ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা বাংলা ভাষাতেও ছড়ানো হচ্ছে

ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা বাংলা ভাষাতেও ছড়ানো হচ্ছে

অষ্ট্রেলিয়ান স্ট্রাটেজিক পলিসি ইনস্টিটিউটের স্পেশ্যাল রিপোর্টে (এপ্রিল ২০১৬) জানা যায় বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ইসলামিক স্টেটের জন্যে নতুন সদস্য় সংগ্রহ আর আর্থিক সহযোগিতা চেয়ে প্রতিদিন ৩৮টিরও বেশি বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়।  এসব প্রোপাগান্ডা ইউনিট-এর মধ্যে রয়েছে ভিডিও, ফটো রিপোর্ট, দোয়া ম্যাটেরিয়ালস, পোষ্টারস, ম্যগাজিন, রেডিও প্রোগ্রাম সহ আরো অনেক কিছু। এসব প্রোপাগান্ডায়  এখন পর্যন্ত যেসব ভাষা ব্যবহার হচ্ছে তার মধ্যে রয়েছে  আরাবিক, ইংলিশ, তার্কিস, ফ্রেঞ্চ, উইঘুর (Uyghur), রাশিয়ান, বেঙ্গলি আর বসনিয়ান ভাষা। কোন কোন দেশে এসব প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে সেব্যপারে  রিপোর্টে সুনিদৃস্ট করে কিছু বলা হয়নি।

এনসায়ক্লোপেডিয়া বৃটানিকা’র মতে পৃথিবীতে সর্বমোট ২১০মিলিয়ন বাংলা ভাষাভাষী রয়েছে যারা বাংলাদেশ ও ভারতের পশ্চিম বঙ্গ, আসাম, ত্রিপুরা রাজ্য ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট এবং মধ্যপ্রাচ্যের দেশ সমুহে ছড়িয়ে রয়েছে [ http://www.britannica.com/topic/Bengali-language (২৯মে ২০১৬ রিপোর্ট )]

এই বিশাল জনগোষ্ঠির কাছে ইসলামিক স্টেটের প্রোপাগান্ডা কতটুকু কার্যকর হচ্ছে সেসম্পর্কে সঠিক কোনো তথ্য় না থাকলেও বিভিন্ন প্রচার মাধ্যমের খবের জানা যায় বাংলাদেশের অনেক বাঙালী এরই মধ্যে বিভিন্ন জঙ্গি হামলা’র সাথে জড়িয়ে পড়েছে। শুধুমাত্র এ মাসেই (মে’২০১৬) বি,বি,সি বাংলাদেশের এধরনের ৭টি জঙ্গি নাশকতার খবর ছাপিয়েছে-  এসব নাশকতার বেশ কয়েকটির সঙ্গে ইসলামিক স্টেট কিংবা তালেবান জড়িত [http://www.bbc.co.uk/search?q=bangladesh#page=3)]


Place your ads here!

Related Articles

ক্যানবেরার খেরোখাতা ৪

১.সরকারের খাতায় এখনো হেমন্তকুমারের নাম লেখা থাকলেও ক্যানবেরায় শীতল রায়ের পদধ্বনি ভালো ভাবেই শোনা যাচ্ছে। দূরের পাহাড়ে বরফ পড়ছে শুনেই

বাংলাদেশী মেয়েদের স্বাস্থ্য এবং ব্যায়াম এর প্রতি বাংলাদেশী কমিউনিটির এটিচুড

জিম শেষে অফিসে এসে শাওয়ার করছিলাম।শাওয়ারের সময়টা দিনের চমৎকার একটা সময় আমার। একান্তই নিজের কয়েকটা মিনিট। তবে আজ একটা বিষয়

Supremacy of the democratic government and BDR bloodbath

When the mutiny by some undisciplined members of -BDR took place on 25th February, it provided a big test for

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment