নতুন ব্যাটিং কোচ

নতুন ব্যাটিং কোচ

খুব মেধাবী ছাত্র ভালো শিক্ষক হয়েছে, সংখ্যাই খুব কম। তেমনি ভালো খেলোয়াড় ভালো কোচ হয়েছে তেমন দেখা যায় না। ফুটবলের দিকে তাকিয়ে দেখুন, হোসে মরিনিয়ো কোন ক্লাবের হয়ে খেলেছে কেউ কি জানেন? আলী ইমাম নামে একজন ফুটবল কোচ ঢাকার আবাহনী, মোহামেডান বিজেএমসি কে ঢাকা ফুটবল লীগ চ্যাম্পিয়ন করেছিলেন, কিন্তু কেউ জানতো না আলী ইমাম কোন দলে খেলেছিলেন। অনেকদিন পর জানা গেলো যে ১৯৭১ সালের স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য ছিল, ঢাকার সাধারণ বীমা দলের রক্ষণভাগের খেলোয়াড় ছিল। সীমাহীন সিগারেট আর ড্রিংক করতে করতে অকালে চলে গেলেন। তার ফুটবল সেন্স ছিল অনেক তুখোড় খেলোয়াড়ের চাইতে অনেক বেশি। আমার সাথে চাকুরী করে অস্ট্রেলিয়ার ২০০৪ অলিম্পিক ভলিবল দলের খেলোয়াড় ডেভিড ফার্গুসন। তার মতে তার সবচাইতে ভালো কোচ ছিল যে নিজে তেমন ভালো ভলিবল খেলতে পারতো না। কিন্তু তার মাথায় সব ছিল, খুব সহজে ভুল ধরিয়ে সঠিক উপায়টা বলে দিতো- তাই কোচ হিসেবে ছিল দারুন। অস্ট্রেলিয়ার ক্রিকেটেও যারা কোচ হয়েছে তারা কেউই তেমন কোনো নামিদামি ক্রিকেটার ছিল না।

অস্ট্রেলিয়ার মার্ক ও’নীল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং উপদেষ্টা হিসেবে এক মাসের জন্য কাজ পেয়েছেন বলে অনেকেই হয়তো মাথা চুল্কাচ্ছেন যে এই ব্যাটা কে, কোনোদিন নাম শুনা যায় নাই। নিজে কোনো টেস্ট খেলেন নাই, তবে তার বাবা নোর্ম্ ও’নীল অস্ট্রেলিয়া দলের হয়ে টেস্ট খেলেছেন। একুশ বছর বয়সেই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। নিউজিল্যান্ড ক্রিকেট দলের ব্যাটিং কোচ ছিলেন, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস এর কোচিং শেষে মিড্লসেক্সের কোচ ছিলেন একটানা তিন বছর। অস্ট্রেলিয়ান ক্রিকেটের হাই পারফরমেন্স ব্যাটিং কোচও ছিলেন। বাংলাদেশে যাবার আগে পার্সোনাল কোচ হিসেবেই কাজ করছিলেন। শ্যান ওয়াটসনের ব্যাটিং গুরু ছিলেন মার্ক। শ্যান যে এতো মারকুটে ব্যাটিং করতো তার কারণ মার্ক তাকে শিখিয়েছিলো পা বাড়ানোর সাথে সাথে ব্যাকলিফট এর সমন্বয় ঘটিয়ে ব্যাটিং শক্তিকে কি ভাবে ছড়িয়ে দেয়া যায়। মার্কের প্রাথমিক এসাইনমেন্ট নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে তবে প্রথম সারির ব্যাটসম্যানরাও তার কাছ থেকে উপকৃত হবে। আমি জুনিয়র লেবেলের বেশ কয়জন সনদপ্রাপ্ত কোচের কাজ কাছ থেকে দেখেছি; একেবারে একশত ভাগ উজাড় করে দেবার পক্ষপাতী। ছেলেরা মাঠে যাবার আগেই নিজে সব কিছু সাজিয়ে বসে আছে। ডায়েরি দেখে শেখানো, সব কিছু ডায়েরিতে টুকে রাখা, ব্যাটিংয়ের সিডি ধরিয়ে দেয়া, ভুল শুধরে দেয়া কোনো কিছু বাকি রাখে না।

আপনি কি ভাবে শিখবেন, আপনি ভালো জানেন।


Place your ads here!

Related Articles

First phase of Foreign Policy of Bangladesh under Bangabandhu

We are observing 43 years of our independence on March 26 and it is appropriate to look briefly the foreign

নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ নির্বিঘ্নই হবে

ফজলুল বারী, নেপিয়ার থেকে পূর্বাভাস পাল্টে দিয়ে আবহাওয়া বদলে গেছে নেপিয়ারের। এরজন্য বলা যেতে পারে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি

What our President can do to resolve the political crisis?

BNP Chairperson Khaleda Zia on 19th November met President Abdul Hamid and urged him to take steps towards a consensus

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment