সকল মাতৃভাষা সংরক্ষণে একুশের চেতনা’র বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের পথে

সকল মাতৃভাষা সংরক্ষণে একুশের চেতনা’র বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা অর্জনের পথে

সকল মাতৃভাষা সংরক্ষণে “একুশের চেতনা’র বৈশ্বিক প্রাতিষ্ঠানিকতা” অর্জনের পথে নতুন অধ্যায়ের সূচনা

গত শনিবার ৩রা সেপ্টেম্বর সিডনির বিশেষ পর্যটনকেন্দ্র খ্যাত বণ্ডাই জাংসনের ওয়েভারলি কাউন্সিল লাইব্রেরীতে ওয়েভারলি ল্যাংগুয়েজ ফেস্টিভাল অনুষ্ঠিত হয়। বিগত ২৬ বছরের ধারাবাহিকতায় প্রতি বছরের মত আয়োজিত এই বার্ষিক আয়োজনের শুরুতে স্থানীয় কাউন্সিলর লিওন গলটসম্যানের পর অনুষ্ঠানের যৌথ-আয়োজক হিসেবে মি নির্মল পাল মাদার ল্যাংগুয়েজ কনসারভেসন মুভমেন্ট ইন্টারন্যাশন্যাল ইনক এর পক্ষে অংশগ্রহণকারী বিভিন্ন ভাষাভাষীদেরকে আনুষ্ঠানিক ভাবে স্বাগতিক আমন্ত্রণ জানান। তিনি “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”, “মহান ২১শে ফেব্রুয়ারি” এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট ও ঐতিহ্য তুলে ধরে বহুজাতিক এই আধুনিক সমাজ ব্যবস্থায় মাতৃভাষার চর্চা, সংরক্ষণের গুরুত্ব উপস্থাপন করে এই ভাষা উৎসবকে ক্ষয়িষ্ণু সকল মাতৃভাষা রক্ষার প্রয়োজনে নতুন এক মাইলফলক হিসেবে মূল্যায়ন করেন। তিনি ইউনেস্কো’র ঘোষিত প্রতি বছর “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনের আবশ্যকতার পরিসংখ্যান উপস্থাপনার মাধ্যমে “কনজারভ ইউর মাদার ল্যাংগুয়েজ” শ্লোগানকে সকল মাতৃভাষা সংরক্ষণে এক এবং অভিন্ন চেতনায় উজ্জীবিত করার লক্ষে প্রতিষ্ঠিত পৃথিবীর প্রথম “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ”-এর বিভিন্ন বৈশ্বিক দিক ব্যাখ্যা করেন। প্রতিটি লাইব্রেরীতে ল্যাংগুয়েজ ফেস্টিভালের আয়োজনের উদ্যোগের পাশাপাশি এমএলসি মুভমেন্টের কনসেপ্টের “একুশে কর্নার” প্রতিষ্ঠা করে সকল ভাষাভাষীর সমন্বয়ে সকল প্রশাসনিক ও শিক্ষা প্রতিষ্ঠানে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” উদযাপনের মাধ্যমে সকল মাতৃভাষা চর্চা এবং সংরক্ষণের বাস্তবভিত্তিক কার্যকরী পদক্ষেপের প্রতি বিশেষ গুরুত্ব দেন।

এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে জাপানী, কিলিঙ্গন, কালশা, ল্যাটিন, লিথুনিয়ান, তামিল, রাশিয়ান, এস্পারেনটো ও পাঞ্জাবী প্রভৃতি ভাষাভাষীদের ভাষা ও সংস্কৃতি ভিত্তিক বিভিন্ন ধরনের অনুষ্ঠানের পাশাপাশি সংশ্লিষ্ট ভাষার বর্ণমালা প্রদর্শনীতে বাংলা ও বাঙালিদের পক্ষে এমএলসি মুভমেন্টের চেয়ারপারসন নির্মল পাল ছাড়াও নির্বাহী পরিচালক এনাম হক, বিশিষ্ট কলামিস্ট ডঃ রতন কুণ্ড, আব্দুল আউয়াল, সজল রায় এবং মিষ্টি পাল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই অনুষ্ঠানের ধারাবাহিকতায় আগামী ৮ই অক্টোবর এবং ১২ ই নভেম্বর যথাক্রমে ক্রয়োডন পার্ক কোরিয়ান কালচারাল সেন্টার এবং রাইড লাইব্রেরীতে ল্যাংগুয়েজ ফেস্টিভাল এসোশিয়েশন এবং এমএলসি মুভমেন্টের যৌথ উদ্যোগে ল্যাংগুয়েজ ফেস্টিভাল অনুষ্ঠিত হবে।

14237666_1077993608955331_536223020107932390_n

14233032_1077993638955328_4113499351192569177_n

14184540_1077993925621966_2614319466775995316_n

Nirmal Paul

Nirmal Paul

নির্মল পাল; ইমেইলঃ nirmalpaul@optusnet.com.au; প্রতিষ্ঠাতা এবং চেয়ারপারশনঃ এমএলসি মুভমেন্ট ইনটারন্যাশন্যাল ইনক; প্রাথমিক নকশা প্রণয়ন এবং বাস্তবায়নকারী দলনেতাঃ পৃথিবীর প্রথম “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ”; প্রকাশিত গ্রন্থঃ “বিশ্বায়নে শহীদ মিনার”; বৈশ্বিক দর্শনঃ “লাইব্রেরীতে একুশে কর্নার”, (স্থানীয় বর্ণমালা সংরক্ষণ কেন্দ্র)


Place your ads here!

Related Articles

বাংলাদেশের কাটা মন্ডু আর ভয়ঙ্কর অসুস্থ আমরা

অনেক আগে কোথায় যেনো পড়েছিলাম এক এক্সপেরিমেন্টে নাকি দেখা গেছে যে একটা ব্যাঙকে যদি একটা পানি ভর্তি পাত্রে রেখে খুবই

Obama’s speech in Cairo and Bangladesh

There is a great deal of excitement in the Muslim community to hear what a US President who shares a

মাইগ্রেশনএজেন্টকীঅভিবাসনআইনজীবী?

কাউসার খান: ‘প্রধান চ্যাটার’, ‘খুচরা জেডি’, ‘ডিজিটাল জমিদার’—এসবগুলোই একেকটা পেশার ইংরেজি নামের বাংলা। নিজের ভাষায় অনূদিত হওয়া সত্ত্বেও এই পেশার

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment