কেনবেরাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি স্থাপন

কেনবেরাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি স্থাপন

অষ্ট্রেলিয়ার রাজধানী কেনবেরায়  আগামী ৭ই মে ২০১৬  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি স্থাপন হতে যাচ্ছে । এ.সি.টির চিফ মিনিষ্টারের পক্ষ্যে এ.সি.টির মাল্টিকালচারাল এফেয়ার্স মিনিষ্টার ইভেট বেরী প্রতিমূর্তির ফলক উন্মোচন করবেন। এই ফলক উন্মোচন অনুষ্ঠানে  উপস্থিত থাকছেন  অষ্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি নাভ্দীপ সুরী; বাংলাদেশের রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি কাজী ইমতিয়াজ হোসেইন; নেপালের রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি রুদ্র কুমার নেপাল; শ্রীলংকার রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি সমাসুন্দারাম স্কান্দাকুমার ।

নিমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো থাকছেন  সিনেটর  জেড সেসিল্জা;  এমপি ড: এন্ড্রু লি, এমপি গেই ব্রডম্যান; এমএলএ জুলিয়া জোন্স; এমএলএ ব্রেনডেন স্মিথ; এবং অষ্ট্রেলিয়া ন্যাশনাল ইউ নিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রায়ান স্চ্মিদ্ত সহ স্থানীয় রাজনীতিবিদ,  সমাজকর্মী ও কমুনিটির সদস্য় বৃন্দ ।

এশিয়ার প্রথম নোবেল লরেট রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের স্রষ্ঠা।  বাংলা ভাষাকে আর বাঙালি সংস্কৃতিকে সারা বিশ্বে মর্যদার আসনে বসাতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সর্ব স্বীকৃত।

সাহিত্য, সংস্কৃতি ও মানব কল্যানে রবি ঠাকুরের অবদানের স্বীকৃতি জানাতে আঙ্কারা, বুখারেস্ট, বার্লিন,  বুদাপেস্ট,  ডাব্লিন, ফিজি, মেক্সিকো , মাউরিতাস, হাভানা, ভ্যানকুইভার,  টরেন্টো, নিউ ইয়র্ক, লন্ডন , টোকিও , প্রাগ, প্যারিস- সহ পৃথিবীর অনেক শহরেই  প্রতিষ্ঠিত হয়েছে  বিশ্বকবির প্রতিমূর্তি । এই তালিকাতে  যোগ হচ্ছে কেনবেরা।

এ উপলক্ষ্যে বেঙ্গলী কালচারাল এসোসিয়েসন (কেনবেরা )ইনক  কেনবেরার থিও নোটারাস মাল্টিকালচারাল সেন্টার (১৮০ লন্ডন সার্কিট, কেনবেরা সিটি, এ.সি.টি. ২৬০১)- বিকেল ৫টায় আয়োজন করেছে একটি আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের ।

অনুষ্ঠানের বিস্তারিত জানতে  http://canberrabengali.org.au/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।

 


Place your ads here!

Related Articles

On departure of Pamela Bone by Dilruba Shahana

This is sad to know that Pamela Bone is no more there to write her column. She is the one

বেঈমান সুলতান মনসুর

ফজলুল বারী: প্রতারনামূলক মুজিব কোট পরে ধানের শীষের পক্ষে ভোটে নেমেছেন সাবেক আওয়ামী লীগার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ! মনোনয়ন পত্র

হরতালের বিকল্প ভাবুন

নির্দলীয় সরকারপ্রধানের দাবিতে প্রধান বিরোধীদল বিএনপি যে আপোষহীন, তা তাদের বিগত কয়েকদিনের কর্মসূচিতেই প্রতীয়মান। দলটি তাদের দাবি আদায়ের লক্ষ্যে বেশ

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment