সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ঝড়

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ঝড়

সাদাত হুসাইন

সাকিব আল হাসানকে আপনি কতটা ভালোবাসেন? আমি তারচেয়েও বেশি ভালোবাসি… অনেক বেশি… আর ভালোবাসি বলেই ইন্ডিয়ার বিনোদ কাম্বলি, পাকিস্তানের হাসান রাজা, নিউজিল্যান্ডের জেসি রাইডার, ওয়েস্ট ইন্ডিজের রিকারডো পাওয়েল, অস্ট্রেলিয়ার এন্ড্রু সাইমন্ডসদের মত হয়ে যেতে দেখতে চাই না। ভালোবাসি বলেই চাই, সাকিব হয়ে উঠুক একজন সত্যিকারের মহীরুহ!

একজন শচীন কিংবা লারা।

কই? অমিত অসীম প্রতিভা লারা কিংবা শচীন কে তো এতটুকু উদ্ধত করেনি! বরং বিনয়ী করে ভালোবাসা আর শ্রদ্ধার এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে, সেখানে সীমাহীন আকাশ ছাড়া আর কি আছে!!

সাকিব আমাদের সবেধন নীলমণি, এই মানুষটা এই মাটির মানুষ হয়েই থাকুক, এই জল হাওয়া মাটি মাখা যেই শরীর সেই শরীরে এই মাটি আর মানুষের গন্ধ লেগেই থাকুক…

“সাকিবকে ভালোবাসি বলেই ঔদ্ধত্যে-অহমে হঠাৎ ধূমকেতু হয়ে ঝরে যাওয়া সাকিবকে দেখতে চাই না…”

সাকিবকে যতটা ভালোবাসি, ততটা ভালো আর কাকে বাসি? কাউকে না সাকিব! কাউকে না… তাই আপনাকে আমাদের খুব কাছের একজন হিসেবেই দেখতে চাই। একজন মানুষ যে এই মাটি ও মানুষের অবিসংবাদিত প্রতিনিধি। চাই, নতুন করে নিজেকে আর একবার, শুধু একবার দেখে নিন আয়নায়…

দেখে নিন কোটি কোটি জোড়া মমতা ভালোবাসা আর্দ্র চোখ কি করে তাকিয়ে থাকে এই নামটায়…

সাকিবকে ভালোবাসি বলেই এমন ক্রমশই বদলে যাওয়া সাকিবকে নয়, দেখতে চাই সেই সাকিবকে, সাকিবের বুকে লেখা থাকুক মাটির গন্ধ, সাকিবের চোখে থাকুক সেই এশিয়া কাপ ফাইনালের দেশের হয়ে হেরে যাবার কষ্টে জলছলছল অনুভূতি।

যেই জলের প্রতিটি ফোঁটায় লেখা বাংলাদেশ! বাংলাদেশ!! বাংলাদেশ!!!

যেই জল ছলছল চোখ দেখে কাঁদে বাংলাদেশের মানুষ, কাঁদে বাংলাদেশের হৃদয়!

আহারে সোনা মানিক আমার!

মইনুল রাজু

আবারো ঈর্ষাপরায়ণ কিছু মানুষের ঈর্ষার কাছে বলি হলো সাকিব আল হাসান। স্রেফ তিনটা মাস একটা ক্রিকেটারের ফর্ম নষ্ট হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নিষেধাজ্ঞার পর সাকিব আর আগের সাকিব নাও থাকতে পারে। তার বয়সী একজনের বিরুদ্ধে যদি শৃঙ্খলা নিয়ে অভিযোগ থাকে, তাকে কাউন্সেলরের নিকট পাঠানো যেত, সেটা ঠিক করার জন্য অন্যরা তাকে নিয়ে কাজ করে যেতে পারতো। অফ দ্য রেকর্ড বলি, শৃঙ্খলাভঙ্গই যদি একজন ক্রিকেটারকে বিশ্বসেরার আসনে বসাতে পারে, তাহলে বিসিবির কি কানে কানে অন্য সব প্লেয়ারদেরকে শৃঙ্খলা ভঙ্গ করার পরামর্শই দেয়া উচিৎ নয়?

কিছুদিন আগে আশরাফুল, এবার সাকিব; আত্মঘাতী জাতি হিসেবে আমাদের আসনটা মনে হয় পাকাপোক্তই হতে চলেছে। কৃতজ্ঞতা সাকিবের প্রতি শুধু ক্রিকেট খেলার মাধ্যমেই আমাকে আমাদেরকে অসংখ্যবার গর্বিত হবার সুযোগ করে দেয়ার জন্য। অন্য কিছু নয়, তার সবচেয়ে বড় পাপ ভুল সময়ে, ভুল জায়গায় জন্মগ্রহণ করা। জন্মই তার আজন্ম পাপ।

মোহাম্মদ আলী অয়ন

“আমি সব সময় দেশের হয়ে খেলতে চাই। অন্তত আরো দশ বছর জাতীয় দলের হয়ে খেলতে চাই আমি। আইপিএল জিতে বাংলাদেশে এসে আমি বলেছি, বাংলাদেশের হয়ে একটি ম্যাচ জিতে যে আনন্দ, পুরো আইপিএল ট্রফি জিতেও সে আনন্দ নেই। এতেই আমার দেশের হয়ে খেলার ব্যাপারে ধারণা নিতে পারেন। অনেকেই মনে করে আমি ২০১৯ বিশ্বকাপের পর অবসর নিবো। কিন্তু সত্য হলো আমি ২০২৩ সালের বিশ্বকাপও খেলতে চাই।” – দেশে ফিরে সাকিব-আল-হাসান।

সাকিবের নিজের মুখে এই স্বীকারোক্তি শোনার পরও কেন এতো বড় শাস্তি তাকে দেয়া হবে! কাদের জন্য? একজন ভিনদেশী কোচ, আর নাজমুল হাসান পাপন’এর জন্য! বিসিবি’র এই সভাপতি কী কোনদিন বাংলাদেশ ক্রিকেটের ভালো চেয়েছে!

আমরা কী ভুলে গেছি কত সম্মান সাকিব আমাদের জন্য বয়ে এনেছেন। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে পরাজয়ের পর সাকিবের সেই জলভরা চোখ, সেই নীরব হাহাকার, আমি আজও ভুলতে পারিনি। তারপরও বিশ্বাস করতে হবে সাকিবের দেশপ্রেম নেই!

সস্তা নিউজ পোর্টাল’গুলো সুযোগ পেয়ে সাকিব’কে নিয়ে যা তা লিখছে! বিসিবি সাকিব’কে ৬ মাসের জন্য নিষিদ্ধ করল! না, ভালো কিছু আমাদের ভাগ্যে নেই। ভালো কিছু পেলেও আমরা তাকে ধরে রাখতে পারিনা।

১. সুয়ারেজের পাশে উরুগুয়ের প্রেসিডেন্ট পর্যন্ত ছিল। আর সাকিবের পাশে?

২. বিসিবির নীতিজ্ঞান দেখে খুব ভাবতে ইচ্ছে করে দেশের সর্বত্র নীতি চলছে। নারায়ণগঞ্জে ৭জনের কেউ মার্ডার হয়নি। দেশে শামিম ওসমান বলে কেউ নাই। শামীম ওসমান প্রধানমন্ত্রীকে তার একমাত্র শুভাকাঙ্খি বলে নাই। দেশের ফলে কোনো ফরমালিন নাই।

আমার মনে হয়, বিসিবির নাদানগুলা সাকিবের কাছে টাকা চাইছিল, ঘুষ হিসেবে। আইপিএল খেলে ও এতটাকা একা একা খাবে! সেটা কি করে হয়! যা ব্যাটা, তোর আইপিএল খেলায় বন্ধ করে দিলাম। মু হা হা হা…


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment