।

    Reply this comment
  3. মামুন
    মামুন 10 September, 2017, 09:25

    খুব ভালো লিখেছেন।
    কোন বিচ্যুতি নেই
    অষ্ট্রেলিয়ায় প্রায় তিন বছর ধরে বসবাস করায়
    অাপনার উপলব্ধির পুরোটাই স্বচক্ষে দেখা
    এবং কিছুটা নিজের দ্বারাই উপলবদ্ধ।
    অামি কবিতা নিয়মিত লিখতাম
    অাজও অাড়ালে অাবডালে লিখি, কিন্তু কবি হতে পারিনি মোটেও। কবি শব্দটির মধ্যে একটি পরিশুদ্ধ মনন প্রথিত
    ওর বাইরে গেলে অার কি তবে কবি?
    সে যাক কবি স্বীকৃত ব্যক্তিটির মনে জুতা পালিশ কর্মটি নিয়ে বেশ নিচুতর মনোভাব অাবার উন্নত বিশ্বের কর্মের ধরন ও সমাজ সম্পর্কেও তার মিথ্যা দূর্বল বিশ্লেষনে তাকে কবি হিসেব মেনে নিতেই অামার বাধে।
    তাই তাকে নিয়ে অামার এফবি তে কোন স্ট্যাটাড দেই নি।
    অাপনার লেখাটা বেশ স্নিগ্ধময়।
    সাধুবাদ ছড়িয়ে গেলাম।

    Reply this comment

Write a Comment