হাসনাত, তাহমিদকে নিয়ে ‘উর্ধতন ঘাপলা’ আছে!

হাসনাত, তাহমিদকে নিয়ে ‘উর্ধতন ঘাপলা’ আছে!

যুগান্তরের অনুসন্ধানী রিপোর্ট, সংশ্লিষ্ট রিপোর্টারকে ধুয়ে দিচ্ছেন পুলিশের কিছু কর্তা! এর প্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি আমার কেন যেন মনে হচ্ছে হাসনাত করিম, তাহমিদকে নিয়ে কোথাও যেন এক ‘উর্ধতন ঘাপলা’ আছে! সে কারনে এই দু’জনকে আটক-গ্রেফতারের কথা স্বীকার করতেও পুলিশের এক মাস সময় লেখেছে! যুগান্তরের অনুসন্ধানী রিপোর্ট, সংশ্লিষ্ট রিপোর্টার তাদের অনেক কিছুকে এলোমেলো করে দিয়েছে। যারা সংশ্লিষ্ট রিপোর্টারের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের উদ্দেশে বলি,সাংবাদিকতাও একটি চাকরি, কিন্তু বিশেষ কিছু প্যাশন ছাড়া এই চাকরি, বিশেষ করে অনুসন্ধানী রিপোর্ট করা যায়না। আর প্যাশন নিয়ে কেউ পুলিশে আসেনা। চাকরি করতে আসে। চাকরির দায়িত্ব অনুসারে কাজ করে, তাও আবার নানা স্বার্থ মাথায় রেখে। পুলিশের চাকরিতে এর বাইরে বিশেষ কিছু করতে গেলে কী পরিণতি ঘটে সে দৃষ্টান্তের বাবুল আখতারতো আমাদের চোখের সামনে আছে।


Place your ads here!

Related Articles

Dr Atifur Rahman on Gold Coast Medical TV Serial

The race to save Darryl’s heart with a balloon – Dr Atifur Rahman on Gold Coast Medical: Wed 30 Nov,

লেখকের অনুভূতি

পরদেশে আসার পর থেকে ভাল করে লক্ষ্যকরি বয়স্ক মানুষের চালচলন। তাঁদের আচরণের মধ্যে কোন টা অসংগত কোনটা আঘাত প্রদ, ভাবতে

রোহিঙ্গা ইস্যুর সমাধান কে করবে? – দুই পর্বের শেষ পর্ব

গত ১৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখে জাতিসংঘের সেক্রেটারি জেনারেল এন্টোনিও গুটারেস এক প্রেস কনফারেন্সে মিয়ানমার কে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান কিংবা কমপক্ষে

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment