জীবন

জীবন

আমাদের জীবনটা ভারি অদ্ভুত, কখন কি হবে কেও জানেনা, এমনকি আভাসও পায়না, এক নিমেষে সব কিছু উল্টায় যায়…ভাল বা খারাপ! ভাল হলেতো ভালই আর যদি খারাপ হয় তবে চোখ থাকতেও দুনিয়া অন্ধকার! কত অনিশ্চিয়তা, কত কষ্ট, কিন্তু তবুও আমরা কত্ত কিছু করার পরিকল্পনা করি, স্বপ্ন দেখি! কারন স্বপ্নই যে আমাদের বাচিয়ে রাখে, সামনে আগাতে সাহায্য করে! আর এ স্বপ্নকে সার্থক হতে সাহায্য করে ভাল বন্ধু, এমনই বন্ধু যা কিনা জীবন চলার পথে একজন হলেই যথেষ্ট। যে কিনা সুখের সময় কাছে থাকুক বা না থাকুক, কিন্তু দুখের সময় পাশে থাকে আর বলে, ” কোন ভয় নাই, আমি শুধু তোমার কাছেই না, তোমার সাথেই আছি, চলতে থাক, keep going !!

জীবন কখনো থেমে থাকেনা। সে চলে তার আপন গতিতে। আমরা শুধু আমাদের পরিস্থিতি দিয়ে সে গতির মাত্রা নির্ধারন করি আর তাই কখনো কেও কেও বলি, ” ওফ কেন এত দেরী?”/ “সময়টা কাটছেনা কেন? ” আবার কেও কেও বলছি, ” ইস, কই দিয়ে যে সময় গেল টেরই পেলামনা! / “time flys! ” ইত্যাদি, তবে এ দুটো অনুভূতির ভেতর দিয়েই কিন্তু কাটে মানুষের জীবন… ঠিক যেমন করে ‘সুখ’ আর ‘ ‘দুখ্খ’ মানুষের জীবনের সাথে খেলা করে তেমনি! তবে জীবন মানেই সংগ্রাম, সামনে এগিয়ে চলা। আসে ঝড় আসুক, রাতের পর দিন আসে সেটা যেমন সত্য, ঝড়ের পর শান্ত প্রকৃতি যেমন সত্য, ঠিক তেমনি কষ্টের পর সুখটাও অনেক বড় সত্যি! দুখ্খ – কষ্টের কষ্ঠিপাথরে ঘসা না খেলে যে জীবনের যাচাইই হয়না!! আর এমনি করে কঠোর বাস্তবতার সাথে তাল রেখে চলার নামই যে জীবন!

Dr Naila Aziz Meeta

Dr Naila Aziz Meeta

Home town is Bangladesh, live in Australia. Love to write, read, travel, and listening to music.


Place your ads here!

Related Articles

Significance of the Japanese Foreign Minister’s visit to Bangladesh

Japan’s Foreign Minister Fumio Kishida visited Bangladesh from March 21 to 23 and held talks with Prime Minister Sheikh Hasina

Bangla article on Humayun Ahmed

স্রষ্টার সাবকন্সাস্ মাইন্ড ও রহস্যপ্রিয় লেখকের মৃত্যু – দিলরুবা শাহানা 2012/pdf/Humayun_s_Tuni_184143340.pdf ( B) 

Bangladesh, China India at the Climate Summit at the UN

The UN climate summit was held on 23rd September which was the largest high-level climate meeting since 2009. Hosted by

1 comment

Write a comment
  1. Hannah
    Hannah 26 July, 2017, 05:27

    Practical observation Naila. We keep moving forward opening new doors, learning from the lessons of the past. As you said having a good friend does help you get over adversities. And do good, stay good, pray to Almighty in abundance and He will give you peace and happiness.

    Reply this comment

Write a Comment