তৃতীয় সাফল্য
ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে: মুস্তাফিজ, তাসকিনের পর সাফল্য পেলেন সাকিব। তার এলবিডব্লিউর শিকার হন ব্রুম। ২২ রান করেছিলেন এই কিউই ব্যাটসম্যান। বাংলাদেশ দলের অন্যতম স্তম্ভ সাকিবের আগে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে মুস্তাফিজের পর দ্বিতীয় সাফল্য এলো তাসকিনের হাত ধরে। ক্রমশ বিপদজ্জনক হয়ে ওঠা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনকে তাসকিন ফেরালেন ৩১ রানে। তিনি বল খেলেছেন ৩৬টি। এরমাঝে চারের মার ছিল ৫ টি। উইকেটের পিছনে মুশফিকের হাতে ধরা পড়ার আগে অবশ্য একটি মেইল ফলক স্পর্শ করেন উইলিয়ামসন। গর্ডন গ্রিনিজের সমান ৯৬ ইনিংসে ৪ হাজার রানের মাইল ফলকে পৌঁছে যান কিউই অধিনায়ক। ওয়েস্ট ইন্ডিজের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন গ্রিনিজ। তাসকিন অবশ্য দিনের প্রথম সাফল্য পর্যন্ত ছিলেন বেশ ব্যয়বহুল। পাঁচ ওভারে দিয়েছেন ৩০ রান।
উল্লেখ্য এর আগে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম সাফল্যও আসে কাটার মাস্টার মুস্তাফিজের হাত ধরে। নিজের ওভারে তার শিকার হন কিউই দলের ওপেনার গুপ্তিল। সৌম্য সরকারের ক্যাচ হয়ে ফেরার আগে ১৯ বলে ১৫ রান করেন এই নিউজিল্যান্ডার্স। তার ১৫ রানে একটি ছক্কা ও একটি চারের মার ছিল। এর আগে টসে হেরে অতিথি দলকে ফিল্ডিং’এ পাঠান কিউই দলের অধিনায়ক। এরমাধ্যমে শুরু হলো বাংলাদেশ দলের বহুল আলোচিত নিউজিল্যান্ড সফর। ইনজুরি কাটিয়ে এই সফরের মাধ্যমেই জাতীয় দলে ফিরেছেন মুস্তাফিজ। রোববার পর্যন্ত কোচ-ক্যাপ্টেন কেউ নিশ্চিত করে বলতে পারেননি মুস্তাফিজ খেলবেন। সিদ্ধান্ত নেবার দায়িত্ব তার কাধেই ছেড়ে দিয়েছিলেন ক্যাপ্টেন। মুস্তাফিজ সিদ্ধান্ত নিয়ে ফিরেছেন আর প্রথম সুযোগেই প্রমান করেছেন তার ফেরার গুরুত্ব। মুস্তাফিজ দলে ফেরায় বোলিং স্কোয়াড থেকে বাদ পড়েছেন রুবেল। প্রথম একাদশে জায়গা পেয়েছেন মোসাদ্দেক। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে এরমাঝে হাজির হয়েছেন হাজার পনের দর্শক। এ লেখা পর্যন্ত এদের বেশিরভাগ নিউজিল্যান্ডার্স। প্রবাসী বাংলাদেশিরা আসছেন ধীরে সুস্থে। মাঠের বাইরে দর্শকদের লম্বা লাইন। নিরাপত্তা তল্লাশী সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মাঠে হচ্ছে দর্শকদের। উল্লেখ্য ভূমিকম্পের জন্য বিশেষ আলোচিত নিউজিল্যান্ডের দক্ষিনের এই দ্বীপ শহরটিতে বাংলাদেশি বাসিন্দার সংখ্যা তিনশোর ঘর পেরুতে পারে। যাদের অনেকে ক্রিসমাসের ছুটিতে দেশে চলে গেছেন।
Related Articles
জীবন যেমন
সপ্তাহান্তে আর একটু ঘুমানো যেতেই পারতো,মন আর একটু আয়েশি অলসতা চায় কিন্তু শরীর নামক যন্ত্র সময়ের সাথে সেট করা সাথে
Thoughts on Improving The Quality of Higher Education inn Bangladesh
INTRODUCTION : Few days ago I got an e-mail from a teacher of a US university requesting to help him
বনভোজনের বর্নিল ছোঁয়ায় আলোড়িত ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।
“সব প্রান বলে আজ সদলবলে শিহরিত তণু-মন দেখ খুশি চারিদিক আলো ঝিকিমিক হচ্ছে বনভোজন”। বহু বছরের ধারাবাহিকতায় এবারো ক্যাম্বেলটাউন বাংলা