কেনবেরাতে একুশে মনুমেন্ট প্রতিষ্ঠা করতে চান ইগ্নেশিয়াস রোজারিও
কেনবেরাতে একুশে মনুমেন্ট প্রতিষ্ঠা করতে চান ইগ্নেশিয়াস রোজারিও। বাংলাদেশের ছেলে ইগ্নেশিয়াস রোজারিও অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির মনোনয়ন নিয়ে জিনেন্ডারা নির্বাচনী এলাকা থেকে আগামী ১৫ই অক্টোবর এসিটি লেজিসলেটিভ এসেম্বলির নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন ।
একুশে রেডিওর সাথে দেওয়া এক সাক্ষাৎকারে মিঃ রোজারিও জানান, বান্দুরা নবাবগঞ্জে তার জন্ম। বান্দুরা হলিক্রস হাইস্কুল থেকে মাধ্যমিক আর ঢাকার নটোরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে তিনি ২০০১ সালে কেনবেরা ইউনিভার্সিটিতে পড়াশুনা করতে অস্ট্রেলিয়াতে আসেন।
কেনবেরা ইউনিভার্সিটির ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই ইগ্নেশিয়াস রোজারিও অস্ট্রেলিয়ার মূল ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে পড়েন।
নির্বাচনে বিজয়ী হলে একজন বাংলাদেশী-অস্ট্রেলিয়ান হিসাবে তিনি অস্ট্রেলিয়ার বাংলাদেশী কমুনিটির জন্যে কি করবেন জানতে চাইলে তিনি বলেন, এই নির্বাচনে তার বিজয় পুরো বাংলাদেশ কমুনিটির জন্যে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার মূলধারা কমিউনিটির সাথে বাংলাদেশী মাইগ্রান্ট কমিউনিটির একটি মিউচুয়াল রেস্পেক্ট গড়ে তুলতে তিনি কাজ করবেন। কেনবেরাতে একুশে মনুমেন্ট প্রতিষ্ঠা করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেবেন বলে তিনি জানান।
Related Articles
স্পন্দনের চ্যারিটি অনুষ্ঠান ও আমার অনুভূতি
কেনবেরা এখন হাজার বাঙ্গলাদেশীর ঠিকানা। এখানে যারা রয়েছেন প্রায় সকলেই সরকারী চাকুরে- এদের সপ্তাহের ৫দিনই ৯টা-৫টা অফিস। সাপ্তাহিক ছুটির দিনে
Commerce Minister’s verdict before the trial
The government-sponsored inquiry committee is still investigating the ruthless killings of army officers at BDR headquarters in Dhaka. The committee


