ইতিহাস গড়েছে টাইগারস

ইতিহাস গড়েছে টাইগারস

দ্য সিডনি মর্নিং হেরাল্ড – অস্ট্রেলিয়ার সর্ববৃহৎ জাতীয় অনলাইন নিউজ ব্র্যান্ড

আজকের খেলার খবরে হেড লাইন:
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া: ইতিহাস গড়েছে টাইগারস। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ানদের পরাজয়।

আহা!

দেশের জাতীয় পত্রিকা ও অন্যান্য মিডিয়াগুলো যদি আরো বেশী পজিটিভ হতো___ না জানি দেশের চিত্রটাই পাল্টে যেত!

রোজ খবরের পাতা ভরে থাকে ধর্ষণ,খুন,গুমসহ নানান লোমহর্ষক কাহিনীতে। নিউজ ছেপেই সংশ্লিষ্ট সাংবাদিক ও পত্রিকার দায়িত্ব শেষ। প্রতিকার/প্রতিরোধে কোন ভূমিকা নেই তাদের। ধর্ষক, খুনীদের কোন শাস্তি হোল কিনা মামলার রায় কোন দিকে কোন কিছুরই শেষ জানা হয় না।

রাজনৈতিক নোংরামী প্রসঙ্গে নাই বা গেলাম। প্রাকৃতিক দূর্যোগ তো বাংলাদেশের নিত্য সহচর। দারিদ্রতা, রাজধানীর অসহনীয় যানজট, অনিশ্চিয়তা-নিরাপত্তাহীনতার আরেক নাম-ই যেন বাংলাদেশ!

উন্নত দেশগুলো বাংলাদেশকে এভাবেই চিনে।
এ দায় কার_____!?

প্রত্যক্ষ ভুক্তভোগী আমরা, যারা বিদেশে থাকি।
প্রত্যেক প্রবাসী বাংলাদেশী।

বাঙালিদের সম্বন্ধে পশ্চিমাদের ধারণা তেমন উঁচু নয়। দেশ যখন খারাপ ইস্যুতে জড়িয়ে যায়, অন্য দেশীরা সে সুযোগ লুফে নেয়। আমাদের বাচ্চারা স্কুলে লাঞ্ছনার শিকার হয়l কর্মক্ষেত্রে আমাদের মাথা নিচুঁ হয়ে আসে।

একমাত্র ক্রিকেটই বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সাকিব, মাশরাফি, মুশফিক,তামিমসহ দলের প্রত্যেকেই নিজস্ব যোগ্যতায় বিশ্বকে চিনিয়েছে ‘আমরাই বাংলাদেশ’!

আমার ছেলে দীপ্র আজ স্কুলে চকলেট নিয়ে গেছে। বাংলাদেশ জয় ছিনিয়ে এনেছে তাই বন্ধুদের সাথে সেলিব্রেট করবেl

নিশ্চয় অস্ট্রেলিয়া প্রবাসী প্রত্যেক বাংলাদেশীদের জন্য এ বিজয় গর্বের। সুখেরও বটে!

টাইগারদের এ বিজয় অব্যাহত থাকুক।
এখানকার প্রতিটি জাতীয় পত্রিকায় বাংলাদেশের ধারাবাহিক বিজয় গাঁথা হোক।

শুভ কামনা।

#হ্যাপী রহমান
সিডনি, অস্ট্রেলিয়া
৩১.০৮.২০১৭ইং

 


Place your ads here!

Related Articles

S.M. Krishna’s visit to Dhaka: Injection of robust optimism on bilateral ties

The three-day visit of S. M. Krishna from 6th July is considered to be productive and has ushered in high

ফোলির খুনি চিহ্নিত, দাবি ব্রিটিশ গোয়েন্দাদের

সন্দেহের তালিকায় গত কালই তার নাম উঠেছিল। রবিবার ব্রিটেনের গুপ্তচর সংস্থা প্রায় নিশ্চিত হয়ে গেল মার্কিন সাংবাদিক জেমস ফোলির হত্যাকারী

না ঘুমানোর দল

বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় আর ঢাকা মেডিকেল কলেজের সাথে চানখার পুল আর স্টার হোটেলের নাম ওতপ্রোতভাবে জড়িত। রাতজেগে পড়াশুনার পর সস্তায়

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment