Toggle Menu

বড় ভেন্যুতে প্রবাসীদের বড় স্বপ্নের ম্যাচ

বড় ভেন্যুতে প্রবাসীদের বড় স্বপ্নের ম্যাচ

অস্ট্রেলিয়ার এত বড় ভেন্যুতে বাংলাদেশ এর আগে কখনো খেলেনি। এক সাকিব ছাড়া এখানে খেলেনি বাংলাদেশি কোন ক্রিকেটার! মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেট মক্কা। ১৮৫০ সালে প্রতিষ্ঠিত এ ভেন্যু বড় হতে হতে এর এখন দর্শক ধারন ক্ষমতা এখন ৯০ হাজারের বেশি! বৃহস্পতিবার এখানেই বিশ্বের অন্যতম ক্রিকেট শক্তি শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের খেলা। মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিদের জন্যে এ ম্যাচ আরও বড় স্বপ্নের অপেক্ষার। কারন বাংলাদেশ কখনো খেলেনি বলে এই এমসিজিতে এর আগে তাদের সিংহভাগ কখনো ঢোকেননিও। হেঁটে-গাড়িতে-বাসে-ট্রামে-ট্রেনে এমসিজির পাশ দিয়ে গেছেন আর ভেবেছেন কোন দিন যদি বাংলাদেশ এখানে খেলতে আসতো! সেই যদিটা এখন স্বপ্ন বাস্তব! স্বপ্নের বাংলাদেশ বৃহস্পতিবার খেলবে স্বপ্নের এমসিজিতে! তারাও তাই দল বেঁধে খেলা দেখতে যাবেন। স্বপ্ন হবে সত্যি।

মেলবোন প্রবাসী বাংলাদেশি আশরাফের বাড়ি জয়পুরহাটের কালাইতে। মেলবোর্নে আছেন বেশ ক’বছর। আমাদের বললেন এমসিজিতে এর আগে ভারত-অস্ট্রেলিয়ার ম্যাচ দেখতে গেছেন। পাশের গ্রাউন্ডে দেখতে গেছেন অস্ট্রেলিয়ায় তুমুল জনপ্রিয় ফুটির ম্যাচ। কিন্তু দেশের দলের খেলা কখনো হয়নি। এমসিজি ভেন্যু হিসাবে এত বেশি বড় আর ব্যয়বহুল যে দর্শক হবেনা, খরচ উঠবেনা বলে এখানে এরা এর আগে কোনদিন বাংলাদেশ দলের ম্যাচ আয়োজনের সাহস করেনি। কিন্তু এবারে বিশ্বকাপ দীর্ঘ অপেক্ষার স্বপ্নের বাস্তবায়ন নিয়ে এসেছে দ্বারগোড়ায়। আশরাফের মতো হাজার হাজার বাংলাদেশি এখন হরেক প্রস্তুতিতে সেই স্বপ্নের ম্যাচ হবে বৃহস্পতিবার। দল বেঁধে দেশের দলের ম্যাচ দেখতে এলাকায় এলাকায় নানা প্রস্তুতি নেয়া হয়েছ।

এমনিতে মেলবোর্নে প্রবাসী বাংলাদেশি সংখ্যার প্রকৃত অফিসিয়েল ফিগার কারও নিশ্চিত জানা নেই। কেউ বলেন ৮ হাজার, কেউ ১০ হাজার বলেন। ধারনা করা হচ্ছে এর আশি শতাংশই বৃহস্পতিবার খেলা দেখতে যাবেন। এরজন্যে তারা দেশ থেকে জার্সি-পতাকা আনিয়েছেন। অনেকে কাপড় কিনে নিজেরা বানিয়ে নিয়েছেন বাংলাদেশের লালসবুজ পতাকা। এই পতাকাগুলো বৃহস্পতিবার উড়বে এমসিজিতে। মেলবোর্নে একুশের বইমেলায়ও বিস্তর বিক্রি হয়েছে বাংলাদেশের জার্সি-পতাকা। চাহিদার চেয়ে জার্সি-পতাকা কম থাকায় অনেকে টাকা দিয়েও তা কিনতে পারেননি।

ঢাকার যেমন টিএসসি, মেলবোর্নে তেমন ফেডারেশন স্কোয়ার। ইয়ারা নদীর ধারের এই ফেডারেশন স্কোয়ারেই বর্ষবরন সহ নানান উৎসব উপলক্ষে জমা হয় মেলবোর্নের মানুষজন। বৃহস্পতিবার দুপুরে এই ফেডারেশন স্কোয়ারেই জমা হবেন মেলবোর্ন প্রবাসী বাংলাদেশিরা। এখান থেকে লাল সবুজ পতাকা উড়িয়ে মিছিল নিয়ে তারা যাবেন এমসিজিতে। মেলবোর্নের ফুটস্ক্রে, সানসাইন, টার্নেইট, ওয়েরিবি, ডেন্ডেনং সহ আরও কয়েকটি এলাকা থেকে গাড়ির বহর নিয়েও যাওয়া হবে ক্রিকেট গ্রাউন্ডে। বুধবার ডেন্ডেনং এলাকায় গিয়ে দেখা গেছেন লোকজন বাংলাদেশের পতাকায় গাড়ি সাজাচ্ছেন।

খেলা উপলক্ষে অস্ট্রেলিয়ার নানা শহর থেকেও প্রবাসী বাংলাদেশিরা আসতে শুরু করেছেন মেলবোর্ন। সিডনি, ক্যানবেরা সহ নানা শহর থেকে আসছেন। আসছেন অস্ট্রেলিয়ার বাইরের নানা দেশ থেকেও। সিডনি থেকে আসা বাংলাদেশি ছাত্র নিশান বললেন শেষ মূহুর্তে ছুটি পাওয়ায় বিমানের টিকেট শেষ মূহুর্তে পাওয়ায় তার শুধু টিকেটের পিছনেই সাড়ে তিনশ ডলার গেছে। এমন গল্প আরও অনেকের। দেশের টানে কেউ খরচাপাতির বিষয় ভাবেননি। বুধবার এমসিজিতে সকালে বাংলাদেশ দল বিকেলে শ্রীলংকা দলের অনুশীলন হয়। শ্রীলংকা দলের অনুশীলন দেখতে আসা মেলবোর্নবাসী শ্রীলংকান শিক্ষক কুমারা বললেন তার এলাকায় অনেক বাংলাদেশি থাকেন। তারাতো কয়েকদিন ধরে তাকে ক্ষেপাচ্ছে আর বলছে বাংলাদেশ হারিয়ে দেবে শ্রীলংকাকে। আপনার কী মনে হয় ধর্মসেনা? মাথা দুলিয়ে বললেন, গুডলাক, ক্রিকেটেতো যে কোন কিছু হতেই পারে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment