SABCA Award 2014

SABCA Award 2014

অস্ট্রেলিয়া পিওরলি একটা মাল্টিকালচারাল কান্ট্রি।এই মাল্টিকালচার নেশনে বাংলাদেশ কমিউনিটির কন্ট্রিবিউশন কতটুকু ? আর এ্যাডেলেইডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের ভূমিকাও বা কতটুকু? SABCA Boisakhi Mela 1421 and 10 Years Celebration Program এ এ্যাডিলেডের তিনজন প্রচারবিমুখ , পরপোকারী, অতি সজ্জন ব্যাক্তিত্বকে SABCA AWARD 2014 সন্মাননা প্রদান করে SABCA EC Committee এডলেইডের ইতিহাসে এক অনন্য অনুকরনীয় দৃস্টান্ত স্থাপন করলো। এই তিনজন ব্যক্তিত্বের সাথে আমার ব্যক্তিগত পরিচয় থাকায় ওনাদের মহানুভবতা সম্পর্কে দু একটা ঘটনা বলার লোভ সামলাতে পারলাম না।

ডাঃমনিরুজ্জামানের সাথে আমার পরিচয় এ্যাডিলেইডে আসার পর থেকেই।নতুন ইমিগ্রন্টরা ওনার কাছে কি ধরনের উপকার পেয়ে থাকে তার উদাহরন দিচ্ছি,আমার পরিচিত এ্যাডিলেইড এ আসা নতুন একজন ইমিগ্র্যন্ট আমার কাছে এসে বলল, ‘তোমার পরিচিত কোন ডাক্তার আছে যাকে আমি ফি টা ইনসটলম্যা্নট এ পে করতে পারি?আমি মাত্র এসেছি এখনও কোন কাজ ম্যানেজ করতে পারিনি,আমার প্রাইভেট হেলথ অথবা মেডিকেয়ারও নেই।’ আমি সাজেস্ট করলাম ডাঃমনির সাথে দেখা করতে। বেশ অনেকদিন পর ভদ্রলোকের সাথে মারিয়ন শপিং সেন্টার এ দেখা ।আমাকে দূর থেকে দেখে ছুটে এলেন।‘তোমাকে অনেক ধন্যবাদ ডাঃমনির সাথে পরিচয় করিয়ে দেবার জন্য।’ ‘ইটস ওকে, তুমি কি ইনসটলমেন্ট এ পে করলে ?’ ‘নাহ্, ইনফ্যাকট, আমাকে কোন চার্জ ই উনি করেন নি, এই মুহূর্তে আমার কি যে উপকার হলো,তোমাকে বলে বুঝাতে পারবো না, উনি যদি চার্জ করতেন বউ এর গয়না বিক্রি করে টাকা দিতে হতো।’ এরকম ঘটনা আরো অনেক আছে।


এবার সিদ্দীক স্যারের(ডঃআবু সিদ্দীক মিয়া) কথা বলি,সিদ্দিক স্যারকে যখনই কোন অনুষঠান বা কোন দাওয়াতে দেখেছি, কোন বাচ্চাসহ ফ্যামিলি দেখলে উনি নিজেই এগিয়ে যান, জিজ্ঞেস করেন বাচ্চাটির বাংলা শেখার ব্যাপারে পেরেন্টসরা উদ্যোগ নিয়েছে কিনা, অস্ট্রেলিয়ান বাচ্চাদের বাংলা ভাষা জানা কেন জরুরী সেটা ব্যাখ্যা করে অনুরোধ করেন স্কুলে বাংলা ভাষা শিখতে দেওয়ার জন্য।বাংলাদেশী কমিউনিটি স্কুলের ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে এ্যাডলেইড এ বাংলা ভাষা চর্চ্চা এবং বিকাশে ওনার ভূমিকা অনস্বীকার্য ।

আর মোহাম্মদ আবু বকর সিদ্দীক আবু, রাজা ভাই নামেই যিনি বেশী পরিচিত নতুন ইমিগ্র্যান্টদের আবাসিক সমস্যা অথবা চাকুরীর ক্ষেত্রে রেফারেন্স দরকার, উনি বন্ধুর মতো পাশে এসে দাড়াবেন। সদা হাস্যময় রাজা ভাই এর সহযোগীতা নতুন ইমিগ্র্যন্টদের সেটেলম্যন্ট এর জন্য অনেক কনফিডেন্ট এর একটা ব্যাপার।

আশাকরি SABCA বাংলাদেশী কমিউনিটি এবং মল্টিকালচারাল সোসাইটিতে যারা কন্ট্রিবিউট করছেন সেইসব গূনীজনদের সম্মাননার এই ধারা অব্যহত রাখবে এবং সবার জন্য একটা অনুকরনীয় দৃষটান্ত স্থাপন করবে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment