আমরা বাঙ্গাল – জয় বাঙ্গাল

আমরা বাঙ্গাল – জয় বাঙ্গাল

আমরা যারা বাঙালি, তারা সবাই জন্মগতভাবেই বাঙালি এনিয়ে সন্দেহের কোনো অবকাশ আছে কি? – অবশ্যই নেই, থাকতে পারে না। কিন্ত ১৯৭১ সালে পুর্ব বঙ্গের বাঙ্গালিরা মুক্তিযুদ্ধের মাধ্যমে “বাংলাদেশ” নামে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফেলায় আমাদের রাষ্ট্রিয় একটা পরিচয়ও তৈরি হয়ে গেছে “বাংলাদেশি” – যা বাংলাদেশের বাঙালি সহ সব উপজাতিয়র রাষ্ট্রিয় পরিচয়, পাসপোর্টের জাতিয়তা, তাই স্বাভাবিকভাবেই এই পরিচয় থেকে বাদ পরেছে ভারতিয় বাঙ্গালিরা।

এখন এই দুই পরিচয়ের দন্ধের কনফিউশনের দরকার কি? আমরা বাঙ্গালিরা বাংলাদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠ, আমাদের কোনো জাতিগত প্রতিদন্ধি নেই পাকিস্তান বা ভারতের মত। তবে আমরা আমাদের স্বাধিনতার বাস্তবতা আর নতুন জাতিয়তার বাস্তবতা মেনে বাংলাদেশি হতে চাচ্ছি না কেন? – এটা কি সেই সনাতন আ লিগ আর বি এন পি কাইজ্যার কারনে?

এর কিন্ত একটা সহজ সমাধান আছে। এখন আ লিগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসিন। তারা বাংলাদেশের নামটা পরিবর্তন করে “বাঙ্গাল” করে দিলেই আমাদের জাতিয় পরিচয় আর রাষ্ট্রিয় জাতিয়তা দুটোই “বাঙালি” হয়ে যাবে।

আরো ভাল এবং পরিস্কার হবে যদি আমাদের জাতিয়তাও রাষ্ট্রের নামের মতোই “বাঙ্গাল” হয়ে যায়। ভারতের বাঙালিদের নিয়ে আর কোনো কনফিঊশনও থাকবে না। আর ওপারের ওনারাতো আমাদের এই নামেই ডাক্তে পছন্দ করেন। আর “বাঙ্গাল” মনে হয় আমদের অন্যসব উপজাতিয় ভাইদের কাছেও বেশি গ্রহনযোগ্য হবে। তখন আমরা নিশংসয়ে বলতে পারবো, যাতে থাকবে না কোনো আ লিগ, বি এন পি আর জামাতি গন্ধ।

বাঙ্গালের হিন্দু
বাঙ্গালের বৌদ্ধ
বাঙ্গালের খৃষ্টান
বাঙ্গালের মুসলমান
বাঙ্গালের গারো
বাঙ্গালের চাকমা
বাঙ্গালের মুরং

আমরা সবাই বাঙ্গাল

জয় বাঙ্গাল
_____________________________

মইন আহসান/মইনুল আহসান
১৯ শে মার্চ ২০১৩


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment