হয়ার ডু আই বিলং ?

হয়ার ডু আই বিলং ?
ফারিনা মাহমুদ
….. গল্প কাহিনীতে শুনেছি , অপঘাতে মৃত বা আত্মহত্যা করা মানুষের আত্মার নাকি সদগতি হয়না । সেই আত্মা বারবার ফিরে আসে প্রিয়জনদের কাছে । সেই ফিরে আসার স্মৃতি অধিকাংশ ক্ষেত্রেই ভয়াল রূপ নেয় এবং আচার অনুষ্ঠান এর মাধ্যমে সেই প্রেতাত্মাকে তৃপ্ত করে ফিরিয়ে দিতে হয় ।
এই প্রেতাত্মাগুলো কেন ফিরে আসে ? আসে কোনো একটা ভুলকে শুদ্ধ করতে । কোনো একটা অনিয়ম অনাচারের বিহীত করতে । সেই অন্যায়কে ন্যায় এ রূপ দিতে তারা দ্বারে দ্বারে ঘোরে … মিনতি করে, কখনো হিংস্র হয় কখনো তার শত্রুকে শিক্ষা দেয় আজীবনের মতো । স্বর্গ বা মর্তলোক তাদের গ্রহণ করে না .. তারা এর মাঝামাঝি জায়গায় বিচরণ করতে থাকে একটি অমিমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে … হয়ার ডু আই বিলং ? ?
গোটা মর্তলোকে প্রেতাত্মার কষ্ট যদি কেউ খানিকটা বুঝতে পারে, তো তারা হলো সেই জনগোষ্ঠী যারা অস্তিত্বের জন্য, পরিচয়ের জন্য, স্বীকৃতির জন্য, ভূখন্ডের জন্য লড়াই করে যায় প্রজন্মের পর প্রজন্ম, একটি মাত্র প্রশ্নকে সামনে রেখে
– হয়ার ডু আই বিলং ?
এবং একটি মাত্র উত্তর কে প্রতিষ্ঠা
No comments
Write a commentLoading, Please Wait!
This may take a second or two.