নেপিয়ারের মাঠে হঠাৎ বৃষ্টি
ফজলুল বারী, নেপিয়ার থেকে
নেপিয়ারে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ মঙ্গলবার। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রধান টি-টোয়েন্টি তারকা সাকিব আল হাসানের আশা বাংলাদেশ জিতবে নেপিয়ারে। কিন্তু মড়ার বৃষ্টি যে পিছু ছাড়ছেনা! সোমবার বৃষ্টির কারনে নেপিয়ারের একমাত্র অনুশীলন পর্বটিই টাইগাররা ঠিকমতো করতে পারেনি। আর এখানেও নেলসন পিছু ছাড়লোনা বাংলাদেশের! এতোদিন টিম বাংলাদেশের জন্য নেলসন ছিল পয়মন্ত এক নাম। কারন নিউজিল্যান্ডের বিরুদ্ধে না হোক গত বিশ্বকাপে এই নেলসনের স্যাক্সটন ওভালেই বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয় পেয়েছিল স্কটল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু এবার সেই নেলসনই বাংলাদেশের কাছে অপয়া এক নাম। সেখানে পরপর দুটি ম্যাচ হেরেছে টিম বাংলাদেশ। তাও আবার নিউজিল্যান্ডের মতো দলকে বাগে পেয়ে হারা!
হতাশায় নিমজ্জিত বাংলাদেশ দল নেপিয়ারে এসে সোমবার যে মাঠে অনুশীলন করতে গিয়েছিল তার নামও নেলসন পার্ক। দল মাঠে নামার পর নামলো বৃষ্টি। বৃষ্টির ঝাপটা থেকে বাঁচতে খেলোয়াড়দের অনেকে আশ্রয় নেন লাগোয়া অস্থায়ী তাবুতে। টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত দিলে অনুশীলন বাদ দিয়ে খেলোয়াড়রা গিয়ে বসেন টিম বাসে। কিন্তু এ যেন চলে বৃষ্টির লুকোচুরি আর দুষ্টুমি। খেলোয়াড়রা সবাই বাসে চড়ে বসতেই থেমে যায় বৃষ্টি। সিদ্ধান্ত হয় আবার নামো। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত কবুল। খেলোয়াড়রা মাঠে ফিরে কেউ কেউ শুরু করেন ফুটবল খেলার অনুশীলন। বল হাতে নেটে অনুশীলন শুরু করেন টাইগার্স কাপ্তান মাশরাফি বিন মুর্তজা। মাঠের একটি টেবিলে শুইয়ে মুস্তাফিজকে ম্যাসাজ দেন ফিজিও। কিন্তু আবার শুরু হয় বৃষ্টি! ফের অনুশীলন প্যাকআপের ঘোষনা। কারন নিউজিল্যান্ডের বৃষ্টি বাংলাদেশের মতো আহলাদ করে ভেজার বৃষ্টি নয়। কারন বৃষ্টির সঙ্গে ঠান্ডা নামে বলে এই বৃষ্টিতে ভিজলে জ্বর আসে। জ্বর আসলে খেলোয়াড়রা খেলবে জিতবে কিভাবে? অতএব কোচের নির্দেশ পেয়ে খেলোয়াড়রা আবার গিয়ে ওঠেন টিম বাসে। এবং তারা বাসে ওঠার পর আবার থামে বৃষ্টি । এরজন্যেই এটিকে বলা হয় থ্রি ডব্লিউর দেশ। ওয়েদার, ওয়াইন, ওয়েলথ। এই তিনটির এখানে মা-বাপ নেই!
এই নেপিয়ারের ম্যাকলিন পার্কে মঙ্গলবার যে বাংলাদেশ এবার নিউজিল্যান্ড সফরে এটিই বাংলাদেশ ক্রিকেট দলের ভক্তদের জন্য সুবিধাজনক প্রথম ম্যাচ! কারন আগের তিন ওয়ানডে শুরু হয়েছিল বাংলাদেশ সময় ভোর ৪ টায়! কারন নিউজিল্যান্ড থেকে ঘড়ির কাঁটা থেকে বাংলাদেশ ৭ ঘন্টা পিছিয়ে। এখানে যেহেতু সন্ধ্যা ৭ টায় খেলা হবে বাংলাদেশের ঘড়িতে বাজবে তখন দুপুর ১২ টা। আর কী কোন সুবিধা আছে? হ্যাঁ আছে। মাশরাফি, সাকিব, তামিম সহ বাংলাদেশের ৫ খেলোয়াড় আগে এ মাঠে খেলেছেন। মমিনুল সহ তরুণ তিন ক্রিকেটার যুব বিশ্বকাপে খেলেছেন নেপিয়ারে। কাজেই দলের বেশিরভাগ খেলোয়াড়ের যেখানে নেপিয়ারের মাঠ পরিচিত সেখানে দল ভালো খেলবেনা কেনো? আরেকটি ঘটনা আছে। তা হলো বাংলাদেশ জিতুক আর হারুক নেপিয়ারের ম্যাকলিন পার্কের উইকিপিডিয়ায় উঠে যাবে বাংলাদেশের নাম। কারন এটিই ম্যাকলিন পার্কের প্রথম এটিই প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি হবে ফেব্রুয়ারিতে। ব্লাক ক্যাপসের প্রতিপক্ষ সে ম্যাচে অস্ট্রেলিয়া।
কিন্তু বাংলাদেশ যে জিতবে ক্রিকেটের এভারেস্ট মাড়িয়ে টি-টোয়েন্টির পরিসংখ্যানও যে বাংলাদেশের পক্ষে না। এখন পর্যন্ত বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে ৬২ টি ম্যাচ। এরমধ্যে জিতেছে মাত্র ২০ টিতে। ৬২ টিতে হেরেছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছে ৪ টি টি-টোয়েন্টি। এর সবক’টিতে হেরেছে। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতার ইডেন পার্কে ব্ল্যাক ক্যাপস দলের বিরুদ্ধে খেলতে নেমে ৭৫ রানে হেরে যায় টিম টাইগার্স। ২০০৭ সালে বাংলাদেশের সিডর দূর্গতদের সহায়তার জন্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এদেশের হ্যামিলটনের সিডন পার্কে একটি টি-টোয়েন্টি ফ্রেন্ডলি ম্যাচের আয়োজন করা হয়েছিল। সেই ম্যাচটিতে বাংলাদেশ জিতেছিল। কিন্তু ফ্রেন্ডলি ম্যাচ হওয়াতে সে খেলাটি আইসিসির রেকর্ডে নেই।
তবু এসব স্বত্ত্বেও এবার বাংলাদেশ জিততে চায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিনটি ওয়ানডে হারার পর দলের ঘুরে দাঁড়াতে দরকার একটি জয়। কিন্তু জিতবে কিভাবে বাংলাদেশ। এখানে যে তার পিছু নিয়েছে বৃষ্টিও। সোমবার হঠাৎ করে আবার উত্তাল হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগর। এর ঝাপটা এসে আছড়ে পড়ছে এখানকার হকসবে’তে। এর ধাক্কায় বৃষ্টিতে ভিজে গেছে বাংলাদেশ দলের একমাত্র অনুশীলন পর্বটি। সোমবার এখানে সারাদিন একবারও রোদ হাসেনি। গুমোট মেঘলা আবহাওয়ার মধ্যে সারাদিন বয়েছে ঠান্ডা কনকনে শীত বাতাস। এখানকার আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার সকালে বৃষ্টি নামবে নেপিয়ারে। সকাল ৬ টায় বৃষ্টির সম্ভাবনা একশভাগ। এরপর সারাদিন নানা সময়ে চলবে বিচ্ছিন্ন বৃষ্টি। তাই সোমবার দলের পক্ষে সাকিব আল হাসানকে মিডিয়া ব্রিফিং’এ পেয়ে শক্তিশালী ব্ল্যাকক্যাপস দলের পাশাপাশি বৃষ্টি নিয়েও প্রশ্ন করেছে কিউই মিডিয়া। সাকিব অবশ্য এসবকে আমল না দিয়ে ড্যামকেয়ার বলেছেন পুরো ২০ ওভার খেলতে চাই এবং জিততে চাই। এটাই বাংলাদেশের ষোল কোটি মানুষের মনের কথা। কিন্তু এটি শুধুই কথার কথা কিনা তা সরেজমিন বা টিভিতে দেখতে বেতারে শুনতে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
Related Articles
Amar Ekushey 21st February:
221st February is a day of national mourning, pride, reflection and action. It is the Language Martyr’s Day. It is
Indian Commerce Minister’s visit to Dhaka injects an impetus to bilateral economic ties
India’s Commerce Minister Anand Sharma arrived in Bangladesh on 23rd April leading a 33-member delegation and a host of high
ফেইসবুক প্রোফাইল সমাচার
আজ সারাদিন মনটা বড় খারাপ, বিষণ্ণ, মলিন। প্রোফাইল পিকচারটা এত সাধ করে পরিবর্তন করলাম কিন্তু সারাদিনে মাত্র তিনটি লাইক পেলাম।