প্রকাশিত হয়েছে শিল্পী আব্দুল্লাহ আল মামুনের মিউজিক অ্যালবাম “তোমার জন্য”

প্রকাশিত হয়েছে শিল্পী আব্দুল্লাহ আল মামুনের মিউজিক অ্যালবাম “তোমার জন্য”

সোনালী মিউজিকের ব্যানারে সম্প্রতি প্রকাশিত হয়েছে সিডনী প্রবাসী প্রকৌশলী এবং সঙ্গীত শিল্পী আব্দুল্লাহ আল মামুনের প্রথম অডিও অ্যালবাম “তোমার জন্য”। ঢাকার বেইলী রোডের “থার্টিথ্রি” ক্যাফেতে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী কুমার বিশ^জিৎ, তপন চৌধুরী, নকীব খান, ফোয়াদ নাসের বাবু, শেখ সাদী খান, আলী হোসেন, নাট্যাভিনেতা কামাল হোসেন বাবর, পরিচালক এম আর মিজান সহ বহু তারকা শিল্পী, টিভি এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আশির দশকে কুমার বিশ্বজিতের গাওয়া মানুষের মুখে মুখে ফেরা সেই গান “তোরে পুতুলের মতো করে সাজিয়ে”, সোলসের “এই মুখরিত জীবনের চলার পথ” এবং তপন চৌধুরীর গাওয়া “ভুলে গেছ তুমি”র গীতিকার আব্দুল্লাহ আল মামুন। স্থায়ীভাবে বসবাস করছেন অষ্ট্রেলিয়ার সিডনী শহরে। সুদূর প্রবাসে থাকলেও দেশের কাদামাটি থেকে তিনি একবোরে হারিয়ে যাননি। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গীত ভুবনে তার অস্তিত্ব ছিল নিরন্তর বিদ্যমান। দীর্ঘ তিন যুগ পরেও তার লেখা গানগুলোর প্রতি শ্রোতাদের অদম্য ভালোবাসা দেখে অনুপ্রানিত হয়ে নির্মান করেছেন নিজের গাওয়া মৌলিক এলবাম “তোমার জন্য”। বাংলাদেশের সঙ্গীত ভূবনে এ যেন তার দ্বিতীয়বার ফিরে আসা, প্রথম প্রেমের কাছে শিল্পী মামুনের প্রত্যাবর্তন।

বাংলা গানের মূলধারা মেলোডী নির্ভর সঙ্গীত দিয়ে তৈরী হয়েছে এই এলবামের গানগুলো। এই এলবামের জন্য কাজ করেছেন আলী হোসেন, শেখ সাদী খান, আলম খান, লাকী আখন্দ, গাজী মাজহারুল আনোয়ার, মোঃ রফিকুজ্জামান এবং অনুপ ভট্টচার্য্যের মতো কিংবদন্তিতূল্য সঙ্গীতজ্ঞ। আর কোনা অ্যালবামে তারা একসাথে কাজ করেননি । নিটোল মেলোডি নির্ভর গান বাংলাদেশের প্রান্তিক মানুষদের কাছে পৌছানো এবং বাংলা গান যাতে অকৃত্রিমতা থেকে বিচ্যুত না হয়, তার জন্য সচেতন করাটাই তাঁর উদ্দেশ্য বলে জানালেন শিল্পী মামুন।

আধুনিক, ফোক, ও সেমি-ক্লাসিক্যাল সহ বিভিন্ন ধারার আটটি গান রয়েছে এই অ্যালবামে। ইতিমধ্যে তিনটি গানের মিউজিক ভিডিও বের হয়েছে। দেশের জনপ্রিয় মডেল, অভিনেতা/অভিনেত্রীদের অংশ গ্রহনে প্রবাসে এবং দেশের মনোরম লোকেশনে মিউজিক ভিডিওর চিত্রায়ন করা হয়েছে। প্রতিটি মিউজিক ভিডিওতে রয়েছে একটি হৃদয় ছোঁয়া গল্প । দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে মিউিজিক ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে। ইতিমধ্যে অ্যালবামের “মিথ্যে অভিমানে” গানটি জননন্দিত হয়েছে।

প্রিয় অস্ট্রেলিয়াকে তিনি বললেন, “নিজের এলবাম নিয়ে এবার দেশে গিয়ে মানুষের যে ভালোবাসা পেলাম তা আমাকে ভীষণ অনুপ্রানিত করেছে। আমার গানে আবার ফিরে আসাকে সবাই স্বাগত জানিয়েছেন। ভালো কাজ সবাই মনে রাখে। আমার বিশ্বাস, সবার ভালোবাসা নিয়ে আমি আবার এগিয়ে যেতে পারবো। চেষ্টা করেছি ভালো কিছু দিতে। আমার গানগুলে স্রোতাদের ভালো লাগলেই আমার প্রচেষ্টা সফল বলে মনে করবো।

স্বপ্ন পূরণের কোনো সময় সীমা নেই। বুকের মধ্যে যদি শিল্পের ভুবন থাকে তা কখনো হারিয়ে যায়না। প্রবাসের নিভৃতে সেই শিল্পের ভুবনকে লালন করেছেন শিল্পী মামুন, ভ্রমন করেছেন সেই স্বপ্নের ভূবনে। যার ফলশ্রুতি হল এই অ্যালবাম “তোমার জন্য”। ভালো কিছু গান দিয়ে তিনি আবার সবার মন জয় করবেন, আমাদের সঙ্গীত ভূবন সমৃদ্ধ করবেন, এই হল সবার প্রত্যাশা।

“তোমার জন্য” অ্যালবামটির ইউটিউব লিংকঃ – https://www.youtube.com/watch?v=t2S1BAr_UPw

শিল্পী মামুনের ফেসবুক লিঙ্কঃ
https://www.facebook.com/amamoon.music/


Place your ads here!

Related Articles

আমার নিজের মুদ্রাদোষে আমি একা…

যত্নে চয়ন করা সব শব্দ আপন মনের খেয়ালে সাজিয়ে গুছিয়ে একজন যে চিত্র  এঁকে গেছেন তা আমাদের আত্মাকে আপ্লুত করে

Test_Page

Test form Test Page Test Page

শহীদ বুদ্ধিজীবিদের স্মরণ

শহীদ বুদ্ধিজীবি দিবসে পাকিস্তান সেনাবাহিনী এবং তার স্থানীয় দোসর- রাজাকার, আলবদর, আলশামস এর নৃশংসতার বর্ণনা পড়ে এবং শুনে মন যত

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment