Probashe Oboshar

Probashe Oboshar

প্রবাসে অবসর……

আমার অনেক প্রিয় ব্রিজবেন বীচ, পানির মাঝে মনে হয় হীরার টুকরো ছড়ানো………

সময় যেন কাটেনা, বড় একা একা লাগে…..

আমার প্রিয় সামিনার এই গানটি যখন শুনি তখন ভাবি আহ, আমার অবসর কখন আসবে ! এরকম গান শুনব আর প্রিয় সব মানুষগুলোর কথা ভাববো, মুহুর্তগুলিকে সুন্দর করে মনের মত করে সাজাবো….. ঘুরে বেড়াবো আর কখন একটু শান্তিতে বসে নিজের ইচ্ছা মত কিছু করতে পারব !

প্রবাস জীবনের গত বাধা নিত্যনৈমিত্তিক কাজের ভীড়ে হারিয়ে ফেলি নিজের অস্তিত্বকে, ভুলে যাই নিজের সব পছন্দের চাওয়া-পাওয়াকে, সারাদিন অজশ্র কাজের ভীড় এসে সময়কে কৈ দিয়ে যে চুরি করে নিয়ে যায় টেরই পাইনা ! একদিকে যেমন আয়া, বুয়া, ড্রাইভার, ক্লিনার আবার অন্যদিকে প্রফেশনাল কাজে অফিসের ব্যস্ততা….পাশাপাশি পড়াশোনার যেন শেষ নেই ! যতই দিন যাক, অভিগ্গতা বারুক, আরও পড়তে হবে ! সব কাজের মাঝে ক্লান্তিকে এড়িয়ে সব কাজ ঠিকভাবে করার জন্য কাজের ফাকে ফাকে শুধু গুনগুনাই……

ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু……….

ক্লান্তির চরম পর্যায় পৌঁছে মনে হয়, আর বুঝি কোনদিন একটু আরাম পাবনা, এভাবেই কাটবে জীবন…….নচিকেতার মত স্বপ্নে বিভোর হয়ে বলি, যখনই সময় থমকে দাড়ায়……

যদিও আমার সময় থেমে থাকছেনা কিন্তু এরই মাঝে আমার অসম্পূর্ন ইচ্ছা গুলি পূরনের স্বপ্ন দেখতে দোষ কি ?

অনেক প্রিয় বৃষ্টিতে ভেজা, সেটাও আমার ছোটখাট অবসরের প্রিয় কাজ যদি সময়মত বৃষ্টিকে পাই……..ভিজতে ভিজতে ডুবে যাই রবিঠাকুরের সেই গানে……
এসো নিপবনে—–

অথবা শ্রিকান্তের সেই………
আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

সাপ্তাহিক ছুটির দিনগুলিতে যদিও এ বাসায় ও বাসায় দাওয়াত থাকে কিন্তু সেগুলিকে আমি বিনোদোনের কারন হিসেবে ভাবতে পারিনা বরং আমার কাছে সেসবও ক্লান্তিকর মনে হয়, সারাদিন বাজার, ঘর পরিস্কার করার পর দুপুরে-রাতে সেজে-গুজে বাইরে যাও/#)…… তার চেয়ে দূরে কোথাও…….

এত সব ব্যস্ততার মাঝে যখন প্রতিক্ষিত অবসরটি মেলে, তখন কি করি ? ভেবে পাগল হয়ে যাই, কি রেখে কি করব ?

আমার স্বপ্নিল ইচ্ছাগুলি তখন ডানা মেলে……বেরিয়ে আসি স্বপ্ন থেকে বাস্তবে……প্রথমেই লং ড্রাইভ…বেড়িয়ে পড়ি অনির্দিষ্ট উদ্দেশ্যে….দূরে কোথাও….পছন্দের গান গুলিতো গাড়িতে রেডিই থাকে আর সাথে আমার প্রিয় পরিবারটি…..

মেঘ গুলিও যেন আমাকে সাথি করতে চায়……

আমার প্রিয় সমুদ্র পাড়ে……হয় সূর্যোদয়……

না হয় সূর্যাস্ত…..

সারাদিন ক্লান্তিহীন ঘোরাঘুরি, বাইরে খাওয়া, গল্প, মুভি দেখা……..

গোল্ডকোস্ট বীচ….

অথবা, যদি একটু বেশী সময় ছুটি পাই…….দূরে, আরও দূরে কোথাও, কোন পাহাড়ি এলাকা বা সমুদ্রের পাড়ে, কাটিয়ে এলাম কয়েকটা দিন…..যেখানে থাকবেনা কোন টেনশন, কোন তাগাদা, সব চিন্তা বাদ দিয়ে সাথে থাকবে শুধু সমুদ্রের গর্জন……

খোলা আকাশের বিশালতা আর পাহাড়ের সৌন্দর্য্য….

পাহারের রন্গীন সৌন্দর্য্য কেড়ে নিয়ে যায় আমার মনকে অনেক অনেক দূরে…..।

মাঝে মাঝে ইচ্ছে হয় নদীর পানি ঝাপটা মেখে কনকনে ঠান্ডা বাতাসের মাঝে নিজেকে সপে দেই আর দুচোখ মেলে দেখি অপার এক সৌন্দর্য্য, একদিকে যেমন পুরো শহরটা আর অন্য দিকে মুক্ত আকাশের নীচে টলমলে পানির খেলা !

ব্রিজবেনের এই এই সিটি ক্যাট আমার বড় প্রিয় !

পাখিরা যেন আমারই মত আটকে পড়া ছিল এতদিন, সুযোগ পেয়ে আজ মেলেছে তার ডানা গুলি আর বলছে আমাকে, কতদূরে যাবে তুমি ? পারবে আমাদের সাথে পাল্লা দিতে……?

আবার মাঝে মাঝে ভাল লাগে শুধু চুপচাপ বসে দেখতে পৃথিবীর এই রুপের বৈচিত্র আর চলে যাই সেই সুদূর অতীতে ! জীবনের কতটা সময় পার করে এলাম ! জানিনা আর কতদিন সুযোগ হবে এ সৌন্দর্য্য উপভোগের, ভাবলে শিউরে উঠি ! চলে যেতে হবে একদিন এসব ছেড়ে !

এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়……….

শ্যামলের সাথে গলা মিলিয়ে উচ্চস্বরে আমিও গাইতে থাকি…….


Place your ads here!

No comments

Write a comment
No Comments Yet! You can be first to comment this post!

Write a Comment