Toggle Menu

তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে?

তুমি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে?

দিন যায়, মাস যায় ছুটি আজকাল আর পাই না ,
কতদিনের সেই নিমন্ত্রণও রক্ষা করা হয়না,
একে একে কত বেলা গেলো তাও মনে করতে তেমন পারিনা,
সতের বছর হতে চললো দেশ ছাড়া, সম্ভবত নিমন্ত্রণটা তারও আগের,
যখন বেলা কাটতো কবিতার সাথে।
কথা ছিলো দেখা হবে বান্দরবানে কিংবা সুন্দরবনে।
তুমি কি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে?
বেলা মনে হয় অনেক হয়ে গেলো,
কখন যে শম্ভুদার ঘন লিকারের চায়ের দিনটা চলে গেলো,

আজকাল নানান ঝামেলা, একটু অনিয়ম হলেই দৌড়াও
স্বদেশী ডাক্তার রহমান ভাইয়ের কাছে , ঝিকরগাছা বাজারের কাবার,
নাভারনের টকটকে লাল গরুর মাংস
কখন যে হারায় গেলো? চৌগাছা বাজারেও ছিলো ভারতীয় গরুর মাংসের একটা দোকান ।
কথা কি ছিলো দেখা হবে,
বিক্রমপুরের শীতের সকালে শিশির ভেজা আলু ক্ষেতের আতালে?

তুমি কি আমায় ডেকে ছিলে ছুটির নিমন্ত্রণে?
ছুটিটা আজকাল আর আসে না । মিঠুর বাসার,
ধুমীয়িত তাসের আষোর আর হবেনা, বেলা শেষে ,
আগুন মোড়ের, আগুন ঝরানো কৃষনন চুড়া ফুটেনা।
ধলেশ্বরীতে শুশুক গুলো কি এখনো টুপটাপ লাফায়?
নাকি ওদের বিচরনটাও কেরে নিয়েছি? সদরঘাটের দুষনটা
বোধ হয় শীতলক্ষা পেরিয়ে মেঘনা মোহনায় এসেছে।
রাত ভাসানো জোসনা,সিমেন্ট ফ্যাকটরীর ধুলায় নিজেরে হারায়?

তুমি কি আমায় ডাকবেনা আর ছুটির নিমন্ত্রণে?
এই দুষনের মাঝে?? দুষন আজ সবখানে, উন্নয়নে, ভাবনায়,
তারপরও আমি আসবো , শিশির ভেজা, বিক্রমপুরের আলু ক্ষেতে,
হলুদ সরীষা বনে, গমের শীসে, মুন্সিরহাটের সাঁকোটার পাশে,
হরোগজ্ঞায়, কে কে স্কুলে, মানিকপুরে, দর্পনায়,
ছবিঘরে, কাচারীর মোড়ে, চিত্তার দোকানে,
আমি আসবো পি টি আই এ, ইদ্রাকপুরে, ফায়ারের মোড়ে, মুক্তারপুরের ফেরিঘাটে।
তুমি আমায় ডাকো আর না ডাকো, ছুটির নিমন্ত্রণে।

ক্যানবেরা
২৭/৫//২০১৭


Place your ads here!

Related Articles

জীবন থেকে নেয়া – ১: আড্ডার হালচাল

জাতি হিসেবে আমাদের সুনাম আছে। অতি আবেগে বেগ আছে। কাঁধে কাঁধ ধরিয়া তুলিয়া ধরবার জো যেমন আছে, পরশ্রীকাতর হয়ে তেমনি

বাংলাদেশের সম্পদ ধংসের হাত থেকে রক্ষা করুন

ব্রিটিশরা যেমন এই উপমহাদেশে শিক্ষিত করতে চেয়েছিল যাতে তারা চেহারায় হবে ভারতীয় আর চিন্তায় হবে ব্রিটিশ। সেরকম বাংলাদেশের শাসকরাও বাংলাদেশের

South Asian Task force against terrorism

South Asia has been a victim of mindless terrorism, India and Bangladesh included. Over the six years, Bangladesh saw certain

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment