Tumake Dilam

Tumake Dilam

তোমাকে দিলাম | হারুন রশীদ আজাদ | স্বাগতম বসন্ত ২০১১

সকাল থেকেই পার্বতি গুন গুনিয়ে গাইতে ছিল “”আজি এবসন্তে কত ফুল ফুঁটে” কখনো বা বারান্দায় দাড়িয়ে গাইতে ছিল নীজের বাগানের ফুল গুলি দেখছিল ,প্রজাপতির সমাগমে নিজের আবেগ প্রকাশ করছিল গান গেয়ে ।হয়তো কেউ আসবেই এমন বিশ্বাস তার আনাগোনায় বোঝা যাচ্ছিল !সুর্যের তাপ বাড়ছে ,বাড়ছে মনের উত্তেজনাও । পায়চারিরতপার্বতি বার বার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছিল ,এতেই বুঝা যাচ্ছিল পার্বতি প্রতীক্ষার সময়কে যন্ত্রনা মুত্তু করতেই নীজেকে ব্যস্ত রাখছে। আবার ডাইড়ি তথা দিনপঞ্জি খুলে লিখছে ,তুমি এলে না ,শীত চলেগেল , বসন্ত এলো, তবু স্বাগতম নতুন বসন্ত কে । বাংলার বসন্তের মত এদেশের বসন্ত ঋতুর অনেক ব্যবধান রয়েছে , তাতেকি !মনে দোলা লাগে , ফুল ফোঁটে গাছে গাছে , কবিতার পংতিমালা ঠোঁটের মাথায় বিড় বিড় করে ,মনে থাকা গানের কলি গুলো সুর করে গায় মন ,মনের অজান্তেও এসময়ে শিহরন জাগে । এর পর ব্যস্ততার মাঝে ও জানালায় বার বার চোঁখ চলে যায় । নোবেল পড়তে ভাল লাগে তবে এখন এই সময়ে নয় । প্রতিক্ষার সময় পার হতে চায়না ,এমন সুন্দর সময়ে কে না চায় ,মনের আয়নায় থাকা মানুষটি কাছা কাছি থাক ।

বিস্তারিত পড়ুন নিচের পিডিএফ ফাইলে।

2011/pdf/Sping.2011_192602411.pdf ( B) 


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment