শাবাব তোমার বাবা

শাবাব তোমার বাবা

যন্ত্রপাতির মাঝে বন্দী হয়ে এখন বাবা মৃত্যুর সাথে লড়ছে। তোমার বাবার নানা কথা পরিচিত সবার কাছে শুনবে। কেউ বলবে দারুন স্মার্ট বা কেতাদুরস্ত ছিল। সুদর্শন কড়া মেজাজী ছিল। জান কেন তার দীর্ঘদেহ যা ৬ফুট এক বা দুই ইঞ্চির বেশী লম্বা, উজ্জল গায়ের রং, সূর্যের আলোর ছোপে মিশমিশে কালো হতে পারেনি চুল? কারন তার পূর্বপুরুষরা হযরত শাহজালালের সঙ্গী হয়ে এসেছিলেন সুদূর মধ্যপ্রাচ্য থেকে । কেউ বলবে মেধাবী ছিল, কেউ খেয়ালী ছিল বলবে। বলবে নাই বা কেন? মেধাবীরা বিজ্ঞান নিয়ে পড়াশুনা করে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়। সে আর্টস নিয়ে পড়লো। এমনি খেয়ালী যে দুটো অংক নিল। জেনারেল ম্যাথ, ইলেক্টিভ ম্যাথ। স্কুল ফাইনালে আরও অনেক কিছুর সাথে দুই অংকেও লেটার নিয়ে বোর্ডে মেধা তালিকায় জায়গা দখল করলো। ক্যাডেট কলেজ ছেড়ে চলে আসলো। তারপর খেয়ালী মানুষ তেমনি উদাসীন হল পড়াশুনায়। অনেক সময় পার হল। নানান কর্মে অভিজ্ঞতা অর্জন করলো। পড়তে পছন্দ করতো তবে পরীক্ষাতে অনাগ্রহী। হঠাৎ মনে হল পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিল পটপট পাশও করলো ঝটঝট। বিসিএস দিয়ে দিল হঠাৎ করে। পরিবারে একজন বললো ‘কি অদ্ভুত কান্ড যে মেধার কোন যতèই করেনি সে বিসিএস এর কঠিন বেড়া ডিঙ্গাবে কিভাবে’। দক্ষ, সপ্রতিভ অফিসার বনে গেল। এক সময়ে চাকরীর পাশাপাশি এমবিএ পাশ করলো। তার যে মেধা ছিল তাতে পিএইচডি করতে পারতো চেষ্টা করলে। উদ্যোগই নেয়নি নি খেয়ালী বলে।

পুরা লেখাটি নিচের পিডিএফ এ ক্লিক করে পড়ুন।

2012/pdf/SHABAB_222142578.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment