কেনবেরাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি স্থাপন

by Ajoy Kar | April 25, 2016 3:08 am

অষ্ট্রেলিয়ার রাজধানী কেনবেরায়  আগামী ৭ই মে ২০১৬  বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি স্থাপন হতে যাচ্ছে । এ.সি.টির চিফ মিনিষ্টারের পক্ষ্যে এ.সি.টির মাল্টিকালচারাল এফেয়ার্স মিনিষ্টার ইভেট বেরী প্রতিমূর্তির ফলক উন্মোচন করবেন। এই ফলক উন্মোচন অনুষ্ঠানে  উপস্থিত থাকছেন  অষ্ট্রেলিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি নাভ্দীপ সুরী; বাংলাদেশের রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি কাজী ইমতিয়াজ হোসেইন; নেপালের রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি রুদ্র কুমার নেপাল; শ্রীলংকার রাষ্ট্রদুত হিজ এক্সিলেন্সি সমাসুন্দারাম স্কান্দাকুমার ।

নিমন্ত্রিত অতিথিদের মধ্যে আরো থাকছেন  সিনেটর  জেড সেসিল্জা;  এমপি ড: এন্ড্রু লি, এমপি গেই ব্রডম্যান; এমএলএ জুলিয়া জোন্স; এমএলএ ব্রেনডেন স্মিথ; এবং অষ্ট্রেলিয়া ন্যাশনাল ইউ নিভার্সিটির ভাইস চ্যান্সেলর ব্রায়ান স্চ্মিদ্ত সহ স্থানীয় রাজনীতিবিদ,  সমাজকর্মী ও কমুনিটির সদস্য় বৃন্দ ।

এশিয়ার প্রথম নোবেল লরেট রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের স্রষ্ঠা।  বাংলা ভাষাকে আর বাঙালি সংস্কৃতিকে সারা বিশ্বে মর্যদার আসনে বসাতে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সর্ব স্বীকৃত।

সাহিত্য, সংস্কৃতি ও মানব কল্যানে রবি ঠাকুরের অবদানের স্বীকৃতি জানাতে আঙ্কারা, বুখারেস্ট, বার্লিন,  বুদাপেস্ট,  ডাব্লিন, ফিজি, মেক্সিকো , মাউরিতাস, হাভানা, ভ্যানকুইভার,  টরেন্টো, নিউ ইয়র্ক, লন্ডন , টোকিও , প্রাগ, প্যারিস- সহ পৃথিবীর অনেক শহরেই  প্রতিষ্ঠিত হয়েছে  বিশ্বকবির প্রতিমূর্তি । এই তালিকাতে  যোগ হচ্ছে কেনবেরা।

এ উপলক্ষ্যে বেঙ্গলী কালচারাল এসোসিয়েসন (কেনবেরা )ইনক  কেনবেরার থিও নোটারাস মাল্টিকালচারাল সেন্টার (১৮০ লন্ডন সার্কিট, কেনবেরা সিটি, এ.সি.টি. ২৬০১)- বিকেল ৫টায় আয়োজন করেছে একটি আলোচনা ও সংস্কৃতিক অনুষ্ঠানের ।

অনুষ্ঠানের বিস্তারিত জানতে  http://canberrabengali.org.au/ এই ওয়েবসাইটে ভিজিট করুন।

 

Source URL: https://priyoaustralia.com.au/articles/2016/%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%95%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d/