ধলেশ্বরী-6

ধলেশ্বরী-6

দিন ক্ষন আজ আর মনে করতে পারছিনা, সম্ভবত নব্বইয়ের শেষের দিকে, মফস্বল থেকে ঢাকাত এসেছি। ঢাকা শহরের অলি গলি তেমন করে চেনা হয়ে উঠেনি , বন্ধু বান্ধব ও তেমন জোটেনি। সেন্টাল রোডে ভাইয়ের বাসায় থাকি, সকাল বেলা নাস্তা শেষ করে চলে আসতাম এলিফেনট রোডের কোনাটায়, একটা পত্রিকা কিনতাম আর দুই তিনটা দারায় দারায় পরতাম, কখনোবা সাইন্স ল্যাবরেটরির দেয়ালে লাগানো গুলোও বাদ যেতোনা । ঢাকা কলেজের উল্টা দিকেও বসতো কিছু হকার, মাঝে মাঝে সেখানেও চলতো আমার বিনা পয়সায় পত্রিকা পরা । ভালো ছাত্র কখনওই ছিলামনা , তবে পাঠক খারাপ ছিলামনা , এখনও বোধ হয় সেই অভ্যাসটা রয়ে গেলো, বউ এর ঝাঁরির পাশাপাশি তিন চারটা পত্রিকা না দেখলে এসিডিটির সমস্যাটা বেরে যায়। আমার ফেলে আসা মফস্বল শহরের দুই জন হকার আমার এই স্মৃতির সাথে চির কাল থেকে যাবে। মায়ের কাছে শুনে ছিলাম , মাঝে মাঝে এক জন আসতো , আমার কথা জানতে চাইতে , কোথায় আছি? কেমন আছি? এই ঋন কেমন করে শুধবো ? তখন ওই শহরটাতে হাতে গোলা কয়েক জন সংবাদ পত্রিকা কিনতো। অনেক খুঁজে আর কারো জন্য না হোক আমার জন্য একটা সংখ্যা জোগার করতো । আরেক জন ছিলো মদনদা । সকালে পত্রিকা বিলি করতো আর বিকেলে ঝাল মুরি, চানাচুর, বাদাম বিক্রি করতো দর্পনা সিনেমা হলের সামনে । কত বিকাল দর্পনা হলের সামনের ঐ কোনাটায় , সিনেমা দেখতে আসা মানুষের ভীর এরিয়ে পত্রিকা পরেছি। শেষ বার দেশে গিয়ে দেখলাম দর্পনা হলটা নেই , মদনদা কেও পাইনি। নাকি চেস্টা করিনি , খুজিনি ? ঢাকার আরেকটা জাগা ছিলো , খুব পছনদের । মহানগর পাঠাগার । ওসমানি উদ্যানের কোনাটায় ছিলো । মনে পরে সাইন্স ল্যাবর্টরি থেকে লোকাল বাসে দের টাকা ভারা দিয়ে গুলিইসতান আসতাম পাঠাগারে যাবো বলে । কিছুদিন পর আরও একটা জাগা জুটেছিলো । অবশ্য এখানে বিনা পয়সায় বই জুটলোনা । ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে ছিলাম মেম্বার হবো বলে । বাংলা মটরের বিশ্ব সাহিত্য কেন্দ্র । এখানেই পরিচয় জলেশ্বরী সাথে, সৈয়দ শামসুল হকের সাথে । যেখান থেকে আমার ধলেশ্বরীর প্রেরোনা । আজ চলে গেলো কবি । শান্তিতে ঘুমাও কবি । কৈশরে যেমন প্রেরোনা ছিলে এখনও হারাই তোমার জলেশ্বরীর শব্দ জালে।


Place your ads here!

Related Articles

Why has it been difficult to extinguish fire at the Basundhara City Mall ?

An obvious trauma gripped the businesses and people around Basundhara City Mall after a devastating fire on the 17th floor,

Foreign Minister’s visit to New Delhi: What did Bangladesh get?

The third meeting of the India-Bangladesh Joint Consultative Commission (JCC) was held in New Delhi on September 20, 2014. The

রবীন্দ্রসঙ্গীত না গাওয়ার জন্যে অনিমা রায়কে হুমকি

রবীন্দ্রসঙ্গীত গাইতে মানা করে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়কে চিঠি লিখে হুমকি দেওয়া হচ্ছে । গত ১০এপ্রিল ২০১৬ কেনবেরাতে একুশে রেডিও’র

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment