তোমার জন্য মুগ্ধ!

একটা গানের এলবাম হাতে এসেছে, গত সপ্তাহে। শুনবো শুনবো করে, আজই প্রথম শুনার সময় পেলাম। প্রকৃত পক্ষে গান শোনার জন্যে সময়ের কোন অভাব নাই আমার কাছে কিন্তু নতুন গানের প্রতি একটু সাবধান থাকি। দু একটা না, আটটা গানের এলবাম। মনকে শক্ত করে শোনা শুরু করলাম।
অনেক দিন পর শুনলাম সুন্দর কিছু, মনের মত কিছু বাংলা গান, এমনই মনে হলো। অনেক দিন পর একটি এলবামের সব (৮টি) গানই শুনলাম, মনযোগ দিয়ে শুনতে হলো, মানে বাধ্য হলাম গানের কাব্যিকতায়। কোন গান বাদ দিয়ে পরের গানে যেতে হয়নি! কয়েকটা গান তো আরেক বার শোনার জন্যে মন আনচান করছে। অদ্ভুত সুন্দর গানের কথা, সুর, সংগীত আর কন্ঠ! এক কথায় অপুর্ব।
যারা সুললিত, সুমধুর, সুরেলা এবং কিছুটা কাব্যিক গান শুনতে ভালবাসেন তাঁদের জন্যে প্রিয় আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের মিউজিক অ্যালবাম “তোমার জন্য”। গান ভালবাসলে – হতাশ হবেন না, এ কথাটি দৃড় ভাবে বলতে পারি। হাইলি রিকমেন্ডেড।
আমার নিজস্ব মতে, এ বছরের প্রকাশিত গানের এলবামের মধ্যে সেরা যে কয়টি প্রকাশনা আছে, এ এলবামটি তাদের একটি। এতে আমার বিন্দু মাত্র সন্দেহ নাই। আশা করছি আপনারাও আমার সাথে একমত হবেন।
আমার গান/সঙ্গীত রেটিং: তোমার জন্য – এলবাম – ★★★★ (/পাঁচ তারা)
১. আমার মন পড়ে রয়, মন পড়ে রয়; বাংলাদেশের শিশির ভেজা ঘাসে! ★★★★⋆
২. বেহায়া মনটা আমার দ্বারে দ্বারে যায়! ★★★★
৩. আমি সুখের জন্যে বুকের ভিতর বেধেছিলাম ঘর! ★★★⋆
৪. মিথ্যে অভিমানে পর করে দিয়ে, নিজেকে আড়াল করে নিয়েছ! ★★★★
৫. আমার অনেক দিনের আশা (সামান্য আশাহত করেছে; এর নির্দিষ্ট কোন কারন নেই); ★★⋆
৬. যেতেই হবে এই যদি শেষ কথা বললে! ★★★⋆
৭. এক বরষার জল যদি দুটি চোখেতে ধরত! ★★★⋆
৮. তোমার জন্য সোনালী প্রহর, শ্রাবনের মেঘ ঢাকা! ★★★★
মুগ্ধ!
Related article & full music album link at https://priyoaustralia.com.au
Related Articles
মাঠে না নামলে মানুষ জবাই থামবে না
বাংলাদেশে এক সময় চরমপন্থী দলগুলো তাদের শ্রেণী শত্রুদের জবাই করে হত্যা করতো। এখন একইভাবে মানুষজনকে জবাই করে হত্যা করছে একদল
এই জনগোষ্টিকে নাই করে দিতে চাইছে
রোহিঙ্গাদের বাংলাদেশ কেনো আশ্রয় দেবেনা, কেনো তাদের আশ্রয় দেয়া উচিত না, এমন অনেক যুক্তি অনেকে ফেসবুকে দিচ্ছেন। সংশ্লিষ্টদের নিবেদন করি
বহে যায় দিন – সেই যে আমার নানান রঙের দিনগুলো
> বহে-যায়-দিন সকল প্রকাশিত পর্ব > ৷৷ তিন ৷৷ সেই যে আমার নানান রঙের দিনগুলো আশির দশকের মাঝামাঝি ক্যাপিট্যাল হিলের ওপর