এস হে বৈশাখ

এস হে বৈশাখ

নিশি অবসান প্রায় পুরাতন বর্ষ হয় গত

আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত !!
বন্ধু হও শত্রু হও যেখানে যে রও
ক্ষমা কর আজিকার মত
পুরাতন বরষের সাথে পুরাতন অপরাধ যত !!
…….
রবিঠাকুর


শুভ নববর্ষ, শুভ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। আমাদের বর্ষপন্জির প্রথম মাস। এটা বাংলা নববর্ষের প্রতীক। আর তাই এই দিনটি আমাদের নতুন যাত্রাপথের প্রথম শুভলগ্ন। গত এক বছরের যত পুরানো জীর্ণতা নষ্ট করে জড়তাকে জাগিয়ে তুলে সেখানে নতুনের বিজয়ের পতাকা উড়িয়ে বোশেখ আসে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর এক তাপসের মূর্তিতে আনন্দে বিহ্বল চিত্ত জীবনকে নতুন করে খুঁজে পাবার আশায় উন্মুখ হয়ে ওঠে। আর তাইতো প্রতি বছর কবির কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে আমরাও অভ্যর্থনা মুখর হয়ে স্বাগত জানাই ……

এস হে বৈশাখ এস এস…. Eso Hey Boishakh Dwijen Mukhopadhyay Rabindra Sangeet



বাংলাদেশের ছয়টি ঋতু একে একে আগমনের সাথে সাথে এখানকার প্রকৃতিও যেন আকাশবাতাসকে নিয়ে নতুন রুপ ধারণ করে আর প্রকৃতির এমন সৌন্দর্য্যে মানুষের মনও হয়ে ওঠে আনন্দে আত্মহারা ! আর আনন্দে মত্ত হয়ে তারা আয়োজন করে নানান রকম অনুষ্ঠানের। গ্রামেশহরে সর্বত্র এই আনন্দের স্পর্শ ছড়িয়ে পড়ে সব আমাদের গ্রামীন সমাজের শতকরা আশি জনের সামাজিক সব আর জন্য এটা আমাদের কৃষ্টি সংস্কৃতির ধারকও বটে। সময়ে আমরা একদিকে যেমন নতুনকে স্বাগত জানানোর জন্য সবাই উদগ্রীব হয়ে ওঠি আবার অন্যদিকে পুরানোর কাছে প্রার্থনা করি যেন সে সুন্দর ভাবে সবার কাছ থেকে বিদায় নেয় ….. আর তাই প্রানপ্রাচুর্য্যে ভরপুর হয়ে বৃদ্ধ থেকে শুরু করে শিশু পর্যন্ত সবাই মনের আনন্দে গেয়ে ওঠে……

রাণ্গিয়ে দিয়ে যাও যাও ,যাওগো এবার যাবার আগেRangiye diye jao – Sumitra Sen


কালের আবর্তে ঘুরে ঘুরে এক বছরের বিচ্ছেদ শেষে আসা এই বৈশাখ মাস আমাদের মনে একদিকে যেমন সুখের সৃষ্টি করে আবার অন্যদিকে দুঃখের অনুভূতিও জাগিয়ে তোলে। বৈশাখ আমাদের মাঝে তার দুইটি সত্বা নিয়ে আবির্ভূত হয়, নতুনের আহ্বানে পুলকিত চিত্ত প্রলয়ংকারী কাল বোশেখির আশন্কাতেও জর্জরিত ! কাল বৈশাখীর উৎকন্ঠা থাকলেও বর্ষবরনের আনন্দের কোন কমতি নেই ! নতুন বছরের আগমন আমাদের মনে খুশীর বন্যা বয়ে আনে, বৈশাখের শুরুতেই শুরু হয় আত্মীয়স্বজনের সাথে ভাব বিনিময় শুভেচ্ছা শ্রদ্ধা জানাই আমরা একে অপরকে, যেখানে কোন মালিন্য আর ভন্ডামী থাকেনা। বৈশাখ যেন আমাদের মাঝে মিলন শান্তির মহাদূত হয়ে উপস্থিত হয়। আর তাই কবি নজরুলের কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে আমরাও গেয়ে ওঠি,

নূতনের কেতন উড়ে,কালবোশেখীর ঝর
তোরা সব জয়ধ্বনি কর….
Tora sob joyodhoni kor (nazrul geeti)-Swagatolakxi Dasgupta


এমন দিনে ভুলে যাই যত দুঃখনীচতাহিংসাদ্বেষকলুষতা……সবাই যেন মহামানবের সাগর তীরে এসে দাঁড়াই। মনে মনে তখন ভাবি…..আহা, এমনটি যদি আমরা সবসময়ই হতে পারতাম !! পহেলা বৈশাখের প্রথম দিনে ভোরে ওঠে প্রভাতী অনুষ্ঠানে ছুটে যাবার যে দৃশ্য তা অতুলনীয় ! এমনও দেখা যায় যারা কখনই ভোরে ঘুম থেকে ওঠেনা তারাও অনুষ্ঠানের দিকে দৌড়াচ্ছে…..চমৎকার লাগে উজ্বল সোনালী ভোরে দেখা চারিদিকের এই সমাবেশ। আমরা সবাই পরষ্পরের মন্গল কামনায় ব্যকুল হয়ে পড়ি আর এই মন্গল কামনা আসে আমাদের অন্তরের অন্তস্থল থেকেশহরের প্রতিটি কোনা যেন গল্পকবিতা গানে উৎসব মুখর হয়ে ওঠে। চারিদিকের এত আনন্দে মন গেয়ে ওঠে,

বৈশাখের এই ভোরের হাওয়া……..স্বপন গুপ্তা
BAISHAKHER EI BHORER HAOWA Swapan Gupta

নতুনের এই ডাকের সমাগম যেন আমাদের আত্মার প্রসার ঘটিয়ে আত্মিক বিকাশে সাহায্য করে, পুরানো মনটা আবার জেগে ওঠে নতুন আশা আর উদ্দিপনায় ! নতুন আশায় দিপ্ত হয়ে নতুন ভাবে জীবন গড়ার, দেশকে গড়ার স্বপ্নে আমরা বিভোর হই…..শক্ত হাতে শপথ নেই নতুন করে ! পহেলা বৈশাখের এই শুভ মুহূর্ত টি যেন নতুন করে আত্মোপলব্ধিতে, শপথ নিতে আমাদের সাহায্য করে। কি পেয়েছি আর কি পাইনি সে হিসেব কষা বাদ দিয়ে ভবিষ্যতকে কিভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায় সেই মন্গলময় সুন্দরের প্রত্যাশায় স্বপ্ন দেখা শুরু করি। আর তাই কবি গুরুর পাশাপাশি আমাদের মনও গেয়ে ওঠে,


পাগ্লা হাওয়ার বাদল দিনে……পাগল আমার মন জেগে ওঠে
Pagla Hawar Badol Dine – Lyrics + Translation


বৈশাখ শুধু আমাদের হৃদয়েই সাড়া জাগায় না, আমাদের মানসিকতারও অনেক পরিবর্তন ঘটায়। বৈশাখের আবেদন আমাদের মন মানসিকতা আর জাতিসত্তার সাথে মিলে মিশে একাত্ম হয়ে যেতে পেরেছে বলেই এই দিনটি আমাদের জাতীয় অনুষ্ঠানে পরিনত হয়েছে। সবটি রাষ্ট্রিয় ভাবে স্বীকৃত। সরকার সহ দেশের আপাময় জনসাধারন তাই চমকার ভাবে বিভিন্ন অনুষ্ঠানের মাঝ দিয়ে দিনটিকে, বছরটিকে বরণ করে বৈশাখের আবেদন তাই সার্বজনীন। আমাদের দুর্দশা গ্রস্থ জীবনে বৈশাখের আগমন যেন রাতের অন্ধকারের পর আলোকজ্জ্বল এক ভোরের আবির্ভাব যা কিনা অপরিসীম উল্লাসের বাণী বয়ে আনে। তাই আগত দিন গুলিকে বরন করি এই ভাবে,

বৈশাখী শুভেচ্ছা নিও……জেম্
Boishakhi Shuveccha–James

পহেলা বৈশাখের আরও একটি জমজমাট অনুষ্ঠান হলো বৈশাখী মেলা। গ্রাম শহরের বিভিন্ন লোকজন পরম সাহে এই অনুষ্ঠানে যোগ দেয়। বাংলা একাডেমীর প্রান্গন, রমনা বটমূল, বিস্তির্ণ খোলা মাঠ অথবা অন্য কোন বটমূলে মেলা বসে যেখানে নানান ধরনের দেশী জিনিষ পাওয়া যায়। কাঁচের চুড়ি থেকে শুরু করে আরও কত্ত কিছু ! আরও থাকে নানান রকম খেলাধূলা আর বিনোদনের ব্যবস্থা তার মাঝে চড়কগাছ বা নাগরদোলা খুবই জনপ্রিয় আর খাবারের কথা আর কি বলব, দারুন সব মজার মজার খাবার !! এর মাঝে আমার সবচেয়ে মজা লাগে পান্তা ভাত সাথে পেঁয়াজ/ইলিশ/ডিম/শুকনা মরিচ:) সুশজ্জিত আলো ঝলমল এই মেলায় শিশুরাও প্রচুর আনন্দ পায়। ভাল লাগে ভাবতে যে আমাদের প্রাচীন কালের সেই আবহমান বাংলার সংস্কৃতির মূল্য আমাদের শিশুরাও দিতে জানছে এবং জানবে। মনের আনন্দে গেয়ে ওঠি,


আমি দুরন্ত বৈশাখী ঝর …….
ami duronto boishakhi jhor


জাতিধর্ম নির্বিশেষে পহেলা বৈশাখ একটি সার্বজনীন সবের দিন। এর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে আমাদের বান্গালী সংস্কৃতি। আজ স্বাধীন বাংলাদেশে বৈশাখ আসে তার স্বাতন্ত্র নিয়ে….একটি দিনের জন্য হলেও দিনটির আহ্বান বান্গালীর মর্মমূলে নাড়া দিয়ে তার চেতনাকে জাগিয়ে দিয়ে যেন বলে ওঠে,

ওঠো সব ক্লান্ত জনে, এসেছে বৈশাখ

আর এই নতুন চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আবার নতুন করে শপথ নেই দেশকে, আপন সংস্কৃতি মাতৃভাষাকে ভালবাসতে। কারন আপন সংস্কৃতি ভাষাকে যতদিন না আমরা সবার উপরে স্থান দিতে পারবো ততদিন আমাদের ভালবাসা অপূর্ণ থাকবে।

আমি বাংলার গান গাই……প্রতুল মুখার্জী
Pratul Mukherjee – Ami Banglai Gaan Gai

আজকের দিনে আমাদের প্রার্থনা , বৈশাখের উষালগ্নে আমাদের মনে আপন সংস্কৃতিকে ভালবাসার যে উদ্দাম জোয়ার জাগে সে জোয়ারের প্রাণবন্যা যেন চির প্রবাহিত থাকে অতীতকে পিছে ফেলে সামনে এগিয়ে যাবার যে পরিকল্পনা, সে যাত্রা যেন হয় সুন্দর সাফল্যমন্ডিত। পুরানোকে অবহেলা না করে তার কাছ থেকে শিক্ষা নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যাই। অনিশ্চিত ভবিষ্যত আমাদের জন্য কি খবর নিয়ে অপেক্ষায় আছে কেও জানিনা তবুও প্রতি বছর পহেলা বৈশাখের শুভ প্রারম্ভ মুহূর্তে আমাদের মন স্বতঃষ্ফূর্ত ভাবে আন্তরিক কামনা জানায় আগত নতুন বছর গুলো যেন বাংলাদেশ সহ সমগ্র বিশ্বের জন্য শুভ বারতা বয়ে আনে।

জন্ম আমার ধন্য হলো মাগো…..সাবিনা
Jonmo Amar Dhonno Holo Sabina Yasmeen


এসো শ্যামল সুন্দর…..
আনো তব তাপহারা তৃষাহরা সন্গসুধা
বিরহিনী চাহিয়া আছে আকাশে……..
Esho Shyamolo Sundoro – Srikanto Acharya


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment