Bangla Article by Dr Farid Ahmed

Bangla Article by Dr Farid Ahmed

পদত্যাগ অন্যায়ের দ্বার উম্মোচন করে
অধ্যাপক ড. ফরিদ আহমেদ, দর্শন বিভাগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সোহেল তাজ পদত্যাগ করেছেন। জাতির উদ্দেশ্যে এই বরেণ্য তরুণ নেতা অনেক কথাও বলেছেন। কেঊ তাঁর পদত্যাগ চায়নি। তথাপি তিনি পদত্যাগ করেছেন। আমি মনে করি তাঁর পদত্যগ র্দূনীতি, অন্যায় ও অনিয়মের দ্বারকে প্রশস্ত করবে। আমার এমতের সঙ্গে আরোও অনেকেই একমত হবেন বলে আমার বিশ্বাস। কারণ বাংলাদেশের প্রেক্ষাপট ও একটি উন্নত রাষ্ট্র যেখানে বর্তমানে তিনি বসবাস করেন তার প্রেক্ষাপট ভিন্নতর।

পদত্যাগের সমস্যায় অতিসম্প্রতিকালে আমি নিজেই পড়েছি। আমার এক সম্মানিত সহকর্মী সোহেল তাজের বাবার বন্ধু ও তাঁর রাজনৈতিক গুরু, বিদগ্ধ দার্শনিক, আমাদের শিক্ষক অধ্যাপক সরদার ফজলুল করিম-এর উদহারণ দিয়ে আমাকে বলেছিলেন পদত্যাগ করতে। কতকগুলি বিষয় নিয়ে তারমত আমার পক্ষে সত্য বলা সম্ভব ছিল না। এবং কতকগুলি বিষয় নিয়ে মন্তব্য করাও নিরাপদ ছিল না(যেমনটি আজ সোহেল তাজ বলছেন) বিধায় আমি সেই সহকর্মীকে তাৎক্ষণিকভাবে সন্তুষ্ট করতে পারছিলাম না।

ঐ সময় আমার আরেক সহকর্মী আমাকে ঘৃণাভরে পদত্যাগের পরামর্শ দিয়েছিলেন। অন্য সহকর্মী অনেক মিষ্ট কথা বলেছেন পদত্যাগে প্ররোচিত করতে এবং উর্দ্ধতন কতৃপক্ষও আমাকে আমার নিরাপত্তার কথা মাথায় রাখতে বলেছিলেন। আমি অন্যায়কে প্রশয় দেবনা বলেই পদত্যাগ করিনি। আমি এখনও বিশ্বাস করি পদত্যাগ অন্যায়ের দ্বার প্রশস্থ করে এবং লড়াকু সৈনিককে নিরস্ত্র করে এবং মানবাধিকারকে হুমকির মুখে ফেলে।

অতিসম্প্রতি বিরোধীদল সরকারের পদত্যাগ দাবী করছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ নামের একটি সংগঠন ঐ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবী করছেন। তেমনি অভিযোগ এনে পদত্যাগের দাবী করছেন বুয়েট শিক্ষক সমিতি। আর এইসব পদত্যাগের দাবীর প্রেক্ষিতে জনকন্ঠ সাংবাদিক উদ্বেগ প্রকাশ করে লিখেছেন যে এ সব পদত্যাগের দাবী অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও এ দাবী উঠতে পারে। ঠিক সেই সময়ে সোহেল তাজ পদত্যাগ করে আসলে বিরোধীদল ও বিশ্ববিদ্যালয়গুলিতে আন্দোলনরত শিক্ষক সমাজের জন্য সুযোগ সৃষ্টি করলেন। অথচ তিনিই ঐ বিরোধীদল জামায়ত-শিবির-বিএনপি জোটের নির্যাতনের ইতিহাস বর্ণনা করে রাজনীতিতে আসবার যৌক্তিকতা প্রমাণ করেছেন।

নৈতিকতার কোন সার্বজনীন মানদন্ড আমাদের নেই। আর তাই কখনও আমরা কর্তব্যর ধারণা, কখনও কি সুফল আসতে পারে তার পূর্বাভাস বা উপযোগিতার পরিমান অনুমান করে সিদ্ধান্ত নেই। আমার কাছে মনে হয়েছে, এগুলোর কোনটাই সোহেল তাজের বেলায় প্রযোজ্য নয়। বাংলাদেশের মানুষকে তিনি ভালবাসেন। তার সেই ভালবাসাকে প্রশ্নবিদ্ধ করেছে তাঁর অসময়োচিত পদত্যাগকে।

আজ সাবেক সাংসদ ইলিয়াস আলীর তথাকথিত গুমের প্রতিবাদে রাজনৈতিক ফায়দা লুটতে ওই জামায়ত-বিএনপি তিনদিন ধরে হরতাল করছেন। এতে করে নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, মানুষ অসহায় বোধ করছেন, তখন তিনি কেবল আত্ম মর্যাদাবোধকে মুখ্য করে দেখেছেন বলে প্রতীয়মান হয়। ঐ যে বলেছি যদি মানব প্রেম বা দেশপ্রেম মুখ্য হয়, তবে প্রতিবাদ করতে হবে সক্রিয় থেকে। পদ ভাল কাজ করবার ও প্রতিবাদের একটি শক্তিশালী হাতিয়ার ও শক্তি। শত্রুপক্ষ, ও অন্যায়কারী ভাল মানুষদেরকে তাই পদলোভী হিসেবে প্রমাণ করতে সচেষ্ট হয়। ওরা সেই শৃগালের মত চালাক। আর যারা নীতিবান তারা কেবল ভুল করে প্ররোচনার ফাঁদে পা দেন। এর অর্থ এই নয় যে, বিরোধীপক্ষে কেবল শৃগালই আছে। সেখানেও ভাল মানুষ আছে। কিন্তু তাঁরা তাঁদের ভুল বুঝতে পারে যখন সময় পেরিয়ে যায়।

সোহেল তাজ ফিরে আসবেন, আবার রাজনীতি শুরু করবেন, দেশের মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হবেন এটাই জাতির প্রত্যাশা। আর যারা বিরোধীদলে আছেন এবং দেশের ভাল চান তারাও পদত্যাগের দাবী প্রত্যাখান করে, হরতাল, অবরোধ, ভাঙ্গচুর. জ্বালাও পোড়াও থেকে সকলকে বিরত থাকতে পরামর্শ দেবেন। একটি বাস পুড়লে আমাদেরকেই ভোগান্তির শিকার হতে হয়। একদিন ক্লাস না হলে আমরাই ক্ষতিগ্রস্থ হই। প্রতিবাদের ভাষা পদত্যাগ তখনই যৌক্তিক হতে পারে যখন সবাই একমত হন যেমনটি ১৯৯০ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষকরা করেছিলেন।

পদত্যাগ অর্থপূর্ণ হবে যখন দূবৃর্ত্ত ওই পদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ থাকবে না এবং সোহেল তাজের চাইতে আরোও যোগ্য কেঊ পদের দাবীদার হবেন। সোহেল তাজের পদত্যাগ, কিংবা জাহাঙ্গীরনগর বা বুয়েট উপাচার্যর পদত্যাগ বা বিরোধীদলের দাবিতে সরকারের পদত্যাগ জাতির আকাংখা পূরণে ও জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। পদত্যাগ মহামতি তাজউদ্দিন আহমেদের আত্মত্যাগ, এবং লাখো শহীদ ও লক্ষ মা-বোনের অবদানে অর্জিত স্বাধীনতাকে বিপন্ন করবে। বিপন্ন বাংলাদেশকে সুরক্ষায় সোহেল তাজ শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকবেন বলে জাতি প্রত্যাশা করে।


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment