ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা বাংলা ভাষাতেও ছড়ানো হচ্ছে
অষ্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের স্পেশ্যাল রিপোর্টে (এপ্রিল ২০১৬) জানা যায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসলামিক স্টেটের জন্যে নতুন সদস্য় সংগ্রহ আর আর্থিক সহযোগিতা চেয়ে প্রতিদিন ৩৮টিরও বেশি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়। এসব প্রোপাগান্ডা ইউনিট-এর মধ্যে রয়েছে ভিডিও, ফটো রিপোর্ট, দোয়া ম্যাটেরিয়ালস, পোষ্টারস, ম্যগাজিন, রেডিও প্রোগ্রাম সহ আরো অনেক কিছু। এসব প্রোপাগান্ডায় এখন পর্যন্ত যেসব ভাষা ব্যবহার হচ্ছে তার মধ্যে রয়েছে আরাবিক, ইংলিশ, তার্কিস, ফ্রেঞ্চ, উইঘুর (Uyghur), রাশিয়ান, বেঙ্গলি আর বসনিয়ান ভাষা। কোন কোন দেশে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেব্যপারে রিপোর্টে সুনিদৃস্ট করে কিছু বলা হয়নি।
এনসায়ক্লোপেডিয়া বৃটানিকা’র মতে পৃথিবীতে সর্বমোট ২১০মিলিয়ন বাংলা ভাষাভাষী রয়েছে যারা বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট এবং মধ্যপ্রাচ্যের দেশ সমুহে ছড়িয়ে রয়েছে [ http://www.britannica.com/topic/Bengali-language (২৯মে ২০১৬ রিপোর্ট )]
এই বিশাল জনগোষ্ঠির কাছে ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা কতটুকু কার্যকর হচ্ছে সেসম্পর্কে সঠিক কোনো তথ্য় না থাকলেও বিভিন্ন প্রচার মাধ্যমের খবের জানা যায় বাংলাদেশের অনেক বাঙালী এরই মধ্যে বিভিন্ন জঙ্গি হামলা’র সাথে জড়িয়ে পড়েছে। শুধুমাত্র এ মাসেই (মে’২০১৬) বি,বি,সি বাংলাদেশের এধরনের ৭টি জঙ্গি নাশকতার খবর ছাপিয়েছে- এসব নাশকতার বেশ কয়েকটির সঙ্গে ইসলামিক স্টেট কিংবা তালেবান জড়িত [http://www.bbc.co.uk/search?q=bangladesh#page=3)]
Related Articles
পরবাসিনী রোজার ‘বাংলা আগুন’এ কবি গুরুর ‘আলোক-লোক ফাঁকা’
-দিলরুবা শাহানা পরবাসের জীবন একেক জনের কাছে এক এক রকম হয়ে ধরা দেয়। তার কারণ হল একেক জনের দেখার চোখ
Bangladesh needs its supply driven education systems
Introduction: Remittances sent back home by migrants are a powerful financial force in Bangladesh. Quite a number of Bangladeshis depend
বাংলাদেশের নির্বাচনী ফলাফলে আনুপাতিক হার প্রবর্তন
বাংলাদেশের নির্বাচনী ফলাফলে আনুপাতিক হার প্রবর্তন সূচনা ঃ যৌক্তিক কারনেই আধুনিক জগতে রাজাশাসিত, ধর্মগুরু বা তার প্রতিনিধি শাসিত, সেনা শাসিত